২১ দিনের লকডাউনে রয়েছে গোটা দেশ।
হাইলাইটস
- লকডাউনের সময় আইন না মানলে কড়া ব্যবস্থা নিতে কেন্দ্রের নির্দেশ রাজ্যকে
- ক্যাবিনেট সচিব রাজীব গৌবা সমস্ত রাজ্য সরকারকে চিঠি লিখে একথা জানিয়েছেন
- করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন
নয়াদিল্লি: যারা লকডাউন (Lockdown) অমান্য করবে কিংবা সরকারি কর্মীদের বাধা দেবে তাদের এক থেকে দু'বছরের জন্য জেলে পাঠাতে হবে। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকার (Central Government) রাজ্য সরকারগুলির উদ্দেশে এমনই বার্তা দিল। যারা চিকিৎসক বা স্বাস্থ্য কর্মীদের উপরে আক্রমণ করবে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়। চিকিৎসক বা স্বাস্থ্য কর্মীদের উপরে হামলা করলে এক বছরের জেল হতে পারে। যদি এর ফলে কোনও চিকিৎসক বা স্বাস্থ্য কর্মীর মৃত্যু হয় তাহলে জেল হবে দু'বছরের। ক্যাবিনেট সচিব রাজীব গৌবা সমস্ত রাজ্য সরকারকে চিঠি লিখে অনুরোধ করেন আইন অমান্য করলে কড়া পদক্ষেপ করার জন্য।
টাকার জন্য কোনও ভুয়ো দাবি জানালে দু'বছরের জেল হবে। আবার মিথ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করলে জেল হবে এক বছরের।
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২,০০০ পেরলো, মৃতের সংখ্যা ৫৩
মধ্যপ্রদেশের ইন্দোরে স্বাস্থ্য কর্মীদের পাথর ছোঁড়া ও তাড়া করার ভিডিও প্রকাশ্যে আসার পরেই কেন্দ্রের এই নির্দেশিকা জারি হল। ওই অঞ্চলে একজন করোনা আক্রান্ত হওয়ার পরে চিকিৎসকরা সেখানে গিয়েছিলেন সেখানকার বাসিন্দাদের স্ক্রিনিং করাতে।
একটি ভিডিও দেখা গিয়েছে কর্নাটকেও। সেখানে এক স্বাস্থ্য কর্মীকে মারধর করা হয় একজনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ার পর। ঘটনা বেঙ্গালুরুর।
"লকডাউন মিটলেও মানুষের গতিবিধি নিয়ন্ত্রিত রাখতে হবে", মুখ্যমন্ত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রী
হায়দরাবাদে বুধবার এক করোনা আক্রান্তের মৃত্যুর পর দুই চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটে। মৃত ব্যক্তির ভাইরা ওই চিকিৎসককে মারধর করে বলে জানা গিয়েছে। তাদেরও শরীরে সংক্রমণ ধরা পড়েছে বলে জানা গিয়েছে।
রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, ২৪ মার্চের লকডাউন গাইডলাইনে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যারা নিয়ম মানবে না তাদের বিরুদ্ধে দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০০৫ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারা অনুযায়ী আইনি ব্যবস্থাও নেওয়া হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা তিন সপ্তাহের লকডাউনের নবম দিন ছিল বৃহস্পতিবার। সংক্রমণের শৃঙ্খলকে ভাঙতে ওই নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
ভারতে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বৃহস্পতিবার ২,০০০ ছাড়িয়ে গেল। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে এই ভাইরাসের সংক্রমণ দেখা গিয়েছে ২৩৫ জনের শরীরে। দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ২০৬৯। মৃতের সংখ্যা ৫৩।