This Article is From Aug 05, 2020

১৯ লক্ষ পেরলো দেশের করোনা সংক্রমণ, মৃত বেড়ে ৩৯,৭৯৫ জন, দেখুন ১০ তথ্য

দিল্লিতে মোট সংক্রমিত ১,৩৯,১৫৬ জন। মোট সংক্রমিত ১০ হাজারের নীচে। সক্রিয় সংক্রমণের বিচারে দিল্লি এখন ১৪তম স্থানে

১৯ লক্ষ পেরলো দেশের করোনা সংক্রমণ, মৃত বেড়ে ৩৯,৭৯৫ জন, দেখুন ১০ তথ্য

সংক্রমণের নিরিখে এখনও বিশ্বে তিন নম্বরে আছে ভারত। (ফাইল ছবি)

নয়াদিল্লি: ১৯ লক্ষ ছাড়ালো দেশের করোনা সংক্রমণ (Coronavirus cases in India)। গত ২৪ ঘণ্টায় ৫২,৫০৯ জন সংক্রমিত। একদিনে মৃত ৮৫৭। এই সংখ্যা ধরে দেশে মোট মৃত ৩৯, ৭৯৫ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে এমনটাই খবর। জানা গিয়েছে, এখনও পর্যন্ত ১২, ৮২, ২১৫ জন সুস্থ হয়েছেন। আরোগ্যের হার ৬৭.১৯% (Rate of recovery)। সংক্রমণের নিরিখে বিশ্বে এখন তৃতীয় স্থানে ভারত। রাজ্যের বিচারে শীর্ষে মহারাষ্ট্র (Maharastra)। তারপর তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, দিল্লি, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গ

১০ তথ্যে দেশের করোনা পরিস্থিতি:

  1. মহারাষ্ট্রে সংক্রমিতের সংখ্যা ৪,৫৭,৯৫৬। মৃত ১৬,১৪২

  2. তামিলনাড়ুতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৫,০৬৩ জন। এই সংক্রমণ ধরে রাজ্যে মোট সংক্রমিত ২,৬৮,২৮৫ জন

  3. অন্ধ্রপ্রদেশে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৯৭৪৭। মোট সংক্রমিত ১,৭৬,৩৩৩

  4. দিল্লিতে মোট সংক্রমিত ১,৩৯,১৫৬ জন। মোট সংক্রমিত ১০ হাজারের নীচে। সক্রিয় সংক্রমণের বিচারে দিল্লি এখন ১৪তম স্থানে

  5.  নতুন এলাকায় করোনা সংক্রমিত হলেও, দেশের ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকায় ৮২% সংক্রমণ

  6. এদিকে, ভারত বায়োটেক এবং জাইডাস ক্যাডিলার প্রথম দফার হিউম্যান ট্রায়াল সম্পন্ন। শুরু হবে দ্বিতীয় দফার ট্রায়াল। মঙ্গলবার জানান আইসিএমআর অধিকর্তা বলরাম ভার্গব

  7. স্বরাষ্ট্রমন্ত্রীর পর কেন্দ্রীয় মন্ত্রিসভার অপর সদস্য ধর্মেন্দ্র প্রধান করোনা সংক্রমিত

  8.  হুয়ের মুখ্য বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন বলেছেন, অন্য দেশের তুলনায় ভারতে নমুনা পরীক্ষার হার অনেক কম

  9.  এখনও পর্যন্ত বিশ্বে ১.৮৫ কোটি মানুষ সংক্রমিত 

  10. মার্কিন যুক্তরাষ্ট্রে একদিনে মৃত ১,৩০২। মোট সংক্রমিত ৪৭,৬৫, ১৭০ জন



Post a comment
.