This Article is From Mar 28, 2020

"ভাইরাস ছড়াও", সোশ্যাল সাইটে পোস্ট করে গ্রেফতার ইনফোসিস কর্মী, বরখাস্ত করল কর্মসংস্থাও

Coronavirus: বেঙ্গালুরুতে ইনফোসিস সংস্থায় কর্মরত ওই ব্যক্তি লেখেন, "সবাই হাতে হাত ধরে এগিয়ে এসো, বাইরে গিয়ে মুখ খুলে হাঁচো সবাই আর ভাইরাস ছড়িয়ে দাও"

Coronavirus Outbreak: করোনা সংক্রমণ সংক্রান্ত আপত্তিকর পোস্ট করায় গ্রেফতার করা হল ইনফোসিসের এক কর্মীকে

হাইলাইটস

  • সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করে গ্রেফতার এক ব্যক্তি
  • ইনফোসিসের এক কর্মীর কুকীর্তিতে অবাক গোটা দেশ, তাঁকে বরখাস্ত করল সংস্থা
  • "করোনা ভাইরাস ছড়িয়ে দাও", ফেসবুকে এমন আহ্বানই জানান তিনি
বেঙ্গালুরু:

দেশে লাগাতার বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। সংক্রমণ রুখতে টানা ২১ দিনের লকডাউন চলছে ভারত জুড়ে। ১৪ এপ্রিল পর্যন্ত চলবে এই লকডাউন। এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় এই মারণ ভাইরাসের (Coronavirus) সংক্রমণ সংক্রান্ত আপত্তিকর পোস্ট করে গ্রেফতার হলেন কর্নাটকের এক ব্যক্তি। জানা গেছে ওই ব্যক্তি বেঙ্গালুরুর (Bengaluru) ইনফোসিস সংস্থায় কর্মরত ছিলেন। অবশ্য এই ঘটনা প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই সংস্থা থেকে তাঁকে বরখাস্ত করেছে ইনফোসিস (Infosys)। কী এমন ঘটালেন ওই ব্যক্তি? কী ঘটালেন না তাই বলুন। জানা গেছে, ওই ব্যক্তি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি আপত্তিকর পোস্ট করেন। যাতে তিনি লেখেন, "সবাই হাতে হাত ধরে এগিয়ে এসো, বাইরে গিয়ে মুখ খুলে হাঁচো সবাই আর ভাইরাস ছড়িয়ে দাও"। আর ফেসবুকে এই পোস্টের কিছুক্ষণের মধ্যেই মুজিব মহম্মদ নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে কর্নাটক পুলিশ।

ওই গ্রেফতারি প্রসঙ্গে কর্নাটক পুলিশের যুগ্ম কমিশনার সন্দীপ পাতিল বলেছেন,"বাইরে গিয়ে হাঁচুন ও ভাইরাস ছড়িয়ে দিন বলে যে ব্যক্তি এই পোস্টটি করেছে তাঁকে আমরা গ্রেফতার করেছি। তাঁর নাম মুজিব এবং তিনি একটি সফ্টওয়্যার প্রতিষ্ঠানে চাকরি করেন। তাঁর নামে একটি মামলাও দায়ের করা হয়েছে"।

দেশে আরও ১১০ জন করোনা আক্রান্তের খোঁজ মিলল, মোট আক্রান্ত ৮৩৪ জন, মৃত ১৯

এদিকে মুজিব মহম্মদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে ইনফোসিস সংস্থাও। ওই সংস্থা জানিয়েছে, চাকরি থেকে মুজিব মহম্মদকে বরখাস্ত করেছে তারা। এই রকম আপত্‍কালীন পরিস্থিতিতে এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা কোনওমতেই বরদাস্ত করা হবে না বলেও জানিয়ে দিয়েছে ইনফোসিস। গত ২৫ বছর ধরে বেঙ্গালুরুতেই থাকেন মুজিব মহম্মদ। যদিও বর্তমানে তিনি আছেন জেলের লোহার গরাদের পিছনে।

এর আগে গত ১৪ মার্চ ইনফোসিস সংস্থার তরফ থেকে বেঙ্গালুরুতে অবস্থিত তাঁদের একটি কার্যালয় খালি করে দেওয়া হয়। ওই সংস্থার কিছু কর্মী করোনা আক্রান্ত, এই সন্দেহেই গোটা ভবন খালি করে দেয় তারা। সংস্থার প্রধান গুরুরাজ দেশপাণ্ডে ই-মেল মারফৎ জানান, "দয়া করে মনে রাখবেন যে এটা কেবলমাত্র আমাদের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যে করা হচ্ছে এবং আমরা আমাদের নিরাপত্তার জন্যে ওই জায়গাটি স্যানিটাইজ করব"।

সেই সময়েই ওই আইটি সংস্থার বেঙ্গালুরু উন্নয়ন কেন্দ্রের প্রধান বলেন, "আমরা আপনাদের কাছে অনুরোধ করছি যে সোশ্যাল সাইটগুলিতে বা মানুষের মুখে মুখে যে ধরণের গুজব ছড়াচ্ছে সেই সব কথায় বিশ্বাস করবেন না বা নিজেও ওই ধরণের গুজব ছড়াবেন না"।

করোনার সঙ্গে যুঝতে ভারতকে ২.৯ মিলিয়ন ডলার অর্থসাহায্যের ঘোষণা আমেরিকার

এর আগে কর্নাটক সরকার ইনফোসিস সহ সমস্ত আইটি এবং বায়োটেক সংস্থার কর্মীদের Covid-19 এর সংক্রমণের ঝুঁকি এড়াতে নিজেদের বাড়ি থেকে কাজ করার অনুমতি দেওয়ার পরামর্শ দেয়।

ভারতে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আরও ১১০ জন নতুন COVID-19 আক্রান্তের সন্ধান মিলেছে। ফলে সরকারি পরিসংখ্যান অনুযায়ী দেশে এখন করোনা ভাইরাসে আক্রান্ত মোট ৮৩৪ জন, এর মধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে এই মারণ রোগে। 

কর্নাটকে করোনা আক্রান্ত মোট ৬৪ জনের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে ওই মারণ ভাইরাসে। শুধু তাই নয়, ভারতে প্রথম যে রোগী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান তিনিও কর্নাটকেরই বাসিন্দা ছিলেন। 

.