This Article is From Feb 18, 2020

সমাবর্তনে আমন্ত্রণ না করায় উপাচার্যকে শো কজ রাজ্যপালের

রাজ্যপাল জগদীপ ধনখড় গত বৃহস্পতিবার দেবকুমার মুখোপাধ্যায়কে শো কজ করেন তাঁকে সমাবর্তনে আমন্ত্রণ না জানানোর জন্য।

সমাবর্তনে আমন্ত্রণ না করায় উপাচার্যকে শো কজ রাজ্যপালের

সমাবর্তনে আমন্ত্রণ না পাওয়ায় শোকজ রাজ্যপালের।

কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের (Cooch Behar University) সমাবর্তনে তাঁকে আমন্ত্রণ না জানানোয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে শো কজ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। এবার ওই উপাচার্যের পাশে দাঁড়াল রাজ্যের ভাইস চ্যান্সেলরদের সংগঠন। সোমবার তারা জানিয়ে দিল কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবকুমার মুখোপাধ্যায় নতুন নিয়ম মেনেই সব কিছু করেছেন। এক বিবৃতিতে সংগঠনের পক্ষে জানানো হয়েছে, প্রাথমিক ভাবে সমাবর্তনের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের তরফে জানানোর পরও উপাচার্য দেবকুমার মুখোপাধ্যায় রাজ ভবনের কাছ থেকে কোনও সাড়া পাননি।

ওই বিবৃতিতে জানানো হয়, ‘‘আমাদের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন যে তিনি রাজ ভবনের কাছ থেকে কোনও সাড়া পাননি। ফলে তাঁর উপস্থিতি ছাড়াই তিনি অনুষ্ঠানের পরিকল্পনা করছেন।''

পাশাপাশি সেখানে আরও জানানো হয়, গত ৯ ডিসেম্বর রাজ্য সরকার নতুন এক নিয়ম লাগু করেছে, যাতে কোনও ভাইস চ্যান্সেলর বা প্রো-ভাইস চ্যান্সেলরকে শো কজ করতে গেলে বা কোনও শাস্তিমূলক ব্যবস্থা নিতে গেলে একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে।

গত ডিসেম্বর মাসে রাজ্য সরকার নতুন একটি নিয়ম লাগু করেছে। তাতে বলা হয়েছে আচার্যের সঙ্গে রাজ্যের কোনও বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ করতে হলে তা করতে হবে উচ্চ শিক্ষা দফতরের মাধ্যমে।

রাজ্যপাল জগদীপ ধনখড় গত বৃহস্পতিবার দেবকুমার মুখোপাধ্যায়কে শো কজ করেন তাঁকে সমাবর্তনে আমন্ত্রণ না জানানোর জন্য। তার আগে রাজ্যপাল টুইট করে জানান, সমাবর্তনে সভাপতিত্ব করার অধিকার রয়েছে তাঁর। কিন্তু তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। অথচ রাজ্যের বিভিন্ন মন্ত্রীরা সেখানে আমন্ত্রিত হয়েছেন।

এই শো কজ নোটিশ নিয়ে কোনও কথা বলতে চাননি রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.