This Article is From Jul 26, 2019

সারদাকাণ্ডে তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েনকে তলব করল সিবিআই

চলতি বছরের গোড়ার দিকে, ডেরেক ও ব্রায়েনকে (Derek O'Brien) হাজিরা দিতে বলা হয়েছিল, তবে সংসদের অধিবেশন চলার কারণে সময় চান তিনি।

সারদাকাণ্ডে তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েনকে তলব করল সিবিআই

অগস্টের প্রথম সপ্তাহের মধ্যে হাজিরা দিতে হবে ডেরেক ও ব্রায়েনকে (Derek O'Brien)।

কলকাতা:

সারদাকাণ্ডে (Saradah Scam) তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েনকে (Derek O'Brien) তলব করল সিবিআই। আগামী মাসের মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। সিবিআইয়ের এক আধিকারিক NDTV কে বলেন, “দলের মুখপত্র জাগো বাংলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছু নির্দিষ্ট লেনদেনের বিষয়ে আমরা তদন্ত করছি। সেই কারণে, তদন্ত যোগ দেওয়া এবং জবাব দিতে বলা হয়েছে”। অগস্টের প্রথম সপ্তাহের মধ্যে তাঁকে যোগ দিতে বলা হয়েছে বলেও জানান তিনি। তথ্য জানার অধিকার সংশোধনী বিলে তৃণমূল কংগ্রেসের বিরোধিতার সঙ্গে সিবিআইয়ের তলবের যোগের অভিযোগ করেছেন তিনি। এর আগে ফেব্রুয়ারিতে ডেরেক ও ব্রায়েনকে (Derek O'Brien) হাজিরা দিতে বলা হয়। যদিও সেই সময় সংসদীয় বাধ্যবাধ্যকতার কথা তুলে ধরেন তিনি।

তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মানহানি করতে সারদাচিটফান্ড কেলেঙ্কারি (Saradah Scam) নিয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার “রাজনীতি” করছে বলে অভিযোগ করেন ডেরেক। এর আগে ডেরেক ও ব্রায়েন (Derek O'Brien) বলেন, “দিদির সাদা শাড়িতে দুর্নীতি কখনই দাগ লাগাতে পারবে না”।

চলতি মাসের গোড়ার দিকে তৃণমূল সাংসদ শতাব্দী রায়, কুণাল ঘোষসহ মোট ৬ জনকে চিটফান্ড কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মামলায় অভিযুক্ত কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারও।

বেশ কয়েকবছর সারদা এবং রোজভ্যালিকাণ্ডে জেরবার অবস্থা থেকে নিজেদের কাটিয়ে নিয়েছিল তৃণমূল কংগ্রেস সরকার। তবে সম্প্রতি লোকসভা নির্বাচনে এ রাজ্যে তৃণমূল কংগ্রেস ৩৪ থেকে কমে ২২টি আসন পায়, অন্যদিকে, গতবারের ২ থেকে বেড়ে বিজেপি পায় ১৮টি আসন।

.