This Article is From Feb 11, 2020

"আমরা সর্বস্ব দিয়ে চেষ্টা করেও মানুষের মন পাইনি;" দিল্লির ট্রেন্ড দেখে দাবি Gautam Gambhir-এর

প্রাক্তন ওই ক্রিকেটার বলেন, "দিল্লি ভোটের ফল আমরা মাথা পেতে নিচ্ছি। আর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলা অরবিন্দ কেজরিওয়ালকে অভিনন্দন জানাচ্ছি।" 

তাঁর দল পরাজয় মেনে নিচ্ছে। এএনআইকে জানালেন গৌতম গম্ভীর।

হাইলাইটস

  • "দিল্লি ভোটে পরাজয় স্বীকার করে নিচ্ছে বিজেপি"
  • সংবাদসংস্থার কাছে দাবি করেছেন দলের সাংসদ গৌতম গম্ভীর
  • বিজেপি, সর্বস্ব দিয়ে চেষ্টা করেও মানুষের মন পায় নি, জানিয়েছেন গম্ভীর
নয়া দিল্লি:

বিজেপি (BJP) তার সর্বস্ব দিয়ে চেষ্টা করেছিল কিন্তু মানুষকে বোঝাতে পারেনি। দিল্লি ভোট গণনার ট্রেন্ড (Delhi Election 2020 Resuult) বিচার করে মঙ্গলবার বললেন সে দলের সাংসদ গৌতম গম্ভীর (MP Goutam Gambhir)। ট্রেন্ড বলছে তৃতীয়বার (Third Consecutive Time) মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল। তাই এই ফলের জন্য আপ প্রধানকে (Arvind Kejriwal) অভিনন্দন জানান পূর্ব দিল্লির ওই বিজেপি সাংসদ। সংবাদসংস্থা  এএনআইকে প্রাক্তন ওই ক্রিকেটার বলেন, "দিল্লি ভোটের ফল আমরা মাথা পেতে নিচ্ছি। আর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলা অরবিন্দ কেজরিওয়ালকে অভিনন্দন জানাচ্ছি।"  গত সাধারণ নির্বাচনে আপের অতিশী মারলেনাকে পূর্ব দিল্লি লোকসভা আসনে পরাজিত করেন গম্ভীর। প্রথমবার রাজনীতির ময়দানে নেমেই সেঞ্চুরি হাঁকান গৌতম গম্ভীর।

Delhi Results 2020: আপ কার্যালয়ে উৎসবের আবহ, বাজছে গান 'লাগে রহো কেজরিওয়াল'

এদিকে, এদিন ভোট গণনার প্রাথমিক ট্রেন্ড দেখে দিল্লি বিজেপি প্রদেশের সভাপতি মনোজ তিওয়ারি দাবি করেছিলেন, ৪৮টির বেশি আসনে জিতবে তাঁর দল। তাঁর পূর্বাভাস ছিল ৫৫টি আসন। এমনকি শনিবার ভোটগ্রহণের পর বের হওয়া বুথ-ফেরত সমীক্ষাগুলোকে নাকচ করেছিলেন তিনি। সংবাদমাধ্যমকে মনোজ তিওয়ারি বলেছিলেন, আমার টুইটের স্ক্রিনশট রেখে দিন। বুথফেরত সমীক্ষা মিলবে না। বিজেপিই ক্ষমতায় আসবে। বিজেপি সূত্রের খবর ছিল, শনিবার বিকেল ৫টা অবধি ৫৭% ভোট পড়লেও, পরের দু'ঘণ্টায় তা ৫% বেড়ে ৬২% হয়েছিল। নির্বাচন কমিশন সূত্রে নির্দেশ ছিল, বিকেলের পর বুথের বাইরে ভোটারদের লাইন থাকায় ২ ঘণ্টা বাড়ানো হবে ভোটগ্রহণ। সেই দু'ঘণ্টার ভোটদানের হিড়িক দেখে একটু আশার আলো দেখে বিজেপি। কিন্তু মঙ্গলবার ব্যালট খোলার পর থেকেই সেই আশায় জল দেয় আপ, দাবি বিশ্লেষকরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা গিয়েছে, আরও ৪-৫ রাউন্ড গণনা বাকি। . 

Delhi Election Results 2020: ভারতের আত্মাকে রক্ষা করার জন্য দিল্লিকে ধন্যবাদ, বললেন প্রশান্ত কিশোর

এদিকে নির্বাচনী প্রচারে বিতর্কিত ও সাম্প্রদায়িক মন্তব্য করে কমিশনের কোপে পড়া অপর বিজেপি সাংসদ পারভেস বার্মা এএনআইকে বলেছেন, আমি এই ফল মেনেই নিলাম। আগামি দিনে আরও ভালো কাজ করে পরের ভোটে ভালো করবো। এখনও পর্যন্ত ভোট গণনার যা ট্রেন্ড, তাতে আপ এগিয়ে ৬২টি আসনে আর বিজপি এগিয়ে ৮টি আসনে। এবারও খাতা খুলতে পারেনি কংগ্রেস। 

(ANI থেকে সংগৃহীত) 

.