This Article is From Nov 29, 2018

ওঁকে সরিয়ে দেওয়ার নির্দেশ ভিত্তিহীন, আদালতকে বললেন অলোক বর্মার উকিল

জোর করে তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে যে পিটিশন দাখিল করেছিলেন তিনি, আদালত আজ  সেই মামলাটি শুনবে।

অলক বর্মা তাঁর পদ ফায়ার পাবেন কিনা সেই নিয়েই সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টের

নিউ দিল্লি:

বহিষ্কৃত সিবিআই প্রধান অলোক বর্মা ফের তাঁর পদ ফিরে পাবেন কি না, তা নিয়ে আজ সিদ্ধান্ত নিতে পারে সুপ্রিম কোর্ট। জোর করে তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে যে পিটিশন দাখিল করেছিলেন তিনি, আদালত আজ  সেই মামলাটি শুনবে। তাঁর কৌঁসুলি ফলি নরিম্যান সুপ্রিম কোর্টের বিচারপতিদের সামনে বলেন, তাঁর মক্কেলকে সম্পূর্ণ 'অকারণে' পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, একমাত্র কমিটির অনুমোদন ব্যতীত আর কোনওভাবেই সিবিআই অধিকর্তাকে তাঁর পদ থেকে সরানো যায় না।

পড়ুন ব্লগঃ এক গাঙ্গেয় সন্ধ্যার বিষণ্ণ রূপকথা

তিনি আরও বলেন, "কমিটির অনুমতি ব্যতীত সরকারের নির্দেশও কার্যকর হতে পারে না এক্ষেত্রে'। বিচারপতি কেএম জোসেফ প্রশ্ন করেন, " সিবিআই অধিকর্তা যদি ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন, সেক্ষেত্রে কী নিয়ম মানা হবে"? উত্তরে ফলি নরিম্যান জানান, "সেক্ষেত্রে কেন্দ্রকে আদালতের দারস্থ হতে হবে অথবা কমিটির কাছে যেতে হবে"।

স্তন্যপান বিতর্কে শেষমেশ ক্ষমা চাইল সাউথ সিটি মল

এই মামলা নিয়ে এর আগের শুনানি ছিল ২০ নভেম্বর। কিন্তু ওই দিন মামলাটি শুনতে  অস্বীকার করে শীর্ষ আদালত। এই মামলাটির মূল ভিত্তি হল দুর্নীতি এবং দেশের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দুই শীর্ষকর্তার পদের অদলবদল। যাঁরা হলে যথাক্রমে অলোক বর্মা ও তাঁর ডেপুটি রাকেশ আস্থানা।

দেখুন ভিডিও:

.