This Article is From Mar 04, 2020

"ন্যায়বিচারের স্বার্থে" দিল্লি হিংসা-মামলার দ্রুত শুনানি হোক দিল্লি হাইকোর্টে: সুপ্রিম কোর্ট

Delhi violence: দিল্লির ওই অশান্তির জেরে এখনও পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা শতাধিক

Supreme Court: দিল্লি হাইকোর্ট আগামী শুক্রবারই দিল্লি হিংসার মামলার পরবর্তী শুনানি শুরু করুক, নির্দেশ সুপ্রিম কোর্টের

হাইলাইটস

  • দিল্লির হিংসা পরিস্থিতি নিয়ে করা মামলার দ্রুত শুনানি করার নির্দেশ
  • দিল্লি হাইকোর্টকে আগামী শুক্রবার মামলার শুনানি করার কথা বলল সুপ্রিম কোর্ট
  • দিল্লি হিংসার বলি হন কমপক্ষে ৪৬ জন, আহত আরও ২০০
নয়া দিল্লি:

দিল্লি হিংসার (Delhi violence) ঘটনায় "ন্যায়বিচারের স্বার্থে" দিল্লি হাইকোর্টকে (Delhi High Court) শুক্রবার সমস্ত আর্জি গ্রহণ করতে বলল সুপ্রিম কোর্ট (Supreme Court)। কেন্দ্র দিল্লি হিংসা সম্পর্কিত মামলার বিষয়ে আরও কিছুদিন সময় চেয়েছিল। সেই আবেদন খারিজ করে দিয়ে শীর্ষ আদালত বলেছে,  বিজেপি নেতাদের বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে করা আবেদন সহ দিল্লিতে সহিংসতা সম্পর্কিত সমস্ত মামলার আবেদনের পরিপ্রেক্ষিতে ওই দিনই দিল্লির আদালতে শুনানি হওয়া উচিত। প্রধান বিচারপতি এস এ বোবদে বুধবার বলেন, "আমরা বিচারের স্বার্থে এই মামলাগুলি শুক্রবার দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতির অধীনে মামলার তালিকাভুক্ত করার কথা বলছি ... আমাদের অনুরোধ, হাইকোর্ট এই মামলাগুলির যতটা সম্ভব দ্রুততার সঙ্গে সমাধান করুক"।

"সুপ্রিম কোর্টের উপর বিশ্বাস নেই", সিএএ বিক্ষোভকারী হর্ষ মান্দেরের বক্তব্যের প্রতিলিপি চাইলেন প্রধান বিচারপতি

গত সপ্তাহে সংশোধিত নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে প্রথমে সংঘর্ষ বাঁধে, পরে সেই সংঘর্ষ ভয়ঙ্কর হিংসা পরিস্থিতির রূপ নেয়। দিল্লির ওই অশান্তির জেরে এখনও পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা শতাধিক। তারপরেই এই ঘটনার ন্যায়বিচার চেয়ে প্রথমে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন মৃতদের পরিবার। কিন্তু সেখানে মামলার শুনানির দিন অনেক দেরিতে দেওয়ায় দ্রুত শুনানির আর্জিতে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হন তাঁরা। সেই আবেদনের ভিত্তিতেই দিল্লি হাইকোর্টকে ওই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিজেপি নেতাদের বিদ্বেষমূলক প্ররোচনার জেরেই দিল্লিতে হিংসা ছড়িয়েছে, তাই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, এই আবেদনও করা হয় আদালতে।

"আমরা মনে করি যে (হাইকোর্টের নির্দেশ অনুযায়ী) এত দীর্ঘ মেয়াদে একটি মামলার শুনানি স্থগিত করা যথাযথ সিদ্ধান্ত। আমাদের কাছে মামলাটি আসা সত্ত্বেও আমরা চাই না হাইকোর্টের  এক্তিয়ারে ঢুকতে, তাই দিল্লি হাইকোর্টকেই জরুরি ভিত্তিতে শুনানি করার অনুরোধ করছি", বলেন দেশের প্রধান বিচারপতি বোবদে।

নির্ভয়া মামলার আসামি পবন গুপ্তার প্রাণভিক্ষার আবেদন খারিজ করলেন রাষ্ট্রপতি

কিন্তু সুপ্রিম কোর্টে আজকের (বুধবার) শুনানিতে কেন্দ্রের তরফ থেকে ওই মামলার জন্যে আগামী সোমবার পর্যন্ত সময় চাওয়া হলেও তা খারিজ করে দেন প্রধান বিচারপতি এস এ বোবদে। যদিও কেন্দ্রের আইনজীবী তাঁর সওয়ালে বলেন ভারতের প্রধান বিচারপতি দিল্লির "পরিস্থিতি সম্পর্কে অবগত নন" এবং "হাইকোর্টে গুণ্ডামি হয়"। এই প্রসঙ্গে জামিয়া মামলার শুনানির উদাহরণও তুলে ধরেন তিনি। সেই মামলার শুনানি চলাকালীন খোদ আইনজীবীরা দিল্লি হাইকোর্টে "শেম, শেম" ধ্বনি তুলে মামলার কাজে বিঘ্ন ঘটান বলে অভিযোগ করেন তিনি।

সুপ্রিম কোর্ট অবশ্য কেন্দ্রের হয়ে সওয়াল করা আইনজীবীর সব যুক্তি খারিজ করে বলে,"আমরা যত তাড়াতাড়ি সম্ভব শান্তি ফিরে এসেছে এটা দেখতে চাই। আমরা মধ্যস্থতার আদেশ দিচ্ছি না"। প্রধান বিচারপতি বলেন, "দিল্লি হাইকোর্টই এই বিরোধের শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করুক"।

.