This Article is From Nov 02, 2019

ছট পুজোর জন্য ৪ নভেম্বর ছুটি ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ

Chhath Puja 2019: সরকারের তরফ থেকে জানানো হয়েছে 'অতিরিক্ত ছুটি' হিসাবে যোগ করা হয় এই দিনটি। 

ছট পুজোর জন্য ৪ নভেম্বর ছুটি ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ

ছট পুজোর (Chhath Puja 2019) ছুটি কবে হবে, সেই নিয়ে একটা প্রশ্ন ছিল রাজ্য বাসীর মনে, সেই ধোঁয়াশা কাটিয়ে স্কুল গুলিতে ছুটি ঘোষণা করে রাজ্য সরকার।আগামী ৪ নভেম্বর অর্থাৎ সোমবার ছট পুজোর জন্য ছুটি ঘোষণা করে মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। সারা বছরের ছুটির তালিকাতে এই দিনটি না থাকার জন্যই বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল, তবে সরকারের তরফ থেকে জানানো হয়েছে 'অতিরিক্ত ছুটি' হিসাবে যোগ করা হয় এই দিনটি। 

WBBSE -এর সভাপতি কল্যাণময় গাঙ্গুলি একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, ''সমস্ত সরকারি, বেসরকারি বা আধা-সরকারি স্কুল গুলি ৪ নভেম্বর ছট পুজো উপলক্ষে ছুটি থাকবে।''

যাদবপুর বিদ্যাপীঠের প্রধানশিক্ষক পরিমল ভট্টাচার্য পিটিআই-এর কাছে জানিয়েছেন, ''ছট পুজো''-র দিন অর্থাৎ শনিবার স্কুল খোলা থাকবে, তবে যে সমস্ত বিদ্যার্থী বা শিক্ষক এই পুজো পালন করেন, তাদের জন্য অবশ্যই ছুটি থাকবে।''সরকারের নিয়ম অনুসারে আগামী ৪ নভেম্বর, সোমবার স্কুল বন্ধ রাখা হবে।'' 
 



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.