This Article is From Dec 24, 2019

৬,০০০ কোটির অটল ভূজল যোজনায় সম্মতি কেন্দ্রের

এই প্রকল্পের আওতায় কর্নাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাত, রাজস্থান, হরিয়ানা ও উত্তরপ্রদেশের ৮,৩৫০টি গ্রাম রয়েছে।

৬,০০০ কোটির অটল ভূজল যোজনায় সম্মতি কেন্দ্রের

কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ (Union Cabinet) মঙ্গলবার ৬,০০০ কোটি টাকার অটল ভূজল যোজনায় সম্মতি দিল। (প্রতীকী)

নয়াদিল্লি:

কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ (Union Cabinet) মঙ্গলবার ৬,০০০ কোটি টাকার অটল ভূজল যোজনায় (Atal Bhujal Yojana) সম্মতি দিল। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, ভূগর্ভস্থ জলসম্পদের টেকসই ব্যবস্থাপনা করা হবে এই প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পের আওতায় কর্নাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাত, রাজস্থান, হরিয়ানা ও উত্তরপ্রদেশের ৮,৩৫০টি গ্রাম রয়েছে। এই প্রকল্পে নানা ধরনের সক্রিয়তার কথা বলা হয়েছে।

ভূগর্ভস্থ জল পর্যবেক্ষণ ও সেই সংক্রান্ত তথ্য জমা করা এই প্রকল্পের লক্ষ্য। পাশাপাশি গ্রাম পঞ্চায়েত পিছু জলের সরবরাহ, জলের সুরক্ষা পরিকল্পনা ও তথ্য-শিক্ষা-যোগাযোগ তথা আইইসি সংক্রান্ত ক্রিয়াকলাপ করা হবে এই প্রকল্পের কাজ।

.