This Article is From Mar 13, 2019

মাসুদ নিয়ে পুরনো অবস্থানে অনড় থাকার ইঙ্গিত দিল চিন

জইশ প্রধান মাসুদ আজাহারের (Masood Azahar ) ভাগ্য নির্ধারণ করতে চলেছে রাষ্ট্রসঙ্ঘ (UN)। তার আগে  আরও একবার নিজেদের পুরনো অবস্থানে অনড় থাকার ইঙ্গিত দিল চিন।

মাসুদ  নিয়ে পুরনো অবস্থানে অনড়  থাকার ইঙ্গিত দিল চিন

মাসুদ আজহার।

হাইলাইটস

  • মাসুদ নিয়ে পুরনো অবস্থানে অনড় থাকার ইঙ্গিত দিল চিন
  • মাসুদ আজাহারের ভাগ্য নির্ধারণ করতে চলেছে রাষ্ট্রসঙ্ঘ
  • তাকে গ্লোবাল টেররিস্ট তকমা দেওয়া উচিত বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন
বেজিং:

জইশ প্রধান মাসুদ আজাহারের (Masood Azahar ) ভাগ্য নির্ধারণ করতে চলেছে রাষ্ট্রসঙ্ঘ (UN)। তার আগে  আরও একবার নিজেদের পুরনো অবস্থানে অনড় থাকার ইঙ্গিত দিল চিন। গত তিন বছর ধরে   চিনের বাধার জন্যই  মাসুদকে গ্লোবাল টেররিস্ট ঘোষণা করা  যাচ্ছে না।  মাসুদ গ্লোবাল টেররিস্ট ঘোষিত হবে কিনা সেটা আগামী ২৪ ঘণ্টার কম  সময়ে জানা যাবে। তার আগে  নিজেদের পুরনো অবস্থানে অনড় থাকার  ইঙ্গিত দিল বেজিং। মাসুদ আজাহারকে ওই তকমা দেওয়ার বিষয়টি  রাষ্ট্রসঙ্ঘের  নিষেধাজ্ঞা  কমিটির বিবেচ্য। আমেরিকা ব্রিটেন এবং ফ্রান্স- এই তিনটি দেশ আবেদন জমা  দেওয়ায় শুনানি   করছে রাষ্ট্রসঙ্ঘ।   

মানুষ আমার সিনেমা ভালোবাসেন, তাই আমি আশাবাদী; যাদবপুরে মিমি চক্রবর্তী

এ প্রসঙ্গে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র  জানান, আগের মতো এবারও চিন দায়িত্ববোধের পরিচয় দেবে। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা কাউন্সিলের যে কটি সদস্য ভেটো  দিতে পারে চিন তার মধ্যে অন্যতম।  

চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র জানান আজাহারের ব্যাপারে আমি  বলতে পারি অন্যদের সঙ্গে  আলোচনা করে এতদিন  যে দায়িত্ব বোধ সম্পন্ন ভূমিকা  চিন পালন করেছে এখনও তাই করবে। এদিকে মাসুদের ব্যাপারে রাষ্ট্রসঙ্ঘ  সিদ্ধান্ত নেওয়ার আগে ট্রাম্প প্রশাসন মঙ্গলবার নিজেদের মনোভাব স্পষ্ট করেছে।  মার্কিন স্বরাষ্ট্র দপ্তরের মুখপাত্র রবার্ট পালান্ডিও বলেন, আজাহার জইশ-ই- মহম্মদের প্রধান। আর তাকে গ্লোবাল টেররিস্ট তকমা দেওয়া উচিত। সেটা না  দিলে দক্ষিণ পূর্ব এশিয়ায় জন্য  সমস্যা দেখা  দিতে পারে। 

(পিটিআই সূত্রে প্রাপ্ত)

.