This Article is From Oct 09, 2019

"খুব আরামদায়ক, মসৃণ", রাফাল যুদ্ধবিমানে ছোট্ট উড়ান শেষে বললেন রাজনাথ

Rafale Jet: ফ্রান্সের মেরিগনাক বিমানবন্দরের রাফালের শস্ত্র পুজো করার পরে তাতে সওয়ার হয়ে ২৫ মিনিটের একটি সফর করেন প্রতিরক্ষা মন্ত্রী

ফ্রান্সে প্রথম রাফাল প্রাপ্তির পর ওই যুদ্ধবিমানে ২৫ মিনিটের সফর করেন Rajnath Singh

মেরিগনাক, ফ্রান্স:

কোনও দেশকে আক্রমণ করার উদ্দেশ্যে নয় বরং নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতেই রাফাল যুদ্ধবিমানকে ভারতীয় বায়ুসেনার অন্তর্ভুক্ত করা হয়েছে, ফ্রান্সে রাফালের প্রথম সংস্করণটি হাতে পেয়ে বললেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রাফাল যুদ্ধবিমানে ২৫ মিনিটের একটি সফর করে প্রতিরক্ষা মন্ত্রী (Rajnath Singh) নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন এই উড়ানটি (Rafale Jet) "খুবই আরামদায়ক ও মসৃণ" ছিল। মেরিগনাক বিমানবন্দরে যুদ্ধবিমানটির শস্ত্র পুজো করার পরে তাতে সওয়ার হয়ে তিনি বলেন, এই বিমানটি ভারতীয় বায়ুসেনার যুদ্ধক্ষমতা আরও বৃদ্ধি করবে এবং কাউকে আক্রমণের উদ্দেশ্যে নয় এটি কেবল আত্মরক্ষার উদ্দেশ্যেই বায়ুসেনার অস্ত্রতালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে ।

"আমরা কোনও দেশকে হুমকির দেওয়ার জন্য অস্ত্র এবং অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় করি না। আমরা এই অস্ত্র কিনছি শুধুমাত্র আমাদের সক্ষমতা বাড়াতে এবং আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করে তোলার জন্য। তবে রাফাল যুদ্ধবিমানগুলি অধিগ্রহণের কৃতিত্ব অবশ্যই @ নরেন্দ্র মোদিকেই দিতে হবে। তাঁর সিদ্ধান্ত গ্রহণের দৃঢ়তার জন্যে আমাদের জাতীয় সুরক্ষা ব্যবস্থা ব্যাপকভাবে উপকৃত হয়েছে", টুইট করেন রাজনাথ সিং ।

রাফাল প্রাপ্তির পর নিয়ম মেনে যুদ্ধবিমানের গায়ে ওম লিখে 'শস্ত্র পুজো' করলেন রাজনাথ সিং

রাফালে সওয়ার করার শেষে প্রতিরক্ষামন্ত্রী জানান "এটি একটি খুব আরামদায়ক এবং মসৃণ উড়ান ছিল... আমি কখনই ভাবিনি যে একদিন আমি একটি সুপার সনিক যুদ্ধবিমানে সওয়ার হয়ে তীব্রগতিতে উড়ে যাব। আমি এই সফরে এই যুদ্ধবিমানের অনেকগুলি ক্ষমতা যেমন এর এয়ার-টু-এয়ার এবং এয়ার-টু-গ্রাউন্ড সামর্থ্যগুলি পর্যবেক্ষণ করতে সক্ষম হয়েছি"।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর, রাজনাথ সিং বেঙ্গালুরুর এইচএল বিমানবন্দর থেকে তেজস যুদ্ধবিমানেও সওয়ার হন। তিনিই প্রথম প্রতিরক্ষামন্ত্রী যিনি দেশীয়ভাবে নির্মিত হালকা যুদ্ধ বিমানে উড়ান দিয়েছিলেন।

তবে রাফালের উড়ান শেষে রাজনাথ সিং বলেন, "এই বিমানটি ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধক্ষেত্রে সক্ষমতা অর্জনের ব্যাপক উন্নতি চিহ্নিত করলেও এটি নেওয়ার উদ্দেশ্য আক্রমণ নয় বরং আত্মরক্ষার্থেই এটিকে বায়ুসেনার অন্তর্ভুক্ত করা হয়েছে । এই মাইলফলকটির কৃতিত্ব দেওয়া উচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে, যার সিদ্ধান্ত গ্রহণের ফলেই  ভারতীয় বায়ুসেনার এই শক্তিবৃদ্ধি সম্ভব হয়েছে"।

"প্রতিরোধের জন্যে, আক্রমণের জন্য নয়", রাফাল পেয়ে বললেন রাজনাথ সিং

রাজনাথ বলেন,"আমি প্রতি বছর লখনউতে শস্ত্র পুজো করি এবং আজ আমি ফ্রান্সে এই পুজো করলাম রাফালকে শস্ত্র হিসাবে বরণ করে নিয়ে"।

ভারত ২০১৬ সালের সেপ্টেম্বরে ৫৯,০০০ কোটি টাকা ব্যয়ে ৩৬ টি রাফাল যুদ্ধবিমান কেনার জন্য ফ্রান্সের সঙ্গে একটি চুক্তি করে। চারটি জেটের প্রথম ব্যাচটি আগামী মে মাসে এ দেশে আসবে। ২০২২-এর মধ্যে সবকটি রাফাল যুদ্ধবিমান এসে যাবে ভারতের হাতে।

দেখুন ভিডিও:

.