This Article is From Feb 27, 2020

দিল্লির সংঘর্ষের মধ্যে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ ১৩ বছরের কিশোরী

অষ্টম শ্রেণির ছাত্রী ওই কিশোরীর স্কুল বাড়ি থেকে সাড়ে চার কিলোমিটার দূরে। সোমবার সকালে সে স্কুলে গেলেও এখনও পর্যন্ত ফিরে আসেনি।

দিল্লির সংঘর্ষের মধ্যে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ ১৩ বছরের কিশোরী

দিল্লি পুলিশ জানিয়েছে, মেয়েটির সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।

নয়াদিল্লি:

তেরো বছরের মেয়েটি দু'দিন আগে খাজুরি খাস এলাকায় পরীক্ষা দিতে গিয়েছিল। কিন্তু উত্তর-পূর্ব দিল্লির সংঘর্ষের (Delhi Clashes) পরে তার সন্ধান মেলেনি। বুধবার পুলিশ একথা জান‌িয়েছে। অষ্টম শ্রেণির ছাত্রী ওই কিশোরী তার বাবা-মায়ের সঙ্গে সনিয়া বিহারে থাকত। স্কুল বাড়ি থেকে সাড়ে চার কিলোমিটার দূরে। সোমবার সকালে সে স্কুলে গেলেও এখনও পর্যন্ত ফিরে আসেনি। তার বাবা বস্ত্র ব্যবসায়ী। তিনি সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘‘আমি তাকে স্কুল থেকে আনতে যাই ৫.২০-তে। কিন্তু আমি চলতে থাকা সংঘর্ষের মধ্যে পড়ে যাই। সেই থেকে আমার মেয়ে নিখোঁজ।''

এক পুলিশ আধিকারিক জান‌িয়েছেন, নিখোঁজ ডায়রি করা হয়েছে। মেয়েটির সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুল‌িশ।

উত্তর-পূর্ব দিল্লিতে হিংসার বলির সংখ্যা বেড়ে হল ২৮

মৌজপুরের বিজয় পার্কের বাসিন্দা মহম্মদ সাবির। তাঁর পরিবার শিব বিহারের একটি বাড়িতে থাকে। মঙ্গলবার রাত থেকে পরিবারের সঙ্গে কোনও যোগাযোগ করতে পারেননি তিনি।

প্রায় ৭০ বছরের মহম্মদ সাবির জানাচ্ছেন, ‘‘আমার একটি বাড়ি রয়েছে মেদিনা মসজিদের কাছে শিব বিহারে। সেখানে আমার দুই সন্তান বাস করে। বাকি দু'জন আমার কাছে বিজয় পার্কে থাকে। ওই এলাকায় হিংসাত্মক ঘটনার কারণে আমি ওদের কাছে যেতে পারিনি। কাল রাত থেকে ওদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।''

দিল্লির হিংসা মামলার বিচারপতিকে বদলি করা হল পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে

সংবাদ সংস্থা পিটিআইকে তিনি জানাচ্ছেন, ‘‘ওরা আমাকে গতকাল বলেছিল উত্তেজিত জনতা বাড়িটা ঘিরে ফেলেছে। কিন্তু ওরা বাড়ি থেকে পালাতে পেরেছে। কিন্তু ওরা কোথায় গিয়েছে সে ব্যাপারে কোনও ধারণা নেই। ওই এলাকার পরিবেশ উত্তেজনাপূর্ণ। পুলিশের কাছে আমার আর্জি আমাদের সাহায্য করুন।''

দিল্লি পুলিশ ১৮টি এফআইআর করেছে। ১০৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এখনও পর্যন্ত হিংসার কারণে মৃত্যু হয়েছে ২৮ জনের। আহত ২০০-রও বেশি।

.