This Article is From Aug 06, 2020

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২ মিলিয়নের বেশি

করোনার টিকার জন্য ১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা করেছে আমেরিকা, ১০০ মিলিয়ন টিকার প্রতিশ্রুতি দিয়েছে ওষুধ প্রস্তুতকারী সংস্থা জনসন অ্যান্ড জনসন

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২ মিলিয়নের বেশি

স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, একদিনে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৫৬,০০০ এর বেশি (প্রতীকি ছবি)

নয়াদিল্লি:

ভারতে করোনা ভাইরাস আক্রান্তের (Coronavirus Cases) সংখ্যা ২ মিলিয়ন পেরল, বৃহস্পতিবার সন্ধ্যায় পাওয়া তথ্য অনুযায়ী, ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২০,০৬,৭৬০ জন। ভারতের সামনে রয়েছে ব্রাজিল, সেখানে আক্রান্তের সংখ্যা ২.৮ মিলিয়ন, তালিকার শীর্ষে থাকা আমেরিকায় সেই সংখ্যাটা ৫ মিলিয়নের কাছাকাছি। ২৮ জুলাই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১.৫ মিলিয়ন। তারপর ৯দিনে দেশে আক্রান্তের সংখ্যা বেড়েছে আরও ৫ মিলিয়ন। ভারতে দৈনিক গড় আক্রান্তের সংখ্যা ৫০,০০০। এদিন সকালে, স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, একদিনে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৫৬,০০০ এর বেশি, ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ১৯.৬৫ লক্ষ। এখনও পর্যন্ত আরোগ্যলাভের সংখ্যা  ১৩.২৮ লক্ষ, মৃতের সংখ্যা ৪০,০০০ এর বেশি।

সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রাজ্যগুলির তালিকায় রয়েছে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ। সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র, সেখানে আক্রান্তের সংখ্যা ৪.৬ লক্ষ।

বৃহস্পতিবার দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ১,২৯৯ জন, ফলে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১,৪১ লক্ষ। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু নিয়ে এখনও পর্যন্ত দেশের রাজধানীতে মৃতের সংখ্যা ৪,০৫৯ জন।

গত কয়েক সপ্তাহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহ্বাণের মতো একাধিক নেতা করোনা আক্রান্ত হয়ছে। বুধবার হাসপাতাল থেকে ছাড়া পান শিবরাজ সিং চৌহ্বাণ।  

করোনার টিকার জন্য ১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা করেছে আমেরিকা, ১০০ মিলিয়ন টিকার প্রতিশ্রুতি দিয়েছে ওষুধ প্রস্তুতকারী সংস্থা জনসন অ্যান্ড জনসন।