This Article is From Nov 10, 2019

Cyclone Bulbul Live Update: শক্তি হারিয়ে বাংলাদেশ পৌঁছাল বুলবুল, কলকাতায় কমেছে বৃষ্টি

Cyclone Bulbul Live Update: অতি ভয়ঙ্কর বুলবুল (Cyclone Bulbul) শক্তি বেশ অনেকটাই হারিয়ে প্রবেশ করেছে বাংলাদেশে। শনিবার বেশি রাত অব্দি আতঙ্কেই কাটিয়েছেন সাধারণ মানুষ।

Cyclone Bulbul Live Update: শক্তি হারিয়ে বাংলাদেশ পৌঁছাল বুলবুল, কলকাতায় কমেছে বৃষ্টি

Cyclone Bulbul Live Update: রবিবার সকালে রাজ্যে কমেছে বৃষ্টি, ঝোড়ো হাওয়া

নয়াদিল্লি:

অতি ভয়ঙ্কর বুলবুল (Cyclone Bulbul) শক্তি বেশ অনেকটাই হারিয়ে প্রবেশ করেছে বাংলাদেশে। শনিবার বেশি রাত অব্দি আতঙ্কেই কাটিয়েছেন সাধারণ মানুষ। তবে গতকালই অতি তীব্র থেকে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয় বুলবুল।সাগরদ্বীপ থেকে বুলবুল (Bulbul) মাত্র ৮৫ কিলোমিটার দূরে রইতেই কলকাতা শহ আশেপাশের এলাকায় ব্যাপক তাণ্ডব শুরু হয় ঝোড়ো হাওয়ার। কলকাতায় শুরু হয় প্রবল বৃষ্টিও। আবহাওয়া দফতর জানিয়েছিল ১৩৫ কিলোমিটার বেগে ভয়ঙ্কর বুলবুল (Cyclone Bulbul) আছড়ে পড়বে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়া উপকূলের কাছে সুন্দরবন ব-দ্বীপ বরাবর। আবহাওয়া দফতরের খবর অনুসারে, ঘূর্ণিঝড় বুলবুল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের স্থলভাগ সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ায় শনিবার রাত ১১ টা নাগাদ ঢুকে পড়েছে। কলকাতা শহরে গাছ পড়ে মৃত্যু হয়েছে ১ জনের। তবে বাংলাদেশে প্রবেশ করতেই কলকাতায় থেমেছে বৃষ্টি। রবিবারের সকালে দুর্যোগের আভাস আর নেই। 

দেখে নিন ঘূর্ণিঝড় বুলবুলের লাইভ আপডেট

Nov 10, 2019 09:55 (IST)
সুন্দরনবনের ব্যাপক ক্ষতি হয়েছে বুলবুলের তাণ্ডবে। বিশেষ করে শস্যের ক্ষতি করে গিয়েছে বুলবুল 
Nov 10, 2019 09:54 (IST)
সুন্দরবনের ধাঞ্চি বনের মধ্যে দিয়ে মাঝরাত্রে ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টার বেগে বাংলাদেশে প্রবেশ করে বুলবুল
Nov 10, 2019 09:43 (IST)
পশ্চিমবঙ্গে দক্ষিণ ও উত্তর ২৪ পরগণায় এবং নদিয়াতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা 
Nov 10, 2019 09:43 (IST)
আগামী ৬ ঘণ্টায় বাঁক নেবে উত্তর-উত্তরপূর্ব দিকে। তারপরেই বাংলাদেশে সম্পূর্ণ ঢুকে পড়বে বুলবুল 
Nov 10, 2019 09:42 (IST)
শক্তিক্ষয় করে বুলবুল বাংলাদেশে 
Nov 09, 2019 23:10 (IST)
সাগরদ্বীপে পুরোপুরি আছড়ে পড়ে সুন্দরবনের ব-দ্বীপ বরাবর এগিয়ে বাংলাদেশে প্রবেশ করবে বুলবুল 
Nov 09, 2019 23:05 (IST)
স্থলভূমিতে প্রবেশ করেছে ঘূর্ণিঝড়ের চক্ষু 
Nov 09, 2019 23:04 (IST)
মেদিনীপুরে ১১০-১২০, এমনকী ১৫০ কিলোমিটার প্রতিঘণ্টা বেগেও ঝড়ের সম্ভাবনা 
Nov 09, 2019 23:03 (IST)
আগামী তিন ঘণ্টা ৩০-৪০ কিলোমিটার এমনকি প্রতি ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগেও ঝোড়ো হাওয়ার আশঙ্কা 
Nov 09, 2019 23:00 (IST)
আগামী ১২ ঘণ্টা ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যে 
Nov 09, 2019 21:44 (IST)
ক্যানিং থেকে ১০০ কিলোমিটার দূরে বুলবুল  
Nov 09, 2019 21:04 (IST)
কলকাতা থেকে ১২৫ কিলোমিটার দূরে বুলবুল 
Nov 09, 2019 20:44 (IST)
বুলবুলের সামনের অংশ মেঘের প্রাচীরের মতো,যেমন ঘূর্ণিঝড়ের হয়
Nov 09, 2019 20:43 (IST)
যেহেতু এই ঝড়ের বিস্তৃতি অনেকটা অংশ জুড়ে হয় সেই কারণে পুরো ঝড় স্থলভূমিতে প্রবেশ করতে তিন ঘণ্টার মতো সময় লাগতে পারে জানালো আবহাওয়া দপ্তর
Nov 09, 2019 20:37 (IST)
স্থলভূমিতে প্রবেশ করছে বুলবুল, জানাল আবহাওয়া দপ্তর
Nov 09, 2019 19:51 (IST)
আগামী ২ ঘণ্টায় যে কোনও সময় আছড়ে পড়বে বুলবুল। গত ৬ ঘণ্টায় ১৩ কিমি পথ অতিক্রম বুলবুলের
Nov 09, 2019 19:48 (IST)
দিঘা থেকে ৮০ কিলোমিটার দূরে ঘূর্ণিঝড় বুলবুল 
Nov 09, 2019 19:48 (IST)
কলকাতা থেকে ১৩০ কিলোমিটার দূরে বুলবুল 
Nov 09, 2019 19:47 (IST)
পূর্ব মেদিনীপুরে ভেঙে পড়েছে প্রচুর কাঁচা বাড়ি 
Nov 09, 2019 19:46 (IST)
এই মুহূর্তে সাগরদ্বীপ আর বকখালির মাঝে রয়েছে বুলবুল 
Nov 09, 2019 19:46 (IST)
ঝোড়ো হাওয়া আর প্রবল বৃষ্টির কারণে বাতিল হয়েছে বেশ কিছু ট্রেন; দেখে নিন কোন কোন ট্রেন বাতিল হল বুলবুলের কারণে

