This Article is From Feb 04, 2019

ফের “ধরনা”দিদি হয়ে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআইয়ের হানার প্রতিবাদে গতকাল রাতে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধরনায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ফের “ধরনা”দিদি হয়ে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়

প্রতিবাদ বিক্ষোভের রাজনীতিতে তিনি দীর্ঘদিনের অভিজ্ঞ বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থকরা

কলকাতা:

আবারও মেট্রো চ্যানেলে ধরনা, মঞ্চে রাখা চেয়ার বসে বিশ্রাম, সেখানেই জরুরি আলোচনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাকই আবারও পুরানো বিরোধী নেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া দেখতে পাচ্ছেন অনেকে।এই মেট্রো চ্যানেলে একসময়ে বাম সরকারের বিরুদ্ধে লাগাতার ধরনা, বিক্ষোভ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মেট্রো চ্যানেলের মঞ্চ, সেখানেই পতাকার রং –এ তৈরি হওয়া অস্থায়ী মঞ্চ, সেখানেই সাদা শাড়ি ও ছোটো শাল গায়ে দিয়ে শীতের রাতে ধরনায় মমতা বন্দ্যোপাধ্যায়, উপস্থিত সাংবাদিকরা তাঁর মধ্যে আবারও সেই আগের মমতা বন্দ্যোপাধ্যায়কে খুঁজে পেয়েছেন, যা তাঁকে বাংলার মুখ্যমন্ত্রীর কূর্সি পর্যন্ত পৌঁছে দিয়েছিল।

কেন্দ্রের সঙ্গে সংঘাত চরমে, দ্বিতীয় দিনে পড়ল মমতার 'সত্যাগ্রহ'

দিনের পর দিন সময় ধরে এটা তৈরি হয়েছে। শিয়রে লোকসভা নির্বাচন, তার আগে বিজেপির সঙ্গে রাজ্যের শাসকদলের সংঘাত তুঙ্গে। চিটফান্ড কেলেঙ্কারির তদন্তে রবিবার সন্ধ্যায় কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে হানা দেয় সিবিআই, রাজীব কুমারকে বিশ্বের শ্রেষ্ঠ আধিকারিক বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী।ফলে তাঁর বাড়িতে সিবিআই হানার খবরেই পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। রাত সাড়ে ৮ টা নাগাদ মেট্রো চ্যানেলে অস্থায়ী তাঁবু তৈরি করা হয়। সেখানেই “অনির্দিষ্টকালের জন্য সত্যাগ্রহে” বসে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়।

সুপ্রিম-শুনানিতে সারদাকাণ্ডে কলকাতার পুলিশ কমিশনারকে অন্যতম অভিযুক্ত বলল সিবিআই

তাঁকে সমর্থন জানিয়েছেন বহু বিরোধী নেতাই। আর এতেই প্রধানমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা আরও বাড়ছে।

 

 

n7lgdc3g

 

বঙ্গে পদ্ম ফোটাতে প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে বিজেপি, তার মোকাবিলায় এই সত্যাগ্রহকেই হাতিয়ার করেছেে তৃণমূল কংগ্রেস।

রাতভর দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করতে দেখা গিয়েছে তাঁকে, তারমধ্যেই উপস্থিত জনতার উদ্দ্যেশ্যে বক্তব্যও রেখেছেন। রাতে কোনও খাবার মুখে তোলেন নি মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার সকালে কিছুক্ষণের জন্য বিরতি নেন তিনি। তার কিছুক্ষণ পরেই ক্লান্তি কাটিয়ে ফিরে আসেন মঞ্চে।

 

.