This Article is From Jul 25, 2018

সিসিটিভি ফুটেজ ধরিয়ে দিল বেঙ্গালুরুর পাঁচ কলম্বিয়ান চোরকে

বেঙ্গালুরুর অভিজাত জয়নগর এলাকায় এক বিখ্যাত বস্ত্র ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির চেষ্টার সিসিটিভি ফুটেজ প্রকাশ করল পুলিশ। ওই তিনজন চোরই কলম্বিয়ান। তাদের মধ্যে একজন মহিলা।

সিসিটিভি ফুটেজ ধরিয়ে দিল বেঙ্গালুরুর পাঁচ কলম্বিয়ান চোরকে

সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ঠিক কীভাবে দরজা ভাঙার চেষ্টা করছিল তারা

বেঙ্গালুরু:

বেঙ্গালুরুর অভিজাত জয়নগর এলাকায় এক বিখ্যাত বস্ত্র ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির চেষ্টার সিসিটিভি ফুটেজ প্রকাশ করল পুলিশ। ওই তিনজন চোরই কলম্বিয়ান। তাদের মধ্যে একজন মহিলা।

22 জুনের ওই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, টি বেলিয়া নামের ওই মহিলা, স্কার্ফে ঢাকা তার মাথা, বাড়ির ডোরবেল বাজাচ্ছেন। তাতে কেউ দরজা না খুললে, সে কড়া নাড়তে আরম্ভ করছে। জানলা এবং দরজার কি-হোল দিয়ে ভালো করে দেখছে ঘরের ভিতরে কেউ আছে কি না। ঘরের ভিতরে কেউ নেই, এই ব্যাপারে নিশ্চিত হয়েই সে ফোন করে তার সাঙ্গোপাঙ্গদের। টুপি মাথায় দেওয়া দুজন লোককে তারপর ওই বাড়ির সামনে দেখা যায়। তারা প্রত্যেকেই গ্লাভস পরেও ছিল। এর থেকেই বোঝা যায়, তারা পেশাদার চোর। সিসিটিভি ক্যামেরায় ওই তিনজনের মধ্যে একজনকে চিহ্নিত করে ফেলার পরই চুরির চেষ্টা না করে চম্পট দেয় তারা।

এই সিটিভি ফুটেজ দেখেই পুলিশ গত সপ্তাহে পাঁচজনের ওই দলটিকে পাকড়াও করে। প্রত্যেকেই কলম্বিয়ান। পুলিশ জানিয়েছে, বেঙ্গালুরুতে বেশ কয়েকটা চুরির অভিযোগ আছে ওই দলটির বিরুদ্ধে। কর্ণাটকের প্রাক্তন মুখ্যসচিব কৌশিক মুখোপাধ্যায়ের জয়নগরের বাড়িতেও চুরি করেছিল তারা।

ওই চোরদের নাম- এডওয়ার্ড অ্যালেজান্দ্রো, টি বেলিয়া, জে গ্লোরিয়া, জোস এডওয়ার্ড এবং রজার স্মিথ। তারা প্রত্যেকেই স্পেনিয় ভাষায় কথা বলে।

.