This Article is From Aug 17, 2018

বৃষ্টিভেজা রানওয়ে, পিছলে গেল যাত্রীবাহী বিমানের চাকা

জিয়ামেন এয়ার এবং বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন,  বোয়িং 737-800 বিমানটিতে মোট 157 জন যাত্রী ছিলেন ওই সময়।

বৃষ্টিভেজা রানওয়ে, পিছলে গেল যাত্রীবাহী বিমানের চাকা

বহু যাত্রী আটকা পড়ে গিয়েছেন ম্যানিলা বিমানবন্দরে

ম্যানিলা:

প্রবল বড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য বেঁচে গেল জিয়ামেন এয়ারক্রাফটের একটি বিমান। ফিলিপিন্সের রাজধানী ম্যানিলার বৃষ্টিভেজা বিমানবন্দরের রানওয়েতে বিমানটির চাকা স্পর্শ করার প্রায় সঙ্গে সঙ্গেই তা পিছলে যায়। জানান ওই বিমানবন্দরের এক আধিকারিক।

জিয়ামেন এয়ার এবং বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন,  বোয়িং 737-800 বিমানটিতে মোট 157 জন যাত্রী ছিলেন ওই সময়। কেন ঘটল এই ঘটনা তা নিয়ে তদন্ত চলছে বলে জানা গিয়েছে।

সমস্যার শুরু হয় জিয়ামেন এয়ারক্রাফটের ওই বোয়িং বিমানটির অবতরণের সময়। প্রথমবার অবতরণের সময় সমস্যা হওয়ায় বিমানটি উড়ে গিয়ে একপাক চক্কর কেটে ফের যখন অবতরণ করতে আসে, তখনই ঘটে ওই বিপত্তি। পিছলে যায় বিমানটির চাকা। ম্যানিলা বিমানবন্দরের জেনারেল ম্যানেজার ই ডি মনরিয়েল এই কথা জানান।

যদিও, এই ঘটনায় একজন যাত্রীও আহত বা নিহত হননি বলে জানা গিয়েছে।

.