This Article is From Sep 07, 2019

“ভারত আপনাদের সঙ্গে আছে”, চন্দ্রায়ণ-২ নিয়ে বললেন প্রধানমন্ত্রী মোদি

Chandrayaan 2: এর আগে বিজ্ঞানীদের প্রধানমন্ত্রী মোদি বলেন দেশ তাঁদের জন্য গর্বিত।তাঁর কথায়, “জীবনে ওঠাপড়া থাকে। এটা কম কৃতিত্ব নয়”

“ভারত আপনাদের সঙ্গে আছে”, চন্দ্রায়ণ-২ নিয়ে বললেন প্রধানমন্ত্রী মোদি

Chandrayaan 2 Status: ইসরোর সঙ্গে কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

বেঙ্গালুুরু: গতরাতের চন্দ্রায়ণ-২ ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়ার পর, ইসরোর বিজ্ঞানীদের জন্য দেশ কতটা গর্বিত তা উল্লেখ করেন প্রধানমন্ত্রী মোদি। কে শিভানের ঘোষণার পরেই প্রধানমন্ত্রী বলেন, দেশ তাঁদের জন্য গর্বিত। তিনি বলেন, “জীবনে ওঠাপড়া থাকে। এটা কম কৃতিত্ব নয়”।

রইল ১০ টি তথ্য:

  1. সারা ভারত রাতভর ঘুমায়নি। গোটা দেশ আপনাদের প্রতি সহানুভুতি দেখিয়েছ
     

  2. বিজ্ঞানে কোনও কিছু ব্যর্থ হয়  না, শুধু পরীক্ষা এবং চেষ্টা
     

  3. আপনারা ভারতকে অন্য উচ্চতায় পৌঁছে দেওয়ার জন্য বাঁচেন। দেশ গড়ার কাজে আপনাদের অবদান রয়েছে।
     

  4. চারপাশে ঘোরাঘুরি করে আমি আপনাদের চাপ বাড়াতে চাই না। যখন দেখছি পরিকল্পনা মতো হয়নি, যে কারণে, আমি সরে গিয়েছি এবং আপনাদর একত্র হয়ে নিজেদের ভাবনা ও আবেগ একত্র করার সুযোগ দিয়েছি।
    .

  5. অনেক কিছুই আমাদের অনেক মিশনেই হয়েছে। আমাদের উত্থান পতন হয়েছে। আমরা এগিয়ে যাব সাহস ও আরও দৃঢ় সঙ্কল্প নিয়ে।
     

  6. কেউ কেউ বলছে, চাঁদ, চন্দ্রযানকে পেতে এত আগ্রহী ছিল যে, প্রত্যাশার থেকে বেশী দ্রত তাকে টেনে নিয়েছে
     

  7. আপনাদের সবার অনুপ্রেরণায় আমি এখানে এসেছি
     

  8. ইসরোকে সবচেয়ে বড় মহাকাশ গবেষণা কেন্দ্র হিসবে স্বীকৃতি দেয় বিশ্ব। আমি যেখানেই যাই না কেন, ইসরোর নাম নিজের খ্যাতিতে ছড়িয়ে পড়েছে, যা দেশকে গর্বিত করে।
     

  9. ভারতমাতাকে গর্বিত করতে আপনারা আপনাদের জীবন কাটিয়েছেন

  10. বিপর্যয় আসতে পারে, তবে আমরা আশা হারাব না। আমাদের পুনরুদ্ধারের শক্তি আছে।



Post a comment
.