This Article is From Nov 21, 2019

লক্ষ্যের ৫০০ মিটারের মধ্যেই অবতরণ করেছিল চন্দ্রযান ২-এর বিক্রম ল্যান্ডার: কেন্দ্র

Chandrayaan 2: কক্ষপথের আটটি অত্যাধুনিক বৈজ্ঞানিক যন্ত্র বিভিন্ন মূল্যবান বৈজ্ঞানিক তথ্য সরবরাহ করছে

লক্ষ্যের ৫০০ মিটারের মধ্যেই অবতরণ করেছিল চন্দ্রযান ২-এর বিক্রম ল্যান্ডার: কেন্দ্র

ISRO: ল্যান্ডারের উত্থানের সময় বেগ হ্রাস পূর্বপরিকল্পিত প্যারামিটারের চেয়ে বেশি ছিল

নয়া দিল্লি:

উত্থানের সময় গতি কমিয়ে দেওয়ার জন্যেই চন্দ্রপৃষ্ঠে অবতরণ করা শক্ত হয়ে যায় চন্দ্রযান ২-এর (Chandrayaan-2) বিক্রম ল্যান্ডারের কাছে, কেন্দ্রীয় সরকার জানিয়েছে দেশের সাম্প্রতিক চন্দ্রাভিযান সম্পর্কে এমনটাই বলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। লোকসভায় একটি প্রশ্নের লিখিত জবাবে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী তথা মহাকাশ বিভাগের (ISRO) তত্ত্বাবধানকারী জিতেন্দ্র সিং বলেন,  প্রথম ধাপটিতে পৌঁছনোর সময়ে স্বাভাবিক গতিতে ৩০ কিলোমিটার থেকে ৭.৪ কিলোমিটার পর্যন্ত অতিক্রম করেছিল সেটি। কিন্তু চাঁদের পিঠে (Moon's Surface) অবতরণের সময় তার গতিবেগ প্রতি সেকেন্ডে ১,৬৮৩ মিটার থেকে কমে ১৪৬ মিটার প্রতি সেকেন্ড করা হয়েছিল। "উত্থানের দ্বিতীয় পর্যায়ে, পূর্বপরিকল্পিত মানের চেয়ে বেশি বেগ হ্রাস করা হয়েছিল, আর এই বিচ্যুতির কারণে, প্রাথমিক শর্তগুলি নকশা করা প্যারামিটারের বাইরে চলে যায়। ফলস্বরূপ, বিক্রম লক্ষ্যে অবতরণ না করে তার থেকে ৫০০ মিটার দূরে কোনও জায়গায় অবতরণ করে", বলেন তিনি।

Chandrayaan-2: ইসরোর অর্বিটার পাঠাল চাঁদের নতুন ছবি

তবে জিতেন্দ্র সিং আরও বলেন যে ওই হিসেবের গড়মিল ছাড়া চন্দ্রযান ২ এর উত্থান, কক্ষপথে ঘোরা, ল্যান্ডার বিচ্ছেদ, ডি-বুস্ট এবং আলাদা হওয়া সহ প্রযুক্তি ক্ষেত্রে সমস্ত কাজই প্রায় সফলভাবে সম্পন্ন হয়েছিল।

তবে সেটি এখন কক্ষপথের আটটি অত্যাধুনিক বৈজ্ঞানিক যন্ত্র বিভিন্ন মূল্যবান বৈজ্ঞানিক তথ্য সরবরাহ করছে বলেও জানান মন্ত্রী। সুনির্দিষ্ট উৎক্ষেপণ এবং কক্ষপথে ঠিকঠাক চালনার কারণে কক্ষপথের মিশন লাইফ বাড়িয়ে সাত বছর করা হয়েছে, একথাও জানান তিনি।

কক্ষপথ থেকে প্রাপ্ত তথ্য বৈজ্ঞানিকদের কাছে লাগাতার সরবরাহ করা হচ্ছে। জিতেন্দ্র সিং বলেন, সম্প্রতি নয়াদিল্লিতে আয়োজিত সর্বভারতীয় সভায় এই তথ্যগুলি পর্যালোচনা করা হয়েছে।

Chandrayaan-2: চন্দ্র পৃষ্ঠ এখন আরও উজ্জ্বল, ইসরো প্রকাশ করল নতুন তথ্য

সম্প্রতি চন্দ্রযান-২-এর তোলা চন্দ্রপৃষ্ঠের ত্রিমাত্রিক ছবি প্রকাশ করে ইসরো । ছবিতে দেখা যায়, চাঁদের মাটিতে থাকা এক গহ্বর বা ক্রেটারকে। চন্দ্রযান-২-এর টেরাইন ম্যাপিং ক্যামেরা-২ এই ছবিটি তুলেছে। মহাকাশ গবেষণা সংস্থা ইসরো তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে এই ছবিটি শেয়ার করে। ছবির ক্যাপশনে জানানো হয়েছে, চন্দ্রযান-২-এর টেরাইন ম্যাপিং ক্যামেরা-২-র তোলা গহ্বরের ত্রিমাত্রিক ছবিটি তুলেছে। ওই ত্রিমাত্রিক ছবি, যেটি টেরাইন ম্যাপিং ক্যামেরা-২ তুলেছে সেটিকে ডিজিটাল এলিভেশন মডেলে প্রসেস করা হয়েছে। সম্পূর্ণ চন্দ্রপৃষ্ঠের ডিজিটাল এলিভেশন মডেল তৈরির পরিকল্পনা রয়েছে।

.