This Article is From Sep 07, 2019

Chandrayaan 2: রাতে চাঁদে অবতরণ করবে চন্দ্রযান-২, ইসরোয় পৌঁছেছেন প্রধানমন্ত্রী মোদি

Chandrayaan 2: ইসরো চেয়ারম্যান কে শিবান, চন্দ্রযান-২ কে ইসরোর “সব মিশনের থেকে সবচেয়ে জটিল” বলে মন্তব্য করেছেন

Chandrayaan 2: রাতে চাঁদে অবতরণ করবে চন্দ্রযান-২, ইসরোয় পৌঁছেছেন প্রধানমন্ত্রী মোদি

Chandrayaan 2: ২৪ ঘন্টারও কম সময়ে চাঁদের মাটিতে অবতরণ করবে ভারতের চন্দ্রযান

নয়া দিল্লি:

শনিবার রাত ১.৫৫ নাগাদ চন্দ্রপৃষ্ঠে অবতরণ করার কথা চন্দ্রযান-২-এর(Chandrayaan 2), চাঁদের দক্ষিণ মেরুর সবচেয়ে কাছে পৌঁছানো প্রথম দেশ হিসেবে রেকর্ড করতে চলেছে ভারত। মূল কক্ষপথ থেকে আলাদা হয়েছে বিক্রম, ১.৩০ থেকে ২.৩০ এর মধ্যে সঠিকভাবে চাঁদের মাটিতে অবতরণের জন্য দুটি উত্তরণ করেছে বিক্রম (Vikram )। ইসরো (ISRO) জানিয়েছে, ল্যান্ডার থেকে ভোর ৫.৩০-৬.৩০ এর মধ্যে ল্যাল্ডার থেকে বেরিয়ে আসবে প্রজ্ঞান। চাঁদের সম্পদসহ পুরো বিষয় নিয়ে গবেষণা চালাবে প্রজ্ঞান। এছাড়াও চন্দ্রপৃষ্ঠে জলের সন্ধান, উচ্চ ক্ষমতা সম্পন্ন ছবিও তুলবে প্রজ্ঞান। সংস্থার চেয়ারম্যান কে শিবান, চন্দ্রযান-২ কে ইসরোর “সব মিশনের থেকে সবচেয়ে জটিল” বলে মন্তব্য করেছেন।

ইসরো চেয়ারম্যানকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে,”আমরা এমন একটি জায়গায় পৌঁছাতে চলেছি, যেখানে কেউ পা রাখেনি। আমরা সহজ অবতরণের ব্যাপারে আত্মবিশ্বাসী। আমরা আজ রাতের জন্য অপেক্ষা করছি”।

মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে স্কুল পড়ুয়াদের সঙ্গে চন্দ্রায়ণ-২ এর অবতরণের লাইভ দেখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

যে জায়গায় বিক্রমের অবতরণ হতে চলেছে, আজ পর্যন্ত সেই জায়গাটি উন্মোচিত হয়নি, যতগুলি চাঁদে অবতরণ হয়েছে, সবগুলিই নিক্ষরেখা অঞ্চলে।

সবচেয়ে উত্তরাংশে এর আগে অবতরণ করেছে চিনের যান, তারপরে রাশিয়া। আমেরিকার বেশীরভাগ চন্দ্রযান, এমনকী, অ্যাপোলো মিশনও অবতরণ করেছে নিরক্ষীয় অঞ্চলে। চাঁদের অন্ধকারাচ্ছন্ন অংশ রোভার রয়েছে চাঁদের।

চাঁদে সফলভাবে অবতরণের মধ্য দিয়েই, আমেরিকা, রাশিয়া এবং চিনের পরেই স্থান হবে ভারতের।

d3as31

 Chandrayaan 2: ২৩ জুলাই GSLV Mark 3 রকেটে চাঁদের দেশে পাড়ি দেয় চন্দ্রায়ন-২।

ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞানের আয়ুষ্কাল ১৪ দিন। যেখানে তারা রয়েছে, সেখানে আরও ১৪দিন অন্ধকারাচ্ছন্ন থাকবে এবং তাপমাত্রা পৌঁছাবে মাইনাস ১৭০ ডিগ্রি সেলসিয়াসে। চন্দ্রায়ন-২ এর অর্বিটারের আয়ুষ্কাল একবছর, তবে আরও বেশীদিন কাজ করতে পারবে সেটি।

ইসরো জানিয়েছে, চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছাতে সম্পদের খোঁজ করছে অন্যান্য দেশগুলিও। চাঁদের দক্ষিণণ মেরুর গহ্বরে কয়েক বিলিয়ন বছর ধরে সূর্যের আলো পৌঁছায়নি, ফলে সৌরজগতের অপরিবর্তনীয় পরিস্থিতি রয়েছে সেখানে। এগুলি স্থায়ী অন্ধকার গহ্বর এবং সেখানো মোটামুটি ১০০ বিলিয়ন টন জল রয়েছে বলে মনে করা হচ্ছে।

 ২৩ জুলাই GSLV Mark 3 রকেটে চাঁদের দেশে পাড়ি দেয় চন্দ্রায়ন-২।

GSLV Mark 3 ইসরোর সবচেয়ে লম্বা এবং শক্তিশালী রকেট, যার দৈর্ঘ্য ৪৪ মিটার এবং ৫ তলা বিল্ডিং-এর সমান।

এভেঞ্জার্স এন্ডগেমের থেকেও কম খরচে করা এই এই চন্দ্রাভিযান ভারতের মহাকাশ গবেষণার অন্যতম দিক।

.