This Article is From Aug 10, 2019

Live Update: দলের প্রধান নির্বাচন করবে কংগ্রেস, সম্ভাব্যদের মধ্যে দৌড়ে এগিয়ে মুকুল ওয়াসনিক

রাজ্য ইউনিট এবং আইনসভা দলের নেতাদের সঙ্গে আরও পরামর্শ করেই নতুন কংগ্রেস সভাপতি নির্বাচন করা উচিত বলেই মনে করেন রাহুল গান্ধি

Live Update: দলের প্রধান নির্বাচন করবে কংগ্রেস, সম্ভাব্যদের মধ্যে দৌড়ে এগিয়ে মুকুল ওয়াসনিক

গত মে মাসে লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির দায় নিজের কাঁধে নিয়ে কংগ্রেসের সর্বভারতীয় পদ থেকে ইস্তফা দেন রাহুল গান্ধি

নয়া দিল্লি:

কংগ্রেসের (Congress) নতুন সভাপতি বেছে নেওয়ার জন্যে আজ (শনিবার) বৈঠকে বসেছে দলের কার্যকরী কমিটি (CWC)। এর আগে লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির দায় নিজের কাঁধে নিয়ে গত মে মাসে কংগ্রেসের সর্বভারতীয় পদ থেকে ইস্তফা দেন রাহুল গান্ধি (Rahul Gandhi)। প্রশাসনিক দক্ষতা সমৃদ্ধ মুকুল ওয়াসনিককেই (Mukul Wasnik) কংগ্রেস প্রধানের পদে ভাবা হচ্ছে বলে প্রাথমিক ভাবে খবর মিলেছে।

রাজ্য ইউনিট এবং আইনসভা দলের নেতাদের সঙ্গে আরও পরামর্শ করেই নতুন কংগ্রেস সভাপতি নির্বাচন করা উচিত বলেই মনে করেন রাহুল গান্ধি।

আজ (শনিবার), কংগ্রেস ওয়ার্কিং কমিটি প্রথমে বৈঠক করবে, এরপরে শীর্ষ সংগঠনটি নিজেদের সদস্যদের পাঁচটি দলে ভাগ করে দেবে এবং দলের সর্বভারতীয় সভাপতি নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজ্য ইউনিট নেতাদের সঙ্গেও আলোচনা করবে।

গত দুই দশকের মধ্যে এই প্রথম গান্ধি পরিবারের বাইরের কোনও কংগ্রেস নেতাকে দলের প্রধান হিসাবে বিবেচনা করা হচ্ছে। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা থাকাতেই ৫৯ বছরের মুকুল ওয়াসনিককে (Mukul Wasnik) কংগ্রেসের পরবর্তী সভাপতি হিসাবে বিবেচনা করা হচ্ছে কেননা অনেক কংগ্রেস নেতাই মনে করছেন তিনিই পারবেন কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতাগুলি সরিয়ে দলকে নতুন দিশা দেখাতে। ১৩৪ বছরের ইতিহাসে, ভারতের প্রাচীনতম রাজনৈতিক দলের বেশিরভাগ নেহেরু-গান্ধি পরিবারেরই সদস্যই দলের সর্বভারতীয় সভাপতির পদে ছিলেন। তবে বর্তমানে গান্ধি পরিবারের যে ৩ সদস্য সক্রিয় রাজনীতিতে রয়েছেন, সনিয়া গান্ধি, রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধি (Priyanka Gandhi), প্রত্য়েকেই এই প্রক্রিয়ার অংশ হতে অস্বীকার করেছেন।

কংগ্রেস ওয়ার্কিং কমিটির (সিডব্লুসি) সভা সম্পর্কে লাইভ আপডেটগুলি দেখুন এখানে:

Aug 10, 2019 13:15 (IST)
Aug 10, 2019 13:15 (IST)
Aug 10, 2019 13:14 (IST)
প্রিয়াঙ্কাকে কংগ্রেস প্রধান হিসাবে দাবি করে কংগ্রেস কর্মীদের প্রতিবাদ


