গত বছর জুন মাসে এই চিটফান্ড গোষ্ঠীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের হয়।
কলকাতা: চিটফান্ড কাণ্ডের তদন্তে ফের তল্লাশি চলল রাজ্য জুড়ে। সূত্রের খবর, শুক্রবার এটিএম গোষ্ঠীর অফিস ও মালিকের বাড়ি মিলিয়ে মোট নটি জায়গায় হানা দেয় সিবিআই। তল্লাশিতে বেশ কিছু নথিপত্র সিবিআইয়ের হাতে এসেছে।
গত বছর জুন মাসে এই চিটফান্ড গোষ্ঠীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের হয়। সুপ্রিম কোর্টের নির্দেশে শুরু হয় সিবিআই তদন্ত। তদন্ত শুরু করে গোয়েন্দারা জানতে পারেন বাজার থেকে বেশ কয়েক কোটি টাকা তুলেছে এটিএম। সেই টাকা উদ্ধার করে অপরাধীদের গ্রেফতারের কাজ শুরু করেছে সিবিআই। জানা গিয়েছে, আগামী দিনে আরও কয়েক জায়গায় হানা দেবেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)