This Article is From Oct 18, 2019

"এটা ইনকিলাব বনাম হিন্দুত্বের লড়াই": শতবর্ষ উদযাপনে ডাক দিল সিপিএম

"ডানপন্থী" শক্তিকে হঠাতে সমস্ত সমমনস্ক দলগুলিকে একজোট হওয়ার ডাক দিয়ে ২০২৪-এর জন্যে রোডম্যাপ তৈরি করার ডাক দিলেন Sitaram Yechury

"লাল পতাকাই একমাত্র হিন্দুত্ববাদী হামলা আটকাতে পারে", বললেন Sitaram Yechury

কলকাতা:

আগামী বছর ভারতের বামপন্থী আন্দোলন (Communist movement) শতবর্ষে পা দিতে চলেছে। সেই উপলক্ষে বৃহস্পতিবার কলকাতায় একটি বৈঠক করে ভারতের (মার্কসবাদী) কমিউনিস্ট পার্টি বছরভর উদযাপন করার লক্ষ্য নিয়েছে। সেই বৈঠক থেকেই  বিজেপি ও আরএসএসের মতো সাম্প্রদায়িক দলকে ক্ষমতা থেকে হঠানোর জন্যে সমমনস্ক সব দলকে একজোট হওয়ার ডাক দেন সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury) । সিপিএমের (CPIM) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক বৈঠকে বলেন, "লাল পতাকাই কেবল হিন্দুত্ববাদী আক্রমণ থেকে দেশকে বাঁচাতে পারে।" তিনি বলেন, “আমাদের স্লোগান 'ইনকিলাব জিন্দাবাদ'ই একমাত্র দেশে হিন্দুত্ববাদী সাম্প্রদায়িকতার মোকাবিলা করতে পারে এবং এটিকে বাঁচিয়ে আরও উন্নত, সমাজতান্ত্রিক দেশে পরিণত করতে পারে।"

এর আগে সিপিএমের পশ্চিমবঙ্গ ইউনিট একটি উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে দলে। দলটিতে ৫৫ বছরের কম বয়সী একাধিক নেতাকে দলের মূল সিদ্ধান্ত নেওয়ার দলে অন্তর্ভুক্ত করেছে এবং সত্তোরোর্ধ কমপক্ষে চার শীর্ষনেতাকে অবসরে পাঠিয়েছে। 

তৃণমূল-বিজেপির বিরুদ্ধে রাজ্যে একযোগে লড়ার রণনীতি তৈরি করছে কংগ্রেস ও সিপিআইএম

"ডানপন্থী" শক্তিকে হঠাতে সমস্ত সমমনস্ক দলগুলিকে একজোট হওয়ার ডাক দিয়ে ২০২৪-এর জন্যে রোডম্যাপ তৈরি করার ডাক দেন সীতারাম ইয়েচুরি। তিনি অমিত শাহের এই মন্তব্যেরও কটাক্ষ করেন যেখানে বিজেপি সভাপতি বলেন যে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে দেশে প্রত্যেক অবৈধ অভিবাসীকে দেশ থেকে দূর করা হবে। এই পরিপ্রেক্ষিতে ইয়েচুরি বলেন, "তাঁর যা পছন্দ তা বলার অধিকার রয়েছে। তবে আমাদের ক্ষেত্রে আবার এই অধিকারটি দেওয়া হয়নি। আমরা যদি আমাদের মনের কথা বলি তবে আমাদের টুকরে টুকরে গ্যাং বা নগর নকশাল বলা হবে" । "তিনি বলেছেন যে ২০২৪ সালের মধ্যে তিনি সমস্ত অনুপ্রবেশকারীকে বের করে দেবেন। অনুপ্রবেশকারীরা কারা? আমরা কীভাবে জানব?" , প্রশ্ন তোলেন সিপিএমের সাধারণ সম্পাদক।

রাজ্যে বাম-কংগ্রেস জোটের পক্ষে সায় দিয়েছেন সনিয়া গান্ধি

বামপন্থীদের এই শতবর্ষ উদযাপনও বিতর্কের উর্ধ্বে নয়। যদিও সিপিএম বিশ্বাস করে যে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়াটি উজবেকিস্তানের তাশখন্দে ১৯২০ সালের ১৭ অক্টোবর প্রতিষ্ঠিত হয়েছিল, সেখানে এর পূর্বসূরী সিপিআই দাবি করে যে দলটি উত্তরপ্রদেশের কানপুরে ১৯২৫ সালের ডিসেম্বরে পথ চলা শুরু করেছে।

"আমাদের উজ্জ্বল ভবিষ্যত রয়েছে, আমরাই একমাত্র দল যারা উন্নতির জন্য পরিবর্তন আনতে পারি" নেতাজি ইন্ডোরের সমাবেশে জড়ো হওয়া প্রতিটি মানুষের প্রতি আহ্বান জানান সীতারাম ইয়েচুরি।

যে দল এক সময় দেশের তিনটি রাজ্য শাসন করত, তাঁরাএখন কেবলমাত্র একটিতে ক্ষমতায় আছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত ওই সমাবেশে প্রচুর মানুষ হয়েছিল বলে দাবি বাম নেতৃত্বের। একসঙ্গে প্রায় ১৫ হাজার মানুষ ওই স্টেডিয়ামে জড়ো হতে পারেন, যা পুরো ভর্তি ছিল। স্টেডিয়ামের বাইরে কমপক্ষে সমান সংখ্যক লোক ছিল বলে দাবি করেন দলের এক প্রবীণ কর্মী ।

দেখুন ১৮.১০.২০১৯-এর সেরা খবর:



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.