This Article is From Mar 25, 2020

করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১১, তামিলনাড়ুতে মৃত্যু হল এক রোগীর

Coronavirus Death: করোনা আক্রান্ত ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসেও ভুগছিলেন, জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সি বিজয়ভাস্কর

করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১১, তামিলনাড়ুতে মৃত্যু হল এক রোগীর

COVID-19: দেশ জুড়ে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, ইতিমধ্যেই ৫০০ ছাড়িয়েছে (প্রতীকী চিত্র)

হাইলাইটস

  • করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তামিলনাড়ুতে প্রথম মৃত্যু
  • মাদুরাইয়ের হাসপাতালে মৃত্যু হল ৫৪ বছরের এর রোগীর
  • গোটা দেশে করোনার জেরে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ জনে
মাদুরাই:

এক-দুই-তিন করে ভারতে ক্রমেই বাড়ছে করোনা ভাইরাসের আক্রমণে মৃতের সংখ্যা। বুধবার ভোরে তামিনলাড়ুর মাদুরাইয়ে করোনা আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হল। ফলে সব মিলিয়ে দেশে ওই মারণ ভাইরাসের (Coronavirus) হানায় মৃত্যু বেড়ে দাঁড়াল ১১ জনে। ৫৪ বছরের ওই ব্যক্তির শরীরে করোনা সংক্রমণের (COVID-19) লক্ষণ দেখা দেওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে ক্রমশই তাঁর অবস্থা সঙ্কটজনক হয়। তাছাড়া করোনা আক্রান্ত ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসেও ভুগছিলেন, জানিয়েছেন তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী সি বিজয়ভাস্কর। ফলে করোনার সঙ্গে লড়াই করার মতো শক্তিও অনেকটাই কম ছিল তাঁর শরীরে। চিকিৎসকদের হাজার চেষ্টা সত্ত্বেও বুধবার ভোরে করোনার বিরুদ্ধে লড়াইয়ে হার মানেন ওই ব্যক্তি। এই প্রথম তামিলনাড়ুতে করোনা আক্রান্ত হয়ে কোনও ব্যক্তির মৃত্যু (Coronavirus Death) হল।

সরকারি পরিসংখ্যান মনে ইতিমধ্যেই দেশে ৫০০ জনেরও বেশি শরীরে বাসা বেঁধেছে করোনার জীবাণু। অনেকেই আশঙ্কাজনক, যখন তখন যা কিছু হয়ে যেতে পারে। করোনা আতঙ্ককে আরও জোরালো করে ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যাও। সব মিলিয়ে এখনও পর্যন্ত মোট ১১ জন প্রাণ হারালেন এই মারণ ভাইরাসের প্রকোপে।

মাদুরাইয়ের হাসপাতালে করোনা আক্রান্তের মৃত্যুর পর সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী টুইট করেন, "আমাদের সব রকমের প্রচেষ্টা সত্ত্বেও রাজিজি হাসপাতালে COVID-19 আক্রান্ত ওই রোগী মারা গেছেন। তার ফুসফুসের সংক্রমণ ঘটেছিল, তাছাড়াও অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপেও ভুগছিলেন তিনি"। মঙ্গলবার জানা যায়, ওই রাজ্যে নতুন করে ৩ মহিলা সহ আরও ৬ জন সংক্রামিত হয়েছেন করোনা ভাইরাসে।

পুরোপুরি লকডাউন, করোনার সঙ্গে যুঝতে ২১ দিন বাড়ির চৌকাঠ পেরোবেন না: প্রধানমন্ত্রী মোদি

তামিলনাড়ুতে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১৮ জন। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের মন্ত্রী সি বিজয়ভাস্কর টুইট করে জানান, মঙ্গলবার রাতে তিনটি নতুন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে, এঁদের মধ্যে দু'জনের আবার বিদেশ সফরের ইতিহাস রয়েছে। এর আগের দিন আরও ৩টি মামলা ধরা পড়ে সেখানে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৬৫ বছর বয়সী এক ব্যক্তি সম্প্রতি নিউজিল্যান্ড সফর সেরে রাজ্যে ফেরেন। তারপর তাঁর শরীরে করোনার লক্ষণ দেখা দেওয়ায় তাঁকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাস্কর আরও জানিয়েছেন যে দ্বিতীয় রোগী হলেন ৫৫ বছরের এক মহিলা, তিনি সৈয়দাপেটের কিলপ্যাক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন, আর তৃতীয় যে নতুন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে তিনি ২৫ বছরের এক যুবক। জানা গেছে সম্প্রতি তিনি লন্ডন থেকে ফিরে আসেন দেশে। তাঁকে রাজীব গান্ধি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

১৪ এপ্রিল পর্যন্ত দেশ জুড়ে চলবে না কোনও যাত্রীবাহী ট্রেন, বন্ধ মেট্রোও

এদিকে আরও যে ৩ জন করোনা আক্রান্ত, তাঁরা সব কজনই সম্প্রতি বিদেশ থেকে দেশে ফেরেন। তামিলনাড়ুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের মন্ত্রী সি বিজয়ভাস্কর ওই ৩ জনের কথাও টুইটে জানান। তিনি লেখেন,"সদ্য সন্ধান পাওয়া ৩ রোগীই বিদেশ থেকে ফিরেছেন। ৭৪ বছর বয়সী পুরুষটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসে স্ট্যানলে হাসপাতালে ভর্তি হয়েছেন। দ্বিতীয় জন ৫২ বছরের এক মহিলা। তিনিও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসে স্ট্যানলে হাসপাতালেই চিকিৎসাধানী। আর তৃতীয় রোগী এক যুবতী ভর্তি রয়েছেন কেএমসি হাসপাতালে, তিনি সম্প্রতি সুইজারল্যান্ড থেকে দেশে ফিরে এসেছিলেন"।

.