This Article is From Mar 02, 2019

হাসপাতালে থাকা অভিনন্দন বর্তমানকে দেখতে এলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন

শনিবার ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে দেখতে হাসপাতালে গেলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন

হাসপাতালে থাকা অভিনন্দন বর্তমানকে দেখতে এলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন
নিউ দিল্লি:

শনিবার ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে দেখতে হাসপাতালে গেলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন। শুক্রবার রাত ন'টা কুড়ি মিনিট নাগাদ ওয়াঘা সীমান্ত পেরিয়ে ৬০ ঘন্টা পাকিস্তানের হেফাজতে থাকার পর দেশে পা রাখেন অভিনন্দন বর্তমান। তারপরই তাঁর রুটিন মেডিক্যাল চেক-আপের জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই হাসপাতালেই তাঁকে দেখতে আসেন প্রতিরক্ষামন্ত্রী। নির্মলা সীতারামন অভিনন্দনকে জানান, তাঁর জন্য গোটা দেশ গর্ব অনুভব করছে। তাঁর সাহস ও কাজের প্রতি সততা এবং নিষ্ঠার কথা এখন প্রতিটি দেশবাসীর হৃদয়ে। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, পাকিস্তানে কাটানো ৬০ ঘন্টার কথা পুঙ্খানুপুঙ্খুভাবে প্রতিরক্ষামন্ত্রীকে জানান অভিনন্দন বর্তমান। 

এবার থেকে অভিধানে বদলে যাবে 'অভিনন্দন' শব্দের মানে, বলছেন নরেন্দ্র মোদি

সংবাদমাধ্যমের কাছে যে ছবি এসেছে, তাতে দেখা যাচ্ছে হাসপাতাল কক্ষে নির্মলা সীতারামন কথা বলছেন অভিনন্দন বর্তমানের সঙ্গে। গতকাল রাতে ওয়াঘা সীমান্ত পেরিয়ে সাদা জামা ও নীল ব্লেজার পরে ভারতে পা রাখা অভিনন্দনকে ওই ছবিতে তাঁর ইউনিফর্মেই দেখা যাচ্ছে।

অভিনন্দন বর্তমান, ভারত-পাক সম্ভাব্য যুদ্ধ আটকে দিলেন যিনি

সংবাদসংস্থা পিটিআই আরও জানিয়েছে, ওই পাইলট শনিবার সকালে তাঁর বাড়ির লোকের সঙ্গে দেখা করেন।

.