This Article is From Feb 10, 2020

Delhi Election Results 2020: কখন এবং কোথায় জানবেন গণনার ফলাফল

ক্ষমতা ধরে রাখতে মরিয়া আপ। তাদের প্রচারে উন্নয়নের দিকে নজর দেওয়া হয়েছে। বিজেপির প্রচারে অবশ্য প্রাধান্য পেয়েছে সিএএ-বিরোধী আন্দোলন ও জাতীয়তাবাদ। 

Delhi Election Results 2020: কখন এবং কোথায় জানবেন গণনার ফলাফল

Delhi Vidhan Sabha Election Results 2020: অক্ষরধামের এক গণনাকেন্দ্রের বাইরে কড়া প্রহরা।

হাইলাইটস

  • দিল্লি বিধানসভা নির্বাচনের গণনা মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ৮টা থেকে শুরু হবে
  • ক্ষমতা ধরে রাখতে মরিয়া আপ
  • আপকে হারিয়ে দিল্লি দখলের দাবি বিজেপির রাজ্য সভাপতি মনোজ তিওয়ারির
নয়াদিল্লি:

গত ৮ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচনের (Delhi Election 2020) গণনা (Delhi Election Results 2020) মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি। শনিবার সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শেষ হয়। এর প্রায় ২৪ ঘণ্টা পরে নির্বাচন কমিশন জানায়, ভোট পড়েছে ৬২.৫৯ শতাংশ। রাজ্যে মোট ভোটারের সংখ্যা ১.৪৭ কোটি। ২০১৫ সালে ৬৭.৫ শতাংশ ভোট পড়েছিল। শনিবার সকাল ৮টা থেকে ৭০টি বিধানসভা কেন্দ্রের জন্য ভোটগ্রহণ হয় ২,৭০০টি পোলিং স্টেশন ও ১৩,০০০ বুথে। ২১টি গণনা কেন্দ্রে ভোটের গণনা হবে মঙ্গলবার। এগজিট পোলগুলি ইঙ্গিত করেছে আম আদমি পার্টির ক্ষমতা ধরে রাখার দিকে। সেই এগজিট পোলকে উড়িয়ে দিয়ে বিজেপির রাজ্য সভাপতি মনোজ তিওয়ারি দাবি করেছেন, আম আদমি পার্টি নয়, দিল্লিতে জিতবে বিজেপিই। তিনি বলেন, অন্তত ৪৮টি আসনে জয়লাভ করবে গেরুয়া শিবির। তিনি বলেন, অন্য দলগুলি ইভিএম নিয়ে কোনও অভিযোগ করতে পারবে না। 

দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফলের তারিখ: ১১ ফেব্রুয়ারি, মঙ্গলবার। 

দিল্লি বিধানসভা নির্বাচনের সময়: সকাল আটটা থেকে শুরু হবে গণনা। তারপর দ্রুতই ট্রেন্ড বোঝা যাবে। 

কোথায় দিল্লি বিধানসভা নির্বাচনের গণনা দেখা যাবে: আপনি NDTV English channel অথবা NDTV Khabar-এ সকাল ৮টা থেকে ভোটের গণনার ফলাফল জানা যাবে।

১৯৯৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত দিল্লির ক্ষমতা ছিল কংগ্রেসের হাতে। এবারের নির্বাচনে দিল্লি আরজেডির সঙ্গে জোট গড়ে লড়াই করেছে। কংগ্রেসের ৬৬টি এবং আরজেডির ৪টি আসনে প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ক্ষমতা ধরে রাখতে মরিয়া আপ। তাদের প্রচারে উন্নয়নের দিকে নজর দেওয়া হয়েছে। বিজেপির প্রচারে অবশ্য প্রাধান্য পেয়েছে সিএএ-বিরোধী আন্দোলন ও জাতীয়তাবাদ। 

.