This Article is From Dec 17, 2018

ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা মোবাইল সংযোগের ক্ষেত্রে বাধ্যতামূলক নয় আধার

ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা মোবাইল সংযোগের ক্ষেত্রে বাধ্যতামূলক নয় আধার

ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা মোবাইল সংযোগের ক্ষেত্রে বাধ্যতামূলক নয় আধার

ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা মোবাইল সংযোগের ক্ষেত্রে বাধ্যতামূলক নয় আধার

হাইলাইটস

  • আধার কার্ড নিয়ে বেশ কয়েকটি মামলা হয় সুপ্রিম কোর্টে
  • দীর্ঘ দিন ধরে শুনানি চলার পর সুপ্রিম কোর্ট জানায় আধার বৈধ
  • আদালত জানায় প্যান কার্ডের সঙ্গে আধার নম্বর যুক্ত করার প্রয়োজন নেই
নিউ দিল্লি:

ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা মোবাইল সংযোগের ক্ষেত্রে বাধ্যতামূলক নয় আধার। লোকসভার শীতকালীন অধিবেশনে এ সংক্রান্ত আইন পাস করাতে চায় কেন্দ্র। আর আইন পরিবর্তন করতে যে সমস্ত পদক্ষেপ জরুরি সেগুলি সোমবার থেকে  শুরু  করল কেন্দ্রীয় ক্যাবিনেট।এর আগে আধার আইনের 57 নম্বর ধারা বাতিল করে সর্বোচ্চ আদালত।

ওই ধারায় বলা ছিল নাগরিকদের ব্যক্তিগত তথ্য কোনও বেসরকারি সংস্থা  জানতে পারবে। সেটাই খারিজ করে  সুপ্রিম  কোর্ট।

আর এই সমস্ত বদল হয়ে যাওয়ার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা  হোক বা নতুন  সিম কেনার সময় আধার  তথ্য দিতে  বাধ্য থাকবেন না কোনও নাগরিক।      

তৃণমূলের অবিচারের প্রতিশোধ নেব, দলীয় সভা থেকে ‘হুমকি' দিলেন দিলীপ ঘোষ

 আধার কার্ড  নিয়ে বেশ  কয়েকটি মামলা  হয়  সুপ্রিম কোর্টে।  দীর্ঘ দিন ধরে শুনানি চলার পর সুপ্রিম কোর্ট জানায় আধার বৈধ। কারণ তা সমাজের প্রান্তিক মানুষদের স্বার্থ রক্ষা করে। কিন্তু কোনও বেসরকারি সংস্থা  আধার তথ্য চাইতে পারে না।

একই সঙ্গে  আদালত জানায় প্যান কার্ডের সঙ্গে আধার নম্বর যুক্ত করারও কোনও প্রয়োজন নেই।

আধারের বৈধতা আছে রায় দিতে গিয়ে  তৎকালীন প্রধান বিচারপতি  দীপক মিশ্র  বলেন ৯৭ শতাংশ  মানুষ উপকৃত হচ্ছে তাই আধারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে না।                                   

.