This Article is From May 13, 2020

২০ লক্ষ কোটি টাকার মধ্যে থেকে আপনার ভাগে কতটা পড়ল, এ নিয়ে ৪ প্রশ্নের জবাব

20 Lakh Crore in Numbers : দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী

২০ লক্ষ কোটি টাকার মধ্যে থেকে আপনার ভাগে কতটা পড়ল, এ নিয়ে ৪ প্রশ্নের জবাব

PM Modi: ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ দেওয়ার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী

হাইলাইটস

  • ২০ লক্ষ কোটি টাকার ঘোষণা করেন প্রধানমন্ত্রী
  • এর মানে এই হল যে সকলের ভাগে মোটামুটি ১৫ হাজার টাকা করে পড়বে
  • করোনা ভাইরাসের জেরে আর্থিক পরিস্থিতি মোকাবিলায় ওই প্যাকেজের ঘোষণা

মঙ্গলবারই জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় করোনা ভাইরাসের (Coronavirus) সঙ্গে যুঝতে ২০ লক্ষ কোটি টাকার (20 Lakh Crore) আর্থিক প্যাকেজের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বিশেষ আর্থিক প্যাকেজের ঘোষণা করে তিনি (PM Modi) বলেন, "এই আর্থিক প্যাকেজ আত্মনির্ভর ভারতকে এগিয়ে দেবে। সমস্ত প্যাকেজ জুড়লে ২০ লক্ষ কোটি টাকার মতো হবে। যা দেশের জিডিপির প্রায় ১০ শতাংশ। ২০২০ সালে ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ আত্মনির্ভর ভারত অভিযানকে নতুন গতি দেবে"। বুধবারই বিকেল ৪টের সময় কেন্দ্র ঘোষিত ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বিশেষ আর্থিক প্যাকেজের ঘোষণা করে তিনি বলেন, "এই আর্থিক প্যাকেজ আত্মনির্ভর ভারতকে এগিয়ে দেবে। সমস্ত প্যাকেজ জুড়লে ২০ লক্ষ কোটি টাকার মতো হবে। যা দেশের জিডিপির প্রায় ১০ শতাংশ। ২০২০ সালে ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ আত্মনির্ভর ভারত অভিযানকে নতুন গতি দেবে"। 

চতুর্থ পর্যায়ের লকডাউন অন্যরকম হবে, কোভিড-১৯ কে সঙ্গে নিয়েই বাঁচতে হবে: প্রধানমন্ত্রী

লকডাউন বাড়ানোর ইঙ্গিত দিয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রী বলেন,"বিশেষজ্ঞরা বলছেন করোনা ভাইরাস এখন আরও কিছুদিন এখানেই থাকবে। কিন্তু তা বলে তো আমরা আমাদের জীবনকে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করুক এটা হতে দিতে পারি না। আমাদের এর সঙ্গেই বাঁচতে হবে। আমরা মাস্ক পরবো এবং শারীরিক দূরত্ব বজায় রাখব তবে আমাদের স্বপ্নগুলোকে কিছুতেই ত্যাগ করব না"।

ব্রিটেনকে অনুসরণ করেই আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মোদি

আপনার অংশে কত আসছে?
যদি ভারতের জনসংখ্যা ১৩৩ কোটি হিসাবে বিবেচিত হয়, তবে সেই অনুসারে, প্রত্যেকের ভাগে ১৫,০৩৭.৬০ টাকা আসার কথা। আর যদি জনসংখ্যা ১৩০ কোটি হিসাবে বিবেচিত হয়, তবে সেই অনুসারে প্রত্যেকের ভাগে ১৫,৩৮৪.৬০ টাকা করে আসবে। তবে মাথা পিছু এই টাকা ভাগ হবে নাকি অন্য কোনও ভাবে ভাগ হবে তার সম্পর্কে স্পষ্ট করে কিছু বলা নেই।

২০ লক্ষ কোটি টাকায় কতগুলো জিরো রয়েছে?
প্রধানমন্ত্রী মোদির ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজে, কতগুলি শূন্য রয়েছে তা নিয়েও আলোচনা হচ্ছে। এই প্রশ্নে কৌতুক অভিনেতা কুনাল কামরাও বিজেপির মুখপাত্র সমিত পাত্রকে কটাক্ষ করেন। আপনি যদি ২০ লক্ষ  কোটিকে সংখ্যায় রূপান্তর করেন তবে তা হবে ২০০০০০০০০০০০০০।

দেশের মোট জিডিপি কত
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার করোনা ভাইরাস মহামারীর কারণে ধুঁকতে থাকা অর্থনীতিকে চাঙ্গা করতে ২০ লক্ষ কোটি টাকার উদ্দীপনা প্যাকেজ ঘোষণা করেছেন। বিশ্বের বিভিন্ন দেশই এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে বিভিন্ন প্যাকেজ ঘোষণা করেছে। ভারতের এই প্যাকেজ এখনও পর্যন্ত অন্যতম বৃহত্তম অর্থনৈতিক প্যাকেজ। প্রধানমন্ত্রী বলেন, ২০ লক্ষ কোটি টাকার এই প্যাকেজটি দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১০ শতাংশের সমান হবে। 

জিডিপি কী?
গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট (জিডিপি) বা মোট দেশজ উৎপাদনের হিসাবে এই প্যাকেজ ঘোষণা করা হয়েছে। একটি নির্দিষ্ট সময়ে দেশের অভ্যন্তরে উৎপাদিত সমস্ত পণ্য ও পরিষেবা মূল্য বা আর্থিক মূল্যকে জিডিপি বলে। জিডিপিতে বেসরকারি এবং সরকারি খরচ, বিনিয়োগ, সরকারি ব্যয়, বেসরকারি উদ্ভাবন, অর্থ প্রদান সহ উৎপাদনের ব্যয় এবং বাণিজ্যের বৈদেশিক ভারসাম্য অন্তর্ভুক্ত রয়েছে। জিডিপি দেশের অর্থনৈতিক স্বাস্থ্যের একটি পরিচয়।

.