This Article is From Feb 28, 2020

করোনা ভাইরাসের ধাক্কা শেয়ার বাজারে, ১১৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স

বৃহস্পতিবারও বজায় থাকল শেয়ার বাজারের অধোগতি। দিনের লেনদেন শেষে সেনসেক্স ১৪৩.৩০ পয়েন্ট পড়ে।

করোনা ভাইরাসের ধাক্কা শেয়ার বাজারে, ১১৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স

শেয়ার বাজারে (Stock market) অব্যাহত পতন।

নয়াদিল্লি:

করোনা ভাইরাসের (Coronavirus) ধাক্কায় শেয়ার বাজারে (Stock market) অব্যাহত পতন। পড়ল সেনসেক্স (Sensex) ১১৫০ পয়েন্ট। বৃহস্পতিবারও বজায় থাকল শেয়ার বাজারের অধোগতি। দিনের লেনদেন শেষে সেনসেক্স ১৪৩.৩০ পয়েন্ট পড়ে। সেনসেক্স ৩৯৭৪৫.৬৬ পয়েন্টে বন্ধ হয়েছে। নিফটি বন্ধ হয় ১১৬৩৩.৩০ পয়েন্টে। করোনার ভাইরাস নিয়ে উদ্বেগের মধ্যে বৈদেশিক তহবিল প্রত্যাহারের কারণে বৃহস্পতিবার ভোরে সেনসেক্স ২০০ পয়েন্ট নীচে নামে। বম্বে স্টক এক্সচেঞ্জের ৩০টি শেয়ারের সেনসেক্স শুরুতে ২০২.৪৪ পয়েন্ট বা ০.৫১ শতাংশ হ্রাস পেয়ে ৩৯৬৮৬.৫২-এ দাঁড়িয়েছে। সেই সঙ্গে জাতীয় স্টক এক্সচেঞ্জের নিফটি প্রারম্ভিক অবস্থান থেকে ৬২.৭৫ পয়েন্ট বা ০.৫৪ শতাংশ লোকসানে ১১৬১৫.৭৫ পয়েন্টে পৌঁছেছে।

সেনসেক্সের সংস্থাগুলির মধ্যে এইচসিএল টেক, এইচডিএফসি ব্যাঙ্ক, টিসিএস, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, ইন্ডাসিন্ড এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার দর কমেছে। পাশাপাশি টাইটান, এনটিপিসি, নেসলে ইন্ডিয়া এবং কোটাক ব্যাঙ্কের শেয়ার লাভে চলছে।

ওএসএসের সর্বনিম্ন মূল্য শেয়ার প্রতি ২৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার শেয়ার বন্ধের মূল্য ৩১৮.০৫ টাকা থেকে এটি ৬ শতাংশ কম। সরকার সংস্থার পাঁচ শতাংশ শেয়ার বিক্রি করে দিচ্ছে। এছাড়াও পাঁচ শতাংশ অতিরিক্ত সাবস্ক্রিপশন রাখার বিকল্প রয়েছে।

বৃহস্পতিবার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য শেয়ার বিক্রয় শুরু হয়েছে। খুচরা ক্রেতারা শুক্রবার তাদের দর রাখতে সক্ষম হবে।

.