This Article is From Apr 18, 2020

৪ মে থেকে চালু পরিষেবা! বাছাই করা রুটের বুকিং শুরু এয়ার ইন্ডিয়ার

জানা গিয়েছে, সেই ওয়েবসাইটে উল্লেখ, আমরা প্রতিদিন পরিস্থিতির ওপর নজর রাখছি। সেভাবেই আপনাদের অবগত করব

৪ মে থেকে চালু পরিষেবা! বাছাই করা রুটের বুকিং শুরু এয়ার ইন্ডিয়ার

৪ মে থেকে চালু করা হবে ঘরোয়া রুটে পরিষেবা। জানিয়েছে এয়ার ইন্ডিয়া।

নয়া দিল্লি:

বাছাই করা ঘরোয়া রুটে (Domestic Route ticket booking) পরিষেবা দিতে বুকিং চালু করল এয়ার ইন্ডিয়া। ৪ মে থেকে এই পরিষেবা চালু করবে সরকারি এই গণপরিবহণ সংস্থা (Air india)। জানা গিয়েছে, ৩ মে অবধি বন্ধ থাকবে তাদের দেশীয় রুটে যাত্রী বিমান পরিষেবা। আর আন্তর্জাতিক রুটে যাত্রী বিমান পরিষেবা বন্ধ থাকবে ৩১ মে পর্যন্ত। ১ জুন থেকে চালু হবে আন্তর্জাতিক রুটে যাত্রী বিমান পরিষেবা। নিজেদের ওয়েবসাইটে এমনটাই উল্লেখ করেছে এয়ার ইন্ডিয়া। জানা গিয়েছে,সেই ওয়েবসাইটে উল্লেখ, আমরা (এয়ার ইন্ডিয়া) প্রতিদিন পরিস্থিতির ওপর নজর রাখছি। সেভাবেই আপনাদের অবগত করব।

কাশ্মীরে জঙ্গিহানা! শহিদ ৩ সিআরপিএফ জওয়ান

এদিকে,  ডিজিসিয়ের নির্দেশে যাত্রী পরিবহণ বন্ধ থাকায়, পণ্য পরিষেবা দিতে কার্গো বিমান হিসেবে ব্যবহার করা হচ্ছে এয়ার ইন্ডিয়াকে।পাশাপাশি বিদেশে আটক ভারতীয়দের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে পাঠানো হচ্ছে এই বিমানকে। জানা গিয়েছে, গত ৪৮ ঘণ্টায় এয়ার ইন্ডিয়ার বি-৭৮৭ বিমান চিনের গুয়াংঝাউ আর হংকং থেকে প্রায় ১৭০টন সংক্রমণ প্রতিরোধে কার্যকরী চিকিৎসার সরঞ্জাম দেশে এনেছে।

প্রধানমন্ত্রী হতে চান অমিতাভ বচ্চন! 'শুভ শুভ বলুন', সহাস্য জবাব

পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রকের উড়ান প্রকল্পেও কার্যকরী ভূমিকা নিয়েছে এই দেশীয় বিমান পরিবহণ সংস্থা। দেশের প্রত্যন্ত প্রান্তে জরুরি সামগ্রি পৌঁছে দিতে এই উড়ান প্রকল্প। ভারতীয় বায়ুসেনা যুদ্ধ বিমান, কপ্টার ছাড়াও ইন্ডিগো, স্পাইস জেটের মতো বিমানও এই প্রকল্পের আওতায়। 

দেখে নিন উড়ানের কার্যকারিতা সংক্রান্ত টুইট: 

(ANI থেকে সংগৃহীত)

World

67,69,38,430Cases
62,55,71,965Active
4,44,81,893Recovered
68,84,572Deaths
Coronavirus has spread to 200 countries. The total confirmed cases worldwide are 67,69,38,430 and 68,84,572 have died; 62,55,71,965 are active cases and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 10:54 am.

India

4,50,19,214 475Cases
3,919 -83Active
4,44,81,893 552Recovered
5,33,402 6Deaths
In India, there are 4,50,19,214 confirmed cases including 5,33,402 deaths. The number of active cases is 3,919 and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 8:00 am.

State & District Details

State Cases Active Recovered Deaths



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.