This Article is From Oct 09, 2019

রাফাল প্রাপ্তির পর নিয়ম মেনে যুদ্ধবিমানের গায়ে ওম লিখে 'শস্ত্র পুজো' করলেন রাজনাথ সিং

Rafale Jet: প্রতিরক্ষামন্ত্রী ওই যুদ্ধবিমানটির গায়ে "ওম" লেখেন ও রাফালে চড়ে পরীক্ষামূলক উড়ান দেওয়ার আগে ফ্রান্সের মেরিগানায় সেটিকে ফুল এবং নারকেল দিয়ে পুজো করেন।

রাফাল প্রাপ্তির পর নিয়ম মেনে যুদ্ধবিমানের গায়ে ওম লিখে 'শস্ত্র পুজো' করলেন রাজনাথ সিং

প্রতিরক্ষামন্ত্রী Rajnath Singh পরে রাফালের শস্ত্র পুজোর একটি ছবি অনলাইনে শেয়ার করেন

বোর্দো:

মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের হাতে ফ্রান্সের পক্ষ থেকে প্রথম রাফাল যুদ্ধবিমানটি হস্তান্তর করা হয়। ফ্রান্সের বন্দর শহর বোর্দোয় ৩৬ টি রাফাল জেটের মধ্যে প্রথমটি প্রাপ্তির পরে তিনি সেটির শস্ত্র পুজো করেন। বিজয়াদশমী উপলক্ষে এটি এমন একটি দেশীয় রীতি যেখানে অস্ত্রকে পুজো করা হয় । সেই রীতি মেনেই রাফালেরও শস্ত্র পুজো করেন রাজনাথ। প্রতিরক্ষামন্ত্রী প্রথমে ওই যুদ্ধবিমানটির গায়ে "ওম" লেখেন ও রাফালে চড়ে পরীক্ষামূলক উড়ান দেওয়ার আগে ফ্রান্সের মেরিগানায় সেটিকে ফুল এবং নারকেল দিয়ে পুজো করেন।পরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রাফালের শস্ত্র পুজোর একটি ছবি অনলাইনে শেয়ার করে লেখেন যে, বিজয়া দশমীতে অস্ত্র পুজো করা একটি ভারতীয় ঐতিহ্য।

"প্রতিরোধের জন্যে, আক্রমণের জন্য নয়", রাফাল পেয়ে বললেন রাজনাথ সিং

টুইটারে ছবিটি শেয়ার করে রাজনাথ সিং বলেন, "বিজয়া দশমীর শুভ অবসরে শস্ত্র পুজো করা হয়। বিজয়া দশমীতে অস্ত্রের উপাসনা করা আমাদের ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে।"

মঙ্গলবার ফরাসী সশস্ত্র বাহিনীর মন্ত্রী ফ্লোরেন্স পার্লির উপস্থিতিতে ফ্রান্সের ড্যাসল্ট এভিয়েশনের সঙ্গে ৩৬টি রাফাল কেনার চুক্তি অনুযায়ী প্রথম যুদ্ধবিমানটি (Rafale Deal) পায় ভারত।৩ দিনের ফ্রান্স সফরে আসা কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে বোর্দোতে আনুষ্ঠানিকভাবে প্রথম রাফালটি হস্তান্তর করে ওই যুদ্ধবিমানের প্রস্তুতকারক ড্যাসল্ট এভিয়েশন । শস্ত্র পুজোর সময় ফ্রান্সের শীর্ষ সামরিক কর্তারা, ড্যাসল্ট এভিয়েশনের উর্ধ্বতন আধিকারিকরা এবং রাফালের নির্মাতারা উপস্থিত ছিলেন। তবে মঙ্গলবার শুধু দশেরা নয়, ৮৭ তম বিমান বাহিনী দিবসও উদযাপন করে বায়ুসেনা।

"এটি একটি ঐতিহাসিক দিন এবং এই ঘটনা ভারত ও ফ্রান্সের মধ্যে গভীর সম্পর্কের চিত্র প্রদর্শন করে," ফ্রান্সে রাফাল যুদ্ধবিমানের হস্তান্তর অনুষ্ঠানে বলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

তিনি বলেন, "রাফাল আইএএফ অর্থাৎ ভারতীয় বায়ুসেনার শক্তি আরও বাড়িয়ে দেবে। আমাদের লক্ষ্যই হল আইএএফের সক্ষমতা বাড়ানো। আমরা নিশ্চিত যে সব নিয়ম মেনে এটি অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থাকে আরও জোরদার করবে" ।

কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন যে এই অনুষ্ঠানটি ভারত ও ফ্রান্সের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের গভীরতার পরিচায়ক।

১১-১২ অক্টোবর চেন্নাইয়ে দ্বিতীয় বৈঠকে প্রধানমন্ত্রী মোদির মুখোমুখি হবেন শি জিনপিং

"এটি ভারতীয় সশস্ত্র বাহিনীর জন্যেও একটি ঐতিহাসিক এবং যুগান্তকারী দিন। এই ঘটনাটি ভারত ও ফ্রান্সের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের গভীরতার পরিচায়ক", ফের বলেন রাজনাথ।

রাফাল হস্তান্তরের পর ওই যুদ্ধবিমানেই সওয়ার হন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। জানা গেছে, প্রতিরক্ষামন্ত্রী যুদ্ধবিমানের ককপিটের পিছনের আসনে বসে ছিলেন এবং এক ফরাসি পাইলট আরবি ওয়ান টেল নম্বরের অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমানটি চালান।

দেখুন ভিডিও:

.