This Article is From Nov 14, 2019

Chandrayaan-2: ইসরোর অর্বিটার পাঠাল চাঁদের নতুন ছবি

চন্দ্রযান-২-এর টেরাইন ম্যাপিং ক্যামেরা-২-র তোলা গহ্বরের ত্রিমাত্রিক ছবিটি তুলেছে।

Chandrayaan-2: ইসরোর অর্বিটার পাঠাল চাঁদের নতুন ছবি

বুধবার ইসরো তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে এই ছবি শেয়ার করেছে।

হাইলাইটস

  • বুধবার ইসরো তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে এই ছবি শেয়ার করেছে
  • চন্দ্রযান-২-এর টেরাইন ম্যাপিং ক্যামেরা-২-র তোলা গহ্বরের ছবিটি তুলেছে
  • সম্পূর্ণ চন্দ্রপৃষ্ঠের ডিজিটাল এলিভেশন মডেল তৈরির পরিকল্পনা রয়েছে

বুধবার চন্দ্রযান-২-এর (Chandrayaan-2) তোলা চন্দ্রপৃষ্ঠের ত্রিমাত্রিক ছবি প্রকাশ করল ইসরো (ISRO)। ছবিতে দেখা যাচ্ছে চাঁদের মাটিতে (Moon's Surface) এক গহ্বর বা ক্রেটারকে। চন্দ্রযান-২-এর টেরাইন ম্যাপিং ক্যামেরা-২ এই ছবিটি তুলেছে। বুধবার ইসরো তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে এই ছবি শেয়ার করেছে। ছবির ক্যাপশনে জানানো হয়েছে, চন্দ্রযান-২-এর টেরাইন ম্যাপিং ক্যামেরা-২-র তোলা গহ্বরের ত্রিমাত্রিক ছবিটি তুলেছে। ওই ত্রিমাত্রিক ছবি, যেটি টেরাইন ম্যাপিং ক্যামেরা-২ তুলেছে সেটিকে ডিজিটাল এলিভেশন মডেলে প্রসেস করা হয়েছে। সম্পূর্ণ চন্দ্রপৃষ্ঠের ডিজিটাল এলিভেশন মডেল তৈরির পরিকল্পনা রয়েছে।

এর মধ্যে রয়েছে সংঘর্ষের ফলে তৈরি হওয়া গহ্বর বা ক্রেটার, লাভা টিউব (ভবিষ্যতে বসবাসের সম্ভাবনাময়), রিলস (লাভা টিউব বা ভেঙে পড়া লাভা টিউব থেকে সৃষ্ট), ডোর্সা অথবা ভাঁজ খাওয়া পৃষ্ঠ (ঠান্ডায় সঙ্কুচিত হয়ে তৈরি হওয়া), গ্রস্ত কাঠামো এবং লুনার ডোমস বা কোনস।

.