This Article is From Jan 23, 2019

৬২ লাখ টাকা বোনাস দিচ্ছে কোম্পানি! ‘টাকার পাহাড়’ গড়ে চলছে কর্মীদের বোনাস বণ্টন

প্রতিটি ভাগ্যবান কর্মচারী গড়ে বছরের শেষ বোনাস হিসেবে পেয়েছেন ৬০,০০০ ইউয়ান। ভারতীয় মুদ্রায় হিসেব করলে তা দাঁড়ায় ৬২ লক্ষ টাকা!

৬২ লাখ টাকা বোনাস দিচ্ছে কোম্পানি! ‘টাকার পাহাড়’ গড়ে চলছে কর্মীদের বোনাস বণ্টন

চিনা স্টিল প্ল্যান্টটি বছরের শেষে বোনাসের পরিমাণ দেখাতে ৩০০ মিলিয়ন ইউয়ান (44 মিলিয়ন ডলার) মূল্যের নোট দিয়ে একটি ‘টাকার পাহাড়’ গড়ে ফেলে

চিনে নববর্ষ আসছে। এখানে এই উৎসবের ডাকনাম স্প্রিং ফেস্টিভাল। যেমন আমাদের দুর্গাপুজোয় বোনাস মেলে কর্মীদের, চিনেও ছর শেষের এই উৎসবে এমনই রীতি রয়েছে। বেশিরভাগ চিনা সংস্থাগুলিই তাদের কর্মীদের বর্ষশেষের বোনাস হস্তান্তর করতে প্রস্তুত। তবে বোনাস আপনি কতই বা পান? যদি শোনেন ৬২ লক্ষ টাকা বোনাস দিচ্ছে একটি কোম্পানি তবে? অবাক হলেও সত্যি চিনের জিয়াংসি প্রদেশের নাংচাং শহরে একটি ইস্পাত সংস্থা তাঁদের কর্মীদের এই পরিমাণেই বোনাস দিতে চলেছে।

হুবহু সলমন খান, করাচিতে পার্ক করছেন বাইক

সাংহাইস্টের মতে, এই চিনা স্টিল প্ল্যান্টটি বছরের শেষে বোনাস হিসাবে তাঁদের কর্মচারীদের কত টাকা দিচ্ছে তা দেখাতে ৩০০ মিলিয়ন ইউয়ান (44 মিলিয়ন ডলার) মূল্যের নোট দিয়ে একটি ‘টাকার পাহাড়' গড়ে ফেলে। ভারতীয় মুদ্রায় মোট এই টাকার মূল্য হল ৩৪ কোটি টাকা, যা ওই কোম্পানির ৫০০০ কর্মীকে বোনাস হিসেবে দেওয়া হচ্ছে।

প্রতিটি ভাগ্যবান কর্মচারী গড়ে বছরের শেষ বোনাস হিসেবে পেয়েছেন ৬০,০০০ ইউয়ান। ভারতীয় মুদ্রায় হিসেব করলে তা দাঁড়ায় ৬২ লক্ষ টাকা!

কমোডে বসে ত্যাগসুখের আগেই দেখলেন বেরিয়ে আসছে অজগর....তারপর!

mmivaj6s

"এত বড় বোনাস! আমি জানিইনা পুরোটা খরচা করব কীভাবে?" বলছেন একজন কর্মচারী।

চিনা কোম্পানিগুলি বছরের শেষ বোনাস বিতরণের জন্য এমন চমকপ্রদ উপায় যে এই প্রথমবার ব্যবহার করছে তা নয় মোটেও। গত বছরও, একটি কোম্পানি তার কর্মীদের একটি গেম শোতে অংশ নিতে বলে। একটা নির্দিষ্ট সময় বলে দিয়ে তাঁদের যত খুশি টাকা তুলে নিতে বলা হয়।

317i2kr8

কতই বা বোনাস পেয়েছেন আজ অব্দি? সব মিলেও কি টাকার পাহাড় গড়া সম্ভব? আমাদের জানান নীচের মন্তব্য বিভাগে।

Click for more trending news


.