68687 (পাঁশকুড়া-দিঘা)
 
38439/68689 (হাওড়া-পাঁশকুড়া-দিঘা) ৯.১১.২০১৯ (আজ)

68686 (দিঘা-পাঁশকুড়া) 

68688/38418 (দিঘা-পাঁশকুড়া-হাওড়া) ১০.১১.১৯ (রবিবার)
Nov 09, 2019 19:10 (IST)
Nov 09, 2019 18:38 (IST)
কলকাতা থেকে আর ১৫০ কিলোমিটার দূরে বুলবুল 
Nov 09, 2019 18:37 (IST)
রাত ৮ টা থেকে ১১ টার মধ্যে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় বুলবুল
Nov 09, 2019 18:36 (IST)
সাগরদ্বীপ থেকে আর মাত্র ৫০ কিলোমিটার দূরে বুলবুল 
Nov 09, 2019 18:35 (IST)
কলকাতায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস আগামী ৯ ঘন্টায়
Nov 09, 2019 18:01 (IST)
আজ আড়াইটা পর্যন্ত দিঘাতে ৫ সেন্টিমিটার কলকাতায় ৫ সেন্টিমিটার, হলদিয়া ৩ সেন্টিমিটার ডায়মন্ড হারবারে ৩ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে
Nov 09, 2019 18:00 (IST)
গত ৬ ঘন্টায় ৮ কিলোমিটার পথ অতিক্রম করেছে বুলবুল 
Nov 09, 2019 18:00 (IST)
কলকাতা থেকে আর ১৬০ কিলোমিটার দূরে বুলবুল। উত্তর উত্তর পূর্ব দিকে বাঁক  নিয়েছে বুলবুল।তারপরই পশ্চিমবঙ্গে প্রবেশ করবে ঘূর্ণিঝড় 
Nov 09, 2019 17:59 (IST)
দীঘা থেকে আর ৭৫ কিলোমিটার দূরে বুলবুল 
Nov 09, 2019 17:33 (IST)
সাগরদ্বীপ থেকে ৮৫ কিলোমিটার দূরে বুলবুল

Nov 09, 2019 17:23 (IST)
ঘূর্ণিঝড় বুলবুলের আতঙ্কে লাল সতর্কতা জারি রাজ্যের উপকূল অঞ্চলে
Nov 09, 2019 17:23 (IST)
স্থলভূমিতে আছড়ে পড়ার সময় বুলবুলের গতিবেগ হবে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার 
Nov 09, 2019 17:22 (IST)
ক্রমাগত গতিপথ বদলাচ্ছে  বুলবুল! কলকাতায় ঝড়ের তাণ্ডব, সঙ্গে প্রবল বৃষ্টি 
Nov 09, 2019 17:21 (IST)
প্রবল বৃষ্টিতে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের নিচু এলাকায় জল ঢুকে যাবে-জারি সতর্কতা
.