This Article is From Mar 27, 2020

মুখ থেকে গামছা নামাবেন না: মাস্কের বিকল্প হিসেবে বিপ্লব দেবের পরামর্শ

টুইটারে এক ভিডিওয় বিপ্লব দেব দেখালেন গামছাকে (Gamchha) কেমন করে ব্যবহার করা যেতে পারে মাস্ক হিসেবে।

মুখ থেকে গামছা নামাবেন না: মাস্কের বিকল্প হিসেবে বিপ্লব দেবের পরামর্শ

বিপ্লব দেব বলেন, গামছাকে সহজেই মুখ ঢাকার কাজে ব্যবহার করা যায়।

নয়াদিল্লি:

করোনা (Coronavirus) সংক্রমণ রুখতে মাস্কের এক বিকল্পের সন্ধান দিলেন ত্রিপুরার (Tripura) মুখ্যমন্ত্রী বিপ্লব দেব (Biplab Deb)।  করোনার সংক্রমণ রুখতে যে মাস্কটির কথা বলা হচ্ছে সেই এন-৯৫ মাস্ক এখন বাজারে অপ্রতুল। এই অবস্থায় টুইটারে এক ভিডিওয় বিপ্লব দেব দেখালেন গামছাকে (Gamchha) কেমন করে ব্যবহার করা যেতে পারে মাস্ক হিসেবে। ত্রিপুরার বাসিন্দাদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান কোভিড-১৯ মোকাবিলায় মাস্কের পরিবর্ত হিসেবে গামছাকে কীভাবে ব্যবহার করা যায়।

প্রশাসনকে আইনরক্ষার পাশাপাশি মানবিক হওয়ারও পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী

তিনি নিজে তাঁর মুখ গামছায় ঢেকে সকলকে বুঝিয়ে দেন, কেন করে গামছাটিকে ব্যবহার করতে হবে।

তিনি বলেন, গামছা সকলেরই কাছে থাকে। কলকাতা ও গুয়াহাটি থেকে মাস্ক আসতে সময় লাগতে পারে। সেই সময় গামছাকে মুখে জড়িয়ে দেখার কথা বলেন তিনি।

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু কর্নাটকে, ছিল না বিদেশ ভ্রমণের ইতিহাস, শুরু তদন্ত

ওই ভিডিওয় ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘‘দেশে এই লকডাউন চলার সময় গামছা মুখ থেকে নামাবেন না। এটা ত্রিপুরার ঘরে ঘরে ব্যবহৃত হয়। এটাকেই রেডি-মেড মাস্ক হিসেবে ব্যবহার করা যায়।''

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭০০। মৃত এখনও পর্যন্ত ১৭।

.