This Article is From Feb 22, 2019

'জইশ'-এর নাম উল্লেখ করল রাষ্ট্রপুঞ্জ, নিজেদের বক্তব্য নিয়েই ঢোক গিলল চিন

পাকিস্তানের চিরকালের ‘বন্ধু’ চিন এই বিবৃতি পেশ করার ব্যাপারেও বাধা দিচ্ছিল বলে জানিয়েছে রাষ্ট্রপুঞ্জের সূত্র।

নিউ দিল্লি:

পুলওয়ামায় জঙ্গিহানা নিয়ে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বিবৃতিতে পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের নামটির উল্লেখ করা হোক, তা চায় না চিন। এমনটা পরিষ্কার হওয়ার পরদিনই ‘ড্যামেজ কন্ট্রোল' করতে উঠেপড়ে লাগল বেজিং। প্রসঙ্গত, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বিবৃতিতে পুলওয়ামায় জঙ্গি হানার তীব্র নিন্দা করা হয়। গত বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় জঙ্গি হানার পর ৪০ জনের বেশি সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়। ওই ঘটনা নিয়ে একটি বিবৃতি দিয়েছিল রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। তারপর সংবাদসংস্থা পিটিআইকে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র জেং শুয়াং বলেন, “গতকাল, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ একটি বিবৃতি দিয়েছিল, যেখানে এক বিশেষ সংগঠনের নাম উল্লেখ করা হয়েছিল। তবে, এই উল্লেখ করা হয়েছিল সাধারণ অর্থে। এটাকে ওই জঙ্গিহানার বিচার হিসাবে ধরলে ভুল হয়ে যাবে”।

চিন সহ ১৫ জন স্থায়ী এবং অস্থায়ী সদস্য দেশ নিয়ে গড়া রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে পেশ করা বিবৃতিটিতে জানানো হয়েছিল, “গত ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জেলায় সিআরপিএফ জওয়ানদের বিরুদ্ধে জইশ-ই-মহম্মদের জঙ্গি হানায় ৪০ জনেরও বেশি জওয়ানের মৃত্যু হওয়ার ঘটনার কঠোরতম ভাষায় নিন্দা করা হচ্ছে। এই হানা কাপুরুষোচিত এবং বর্বরোচিত”।

উত্তর প্রদেশ থেকে গ্রেপ্তার দুই জইশ-ই-মহম্মদ জঙ্গি: সূত্র পুলিশ

সূত্র জানিয়েছে, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ ভারতের প্রস্তাব মেনেই জইশ-ই-মহম্মদের নাম উল্লেখ করে তাদের বিবৃতিতে।

পাকিস্তানের চিরকালের ‘বন্ধু' চিন এই বিবৃতি পেশ করার ব্যাপারেও বাধা দিচ্ছিল বলে জানিয়েছে রাষ্ট্রপুঞ্জের সূত্র।

প্রসঙ্গত, জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারকে গ্লোবাল টেররিস্ট লিস্ট বা বিশ্বব্যাপী জঙ্গি তালিকায় রাখার ব্যাপারে রাষ্ট্রপুঞ্জের কাছে যে প্রস্তাব বারবার দিয়েছিল ভারত, তাতেও বাধা দেয় চিন। তাছাড়া ঘটনাটি কাশ্মীরে  ঘটেছে এটা লেখা  নিয়েও আপত্তি ছিল চিনের। তারা চেয়েছিল ‘ভারত শাসিত কাশ্মীর' কথাটা লেখা হোক। আর তাছাড়া ভারত সরকারকে সাহায্য  করার বিষয়টিকে বাধ্যতামূলক না করে আবেদন হিসেবেই পেশ করতে চেয়েছিল চিন। তবে  সেটা  হয়নি।  

তবে, আপাতত এই তালিকায় মাসুদ আজহারের নাম উঠে যাওয়াকে বিশ্বের দরবারেও ভারতের কূটনৈতিক স্থানটি পোক্ত হল বলে মনে করছে ওয়াকিবহালমহল।    



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.