This Article is From Feb 22, 2020

চিন ওই দেশ থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার অনুমতি দিতে ইচ্ছাকৃতভাবে দেরি করছে!

উহান থেকে ভারতীয়দের দেশে ফেরাতে চায় ভারত, কিন্তু ভারতীয় বায়ুসেনার সি-১৭ গ্লোবমাস্টার বিমানটিকে এখনও চিনের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি চিন সরকার

চিন ওই দেশ থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার অনুমতি দিতে ইচ্ছাকৃতভাবে দেরি করছে!

Coronavirus: চিন থেকে ভারতীয় নাগরিকদের ফেরাতে বিশেষ বিমান পাঠাতে চায় বিদেশমন্ত্রক

হাইলাইটস

  • করোনা ভাইরাসে আক্রান্ত চিনের উহান যেন একটা বিচ্ছিন্ন দ্বীপ
  • সেখানে আটকে রয়েছেন বেশ কিছু ভারতীয়
  • তাঁদের ফেরাতে ভারতীয় বায়ুসেনার বিমান উহানে যেতে চাইলেও এখনও মেলেনি অনুমতি
নয়া দিল্লি:

চিনের করোনা ভাইরাস (Coronavirus) আক্রান্ত উহান শহরে আটকে রয়েছেন বেশ কিছু ভারতীয়। তাঁদের সেই দেশ উদ্ধার করে আনতে চায় ভারতীয় বায়ুসেনার একটি বিশেষ বিমান। কিন্তু সেই বিমানটিকে এখনও সে দেশের যাওয়ার অনুমতি দেয়নি চিন (China)। "ইচ্ছাকৃতভাবেই ছাড়পত্র দিতে বিলম্ব" করছে চিন, দাবি করছে একটি সূত্র। কয়েকদিন ধরেই এমন অভিযোগ উঠছিল যে ভারতীয় বায়ুসেনার সি-১৭ গ্লোবমাস্টার (C-17 Globe Master) নামে উদ্ধারকারী বিমানটি উহানে ঢুকতে পারছে না। কারণ, চিনের আকাশসীমায় ঢোকার ছাড়পত্র এখনও মেলেনি। যদিও শুক্রবারই বিভিন্ন মহল থেকে ওঠা এমন অভিযোগ খারিজ করে দেয় বেজিং। সি১৭ গ্লোবমাস্টার (Special Indian Flight) উহানে আটক ভারতীয়দের সে দেশ থেকে উদ্ধার করে ভারতে নিয়ে আসবে, গত ১৭ ফেব্রুয়ারি এমন ঘোষণা করে ভারত। পাশাপাশি ওই মারণ ভাইরাসের সঙ্গে যুঝতে চিকিৎসার সরঞ্জাম দিয়ে উহান প্রশাসনকে সহযোগিতা করতে চায় ভারত, এমনটাও জানিয়েছিল কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। কিন্তু তা সত্ত্বেও ওই দেশের তরফ থেকে কোনও সাড়া মেলেনি বলে অভিযোগ।

ভারতের উদ্ধারকারী বিমানকে উহানে ঢোকার ছাড়পত্র না দেওয়ার অভিযোগ ওড়াল বেজিং

বেজিংয়ের তরফ থেকে ভারতীয় বিমানকে অনুমতি দিতে দেরি হওয়ার বিষয়ে ওই সূত্রটি জানিয়েছে, "ফ্রান্স সহ অন্যান্য দেশ থেকে এখনও ত্রাণ সামগ্রী নিয়ে বিভিন্ন বিমান সেদেশে যাচ্ছে। তাহলে কেন চিন সরকার ভারতীয় বিমানকে ছাড়পত্র দিতে দেরি করছে? তারা কি ভারতের প্রতি আগ্রহী নয়? ওরা কেন আমাদের নাগরিকদের উহান থেকে ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারে বাধার সৃষ্টি করছে? তবে কি চিন ইচ্ছাকৃতভাবেই ভারতীয় নাগরিকদের কষ্ট ও মানসিক যন্ত্রণার মধ্যে ফেলে রাখতে চাইছে?"

এখনও পর্যন্ত করোনা ভাইরাসের কারণে চিনে মোট ২,২৩৬ জনের মৃত্যুর খবর মিলেছে। হুবেই প্রদেশে নতুন ভাবে আক্রান্ত হয়েছেন আরও ১১৮ জন। গোটা দেশে এই মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৬ হাজার ছুঁয়েছে বলে খবর।

"আবাসনে কেউ নেই, প্রধানমন্ত্রী অনুগ্রহ করে উদ্ধার করুন," উহানে আটক ভারতীয় দম্পতির বার্তা

চলতি মাসের গোড়ার দিকে উহানে গিয়ে এয়ার ইন্ডিয়ার দুটি বিশেষ বিমানে করে ৬৪৭ জন ভারতীয়কে উদ্ধার করে নিয়ে আসা হয়, মালদ্বীপ থেকে নিয়ে আসা হয় আরও ৭ জনকে। বাকি যাঁরা এখনও উহানে পড়ে আছেন তাঁদেরকেও ফেরাতে তৎপর ভারতীয় বিদেশমন্ত্রক। কিন্তু চিনের তরফ থেকে যতক্ষণ না তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে ততক্ষণ সেদেশে যেতে পারছে না ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমান  সি-১৭ গ্লোবমাস্টার।

.