This Article is From Nov 18, 2018

দূষণ রুখতে একদিনে ১.৭০ লক্ষ চারাগাছ লাগিয়ে রেকর্ড গড়ল নয়ডা

সন্ধ্যা ৬ টায় বৃক্ষরোপণের চূড়ান্ত সংখ্যা ছিল ১,৭০,১০৪। আজ শহরের ২৮ টি স্থান জুড়ে এই বৃক্ষরোপণ কর্মসূচী চালানো হয়েছিল। এবছরের ১৫ অগাস্ট একদিনে ১,০৪,৯১৮ টি গাছ লাগানো হয়েছিল

দূষণ রুখতে একদিনে ১.৭০ লক্ষ চারাগাছ লাগিয়ে রেকর্ড গড়ল নয়ডা

আবাসিক এলাকায় এবং রাস্তার পাশাপাশি ২৮ টি স্থান জুড়ে বৃক্ষরোপণ সম্পন্ন করা হয়

নয়ডা (উত্তরপ্রদেশ):

জাতীয় রাজধানী অঞ্চলের বায়ু দূষণের মোকাবিলা করতে শনিবার একদিনে ১.৭০ লক্ষ বৃক্ষরোপণের নজির গড়ল নয়ডা। এই বৃক্ষরোপণের মাধ্যমে শহরটি তাঁর নিজস্ব রেকর্ডই ভেঙে দিয়েছে। নয়ডা কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, ১৫ আগস্ট, উত্তর প্রদেশ সরকার রাজ্যের সবুজায়নের অংশ হিসেবে ১.০৪ লক্ষ চারা রোপণ করা হয়েছিল।

শনিবারের কর্মসূচীতে জনস্বার্থ কল্যাণ সমিতি (আরডব্লিউএএস), স্কুলের পড়ুয়া, কলেজের পড়ুয়া এবং যুবকসহ সাধারণ জনগণের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। ট্রেড ইউনিয়ন ও শিল্প প্রতিষ্ঠানের স্থানীয় সংগঠনের অফিসাররাও এতে অংশগ্রহণ করেন, জানিয়েছেন নয়ডা কর্তৃপক্ষের জেনারেল ম্যানেজার রাজীব ত্যাগী।

আবাসিক এলাকায় এবং রাস্তার পাশাপাশি ২৮ টি স্থান জুড়ে বৃক্ষরোপণ সম্পন্ন করা হয়। সেক্টরগুলি ছিল ৫, ১৬,১৮, ২১, ৮, ২৩, ১৫০, ৫০, ১২০, ১২২, ১৬৩, ১২, ১৪, ৬২, ৬৩, ৫১, ৩৩, ৪৩, ১৫৩, ১৫৪, ৯১ এবং এক্সপ্রেসওয়ে বরাবর।

"সন্ধ্যা ৬ টায় বৃক্ষরোপণের চূড়ান্ত সংখ্যা ছিল ১,৭০,১০৪। আজ শহরের ২৮ টি স্থান জুড়ে এই বৃক্ষরোপণ কর্মসূচী চালানো হয়েছিল। এবছরের ১৫ অগাস্ট একদিনে ১,০৪,৯১৮ টি গাছ লাগানো হয়েছিল, আজ নিজেদের সেই রেকর্ডও ভেঙে গেছে” বলেন রাজীব ত্যাগী ।

তিনি আরও বলেন, "সাধারণ জনগণের অংশগ্রহণ অনেক জোরদার হয়েছে। অন্যথায় এই বিপুল সংখ্যাতে পৌঁছানো কঠিন হয়ে পড়ত। এই উদ্যোগ আমাদের সচেতনতা এবং পরিবেশগত ক্ষয়ক্ষতি এবং দূষণ মোকাবিলা করার প্রতি আন্তরিক প্রচেষ্টাকেই প্রতিফলিত করে।"

জাম, তেঁতুল, কদম, বেল, নিম, আমলা, অশোক, কাঞ্চন, জাকারান্দা, অশ্বত্থ, পিলখান, মৌলশ্রী, কালেন্ড্রা, তিকোমা, চম্পা, এরিকা পাম এবং লিলির চারাগাছ রোপণ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন প্রজাতির লতানে গাছও রোপণ করা হয়েছে নলে জানিয়েছেন উদ্যানপালন বিভাগের কর্মকর্তারা।

তাঁরা জানিয়েছেন, এ বছরের ১ এপ্রিল থেকে ৩১ অক্টোবর পর্যন্ত কর্তৃপক্ষ ২ লক্ষ চারাগাছ লাগিয়েছে, যার মধ্যে ১৫ আগস্ট ১.০৫ লক্ষ চারাগাছও রয়েছে।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.