This Article is From Oct 20, 2018

দশেরার সন্ধেয় কীভাবে অন্ধকার নেমে এল পঞ্জাবে, ধরা পড়ল ভিডিওতে

অমৄতসরের যোডা ফটকে রাবন বধ দেখতে ভিড় এতটাই বেশি ছিল যে অনেকে রেল লাইনের উপরে উঠে পড়ে ৷ এদিকে তখন রেললাইনের দু'দিক থেকে ছুটে আসছে দু'টি ট্রেন ৷ রাবন বধের সময় বাজির শব্দে কেউ ট্রেন আসার কথা টেরই পায়নি ৷

প্রত্যক্ষদর্শীদের মোবাইল ক্যামেরায় উঠে আসে অমৄতসরে ট্রেন দুর্ঘটনার ভিডিও ৷

অমৄতসর:

দশেরায় রাবন বধ উতসবে তখন সবাই মাতোয়ারা ৷ এক নিমেষে বদলে গেল ছবিটা ৷ দশেরার উতসব চলাকালীন অন্ধকার ময় হয়ে গেল পঞ্জাবের অমৄতসরে ৷ অমৄতসরের যোডা ফটকে রাবন বধ দেখতে ভিড় এতটাই বেশি ছিল যে অনেকে রেল লাইনের উপরে উঠে পড়ে ৷ এদিকে তখন রেললাইনের দু'দিক থেকে ছুটে আসছে দু'টি ট্রেন ৷ রাবন বধের সময় বাজির শব্দে কেউ ট্রেন আসার কথা টেরই পায়নি ৷ ট্রেনের কেটে কম করে ৫০ জনের মৄত্যু হয় ৷ প্রত্যক্ষদর্শীদের মোবাইল ক্যামেরায় ধড়া পড়ে দুর্ঘটনার ভিডিও ৷ 

আরও পড়ুন: দশেরার রাবন বধ দেখতে গিয়ে অমৃতসরে ট্রেনে কাটা পড়ে মৃত অন্তত 50

.