This Article is From Aug 22, 2019

Chandrayaan-2 পাঠাল প্রথম চাঁদের ছবি, টুইট করল ইসরো

চাঁদের প্রথম ছবি পাঠাল Chandrayaan-2 । সেই ছবি বৃহস্পতিবার টুইট করল ইসরো। ইসরো জানিয়েছে, চন্দ্রপৃষ্ঠের ২,৬৫০ কিলোমিটার উচ্চতা থেকে এই ছবি তোলা হয়েছে।

Chandrayaan-2 পাঠাল প্রথম চাঁদের ছবি, টুইট করল ইসরো

Chandrayaan 2: চাঁদের প্রথম ছবি পাঠাল চন্দ্রযান ২।

নয়াদিল্লি:

চাঁদের প্রথম ছবি পাঠাল Chandrayaan-2 । সেই ছবি বৃহস্পতিবার টুইট করল ISRO। ইসরো জানিয়েছে, বুধবার চন্দ্রপৃষ্ঠের ২,৬৫০ কিলোমিটার উচ্চতা থেকে এই ছবি তোলা হয়েছে। ইসরোর স্বপ্নের এই ১০০০ কোটি টাকার প্রকল্পে এই প্রথম চাঁদের ছবি পাঠাল চন্দ্রযান ২। ওই ছবিতে চাঁদের দুই গুরুত্বপূর্ণ ‘ল্যান্ডমার্ক'-এর দেখা মিলেছে— ‘অ্যাপোলো ক্রেটার' এবং ‘মেয়ার ওরিয়েন্টাল বেসিন'। ‘অ্যাপোলো ক্রেটার' হল চাঁদের মাটিতে এক বিশাল গহ্বর যা ৫৩৮ কিলোমিটার চওড়া। এটি চাঁদের দক্ষিণ মেরুতে অবস্থিত। নাসার মতে, ওই গহ্বরের মধ্যে অনেক ছোট ছোট গহ্বর রয়েছে। সেগুলির নাম নাসার মৃত নভোশ্চর ও আধিকারিকদের নামে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে নাসার কলম্বিয়া মহাকাশযানের সাত জন যাত্রীর নামে রাখা সাতটি গহ্বর।

চাঁদের কাছাকাছি Chandrayaan 2, নতুন ধাপ পেরোল বুধবার

‘মেয়ার ওরিয়েন্টাল বেসিন'-কে ধরা হয় ৩০০ কোটি বছর আগে সৃষ্টি। এটি ৯৫০ কিলোমিটার চওড়া। কোনও উল্কাপাতের ফলে সৃষ্টি হয়েছিল এটি। পৃথিবী থেকে এটিকে সহজে দেখতে পাওয়া যায় না।

মঙ্গলবার সকালে চাঁদের কক্ষপথে ঢুকে পড়েছে চন্দ্রযান ২। ওইদিন চন্দ্রপৃষ্ঠের খুব কাছে পৌঁছে প্রায় ২০ মিনিট পরিকল্পিত ভাবে পরিচালনা করা হয় যানটিকে।

.