This Article is From Apr 08, 2019

আজ সুপ্রিম কোর্টে রাজীবের মামলা শুনানির সম্ভবনা

Chit fund scam: ৫ ফেব্রুয়ারি শীর্ষ আদালত  নির্দেশ দেয় আপাতত রাজীবকে গ্রেফতার করা  যাবে না।

আজ সুপ্রিম কোর্টে রাজীবের মামলা শুনানির সম্ভবনা

হাইলাইটস

  • কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চায় সিবিআই
  • এই মর্মে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা
  • কাল প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের এজলাসে এই মামলার শুনানি হতে পারে
নিউ দিল্লি:

সারদা কাণ্ডে (Saradha  Chit Fund Scam)   কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার (Ex Commissioner Of Kolkata Police)  নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চায় সিবিআই (CBI)। এই মর্মে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী  সংস্থা।আজ প্রধান বিচারপতি ( Chief Justice Of India) রঞ্জন গগৈয়ের এজলাসে এই মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে। শীর্ষ আদালতে (Top Court) সিবিআই রাজীবকে  গ্রেফতার করার অনুমতি চাইবে। গত ৫ ফেব্রুয়ারি শীর্ষ আদালত  নির্দেশ দেয় আপাতত রাজীবকে গ্রেফতার করা  যাবে না। এই রায় যাতে আদালত ফিরিয়ে নেয় সেটাই চাইছে  সিবিআই। তাদের দাবি এই কাণ্ডের বৃহত্তর ষড়যন্ত্র (Larger Conspiracy) জানতে রাজীবকে হেফাজতে  নিতে হবে।  পাশাপাশি রাজ্য প্রশাসন যাতে সিবিআইয়ের সঙ্গে সহযোগিতা করে সেই দাবিও জানানো হয়েছে।  

বাচ্চাদের মতো আচরণ করে ভোট জেতা যায় না, একই মাঠে মঞ্চ নিয়ে মমতাকে তোপ মোদীর

ফেব্রুয়ারি মাসে বেনোজির সংঘাতে জড়ায়  কলকাতা পুলিশ এবং সিবিআই। কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে গিয়ে আটক হন সিবিআই আধিকারিকরা। সিবিআই যুগ্ম অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তব সংবাদ সংস্থা পিটিআইকে জানান, তাঁরা রাজীব কুমার কে জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিলেন, সন্তোষজনক উত্তর না দিলে বা তদন্তে সাহায্য না করলে তাঁকে গ্রেফতার করা হত। যদিও পুলিশের তরফে তখন দাবি করা হয় কলকাতার কমিশনারকে  সিবিআই জেরা করতেই পারে না। গোটা ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ এনে সত্যাগ্রহ শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়। সিবিআই সুপ্রিম কোর্টে মামলা করে। শীর্ষ আদালত নির্দেশ দেয় রাজীবকে আপাতত গ্রেফতার করতে না পারলেও জেরা করতে পারবে। সেই মতো দুপক্ষই শিলঙে যায়। টানা ছ'দিন জেরার পর রাজীব ছাড়া পান। এবার তাঁকে গ্রেফতার করতে চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ কেন্দ্রীয় তদন্ত সংস্থা।

                           

       



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.