কংগ্রেসের বিপুল সংখ্যক কর্মী নয়াদিল্লিতে দলীয় সদর দফতরের বাইরে জড়ো হয়ে প্রিয়াঙ্কা গান্ধিকে দলীয় সভাপতি নির্বাচিত করার দাবি করেন।
Aug 10, 2019 13:12 (IST)
Aug 10, 2019 13:11 (IST)
শশী থারুর ও অভিষেক সিংভি সহ একাধিক কংগ্রেস নেতা সতর্ক করেছেন যে নতুন কংগ্রেস প্রধান নির্বাচন করতে দেরি দলের ক্ষতি করছে
Aug 10, 2019 13:10 (IST)
শুক্রবার কংগ্রেস নেতাদের এক বৈঠকে রাহুল গান্ধি বলেছিলেন, রাজ্য নেতা ও আইনসভা দলের সঙ্গে আরও পরামর্শ করে নতুন কংগ্রেস সভাপতি নির্বাচন করা উচিত। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কংগ্রেসের রাজ্য ইউনিট এবং আইনসভা দলের নেতাদের নতুন দলের সভাপতি নিয়োগের জন্য আজ বৈঠকে অংশ নিতে আমন্ত্রণ জানানো হবে।

Aug 10, 2019 13:08 (IST)
কংগ্রেস ওয়ার্কিং কমিটি প্রথমে বৈঠক করবে, এরপরে শীর্ষ সংগঠনটি নিজেদের সদস্যদের পাঁচটি দলে ভাগ করে দেবে এবং দলের সর্বভারতীয় সভাপতি নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজ্য ইউনিট নেতাদের সঙ্গেও আলোচনা করবে।

Aug 10, 2019 13:07 (IST)
Aug 10, 2019 12:55 (IST)
শীর্ষস্থানীয় পদের নেতা বাছার জন্য সভায় এসেছেন রাহুল গান্ধি


রাহুল গান্ধি বৈঠকে এসেছেন। কংগ্রেস সভাপতির পদ ছাড়ার দুই মাসের পরে সিডাব্লুসির সভাটি অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় নির্বাচনে  দলের পরাজয়ের দায় নেন রাহুল। 

Aug 10, 2019 12:53 (IST)
Aug 10, 2019 12:51 (IST)
সিনিয়র নেতা এ কে অ্যান্টনি কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে এসেছেন

সিনিয়র কংগ্রেস নেতা এ কে অ্যান্টনি বৈঠকে এসেছেন। কংগ্রেস সদর দফতরে আগত অন্যান্য নেতারা হলেন মল্লিকার্জুন খাড়গে মতিলাল বোহড়া, পিএল পুনিয়া, আরপিএন সিং এবং অখিলেশ প্রতাপ সিংহ।
Aug 10, 2019 12:48 (IST)
আজ, কংগ্রেস ওয়ার্কিং কমিটি প্রথমে বৈঠক করবে, এরপরে শীর্ষ সংগঠনটি নিজেকে পাঁচটি দলে ভাগ করবে এবং দলীয় সভাপতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজ্য ইউনিট নেতাদের সাথে আলোচনা করবে।
Aug 10, 2019 12:47 (IST)
সূত্র বলছে, মুকুল ওয়াসনিককে (Mukul Wasnik) সম্ভাব্য কংগ্রেস প্রধান হিসাবে বেছে নেওয়া হতে পারেতাঁর দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা দেখেই। মনে করা হচ্ছে কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতাগুলি সরিয়ে এক নতুন দল হিসাবে হাতের দলের শক্তি বাড়াতে সক্ষম হবেন তিনি।

Aug 10, 2019 12:45 (IST)
কংগ্রেসের শীর্ষস্থানীয় বিষয়ক সিদ্ধান্তটি নিয়ে অর্থাৎ নতুন সভাপতি বাছতে সকাল ১১ টায় বৈঠকে বসেছে কংগ্রেস। রাহুল গান্ধি পার্টির জাতীয় নির্বাচনে হারের দায় নিয়ে পদত্যাগের দুই মাস পরে এই সভা অনুষ্ঠিত হচ্ছে
.