This Article is From Dec 08, 2018

দূষণে দক্ষিণকে ছাপাল উত্তর কলকাতা, আবহাওয়াকে দুষল পর্ষদ

দক্ষিণ কলকাতার চেয়ে  উত্তর কলকাতায় বায়ু দূষণের পরিমাণ বেশি।

দূষণে দক্ষিণকে ছাপাল উত্তর কলকাতা, আবহাওয়াকে দুষল পর্ষদ

দুপুর ১টার সময় দূষণের পরিমাণ ছিল ৪৩৪ পিএম।

হাইলাইটস

  • দক্ষিণ কলকাতার চেয়ে উত্তর কলকাতায় বায়ু দূষণের পরিমাণ বেশি
  • রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পর্যবেক্ষণ কেন্দ্রে এই বিষয়টি ধরা পড়ে
  • আবহাওয়ার খামখেয়ালি আচরণকে দুষল দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ
কলকাতা:

দক্ষিণ কলকাতার চেয়ে  উত্তর কলকাতায় বায়ু দূষণের পরিমাণ বেশি। অন্য কয়েকটি বিষয়ের সঙ্গে পরিবেশ দূষণের কারণ হিসেবে আবহাওয়ার খামখেয়ালি আচরণকে  দুষল দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। তথ্য বলছে শুক্রবার সকাল থেকে উত্তর কলকাতায় দূষণের পরিমাণের সূচক উপর দিকে উঠতে থাকে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পর্যবেক্ষণ কেন্দ্রে এই বিষয়টি ধরা পড়ে। দুপুর ১টার সময় দূষণের পরিমাণ ছিল ৪৩৪ পিএম। সেটি দক্ষিণ কলকাতার থেকে বেশি।  দূষণের পরিভাষা অনুসারে এই পরিমাণটি ‘সিভিয়র'। শুধু তাই নয় কালী পুজো আর দীপাবলির পরও বায়ূ  দূষণের পরিমাণ এত বেশি  ছিল না। বিশ্ববিদ্যালয়ের ওই পর্যবেক্ষণ কেন্দ্রেই  ধরা পড়া  দূষণের পরিমাণ  ছিল ৩৩০।  কিন্তু পরিস্থিতির বদল এত দ্রুত হল কেন? পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র বলেন, অন্য কয়েকটি কারণের সঙ্গে  আছে  আবহাওয়ার বিষয়টিও। গত কয়েকদিন ধরে আকাশে চড়া  রোদ উঠছে না। তাছাড়া  উত্তর ভারত থেকে হাওয়ায় ঢুকছে। এমতাবস্থায় দূষণ বাড়ছে।

রথযাত্রা নিয়ে সব প্রশ্নের উত্তর মিলতে পারে প্রশাসনের সঙ্গে বিজেপির বৈঠকে

দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আবহাওয়ার ঘাড়ে দোষ চাপালেও পরিবেশ বিশেষজ্ঞদের দাবি আরও কয়েকটি কারণ আছে  দূষণ বাড়ার নেপথ্যে। সেই তালিকার একদম প্রথমে রয়েছে রাস্তার যানবাহন থেকে  হওয়া  দূষণ। সংবাদ সংস্থা পিটিআইকে পরিবেশ বিশেষজ্ঞ এস এম ঘোষ জানিয়েছেন ডিজেলে চলা  ১০ বছরে পুরনো বাস এবং  ১৫ বছরের পুরনো ব্যক্তিগত গাড়ি বাতিল করতে হবে। তাছাড়া  রাস্তার পাশে  যে সমস্ত খাবারের দোকান আছে  সেগুলিও বন্ধ করে দেওয়া  দরকার।

.