This Article is From Dec 26, 2018

লোকসভা নির্বাচনের পর কে প্রধানমন্ত্রী হবেন তা এখনই বলা সম্ভব নয়ঃ রামদেব

লোকসভা  নির্বাচনে কোন দল জিতবে তা বোঝা  যাচ্ছে না। দেশের অবস্থা এমনই যে কে জিতবে সেটা এখন  বলা কঠিন হয়ে যাচ্ছে। এমনই মনে  করেন যোগ শিক্ষক  রামদেব।

 ২০১৪ সালের লোকসভা নির্বাচনে রামদেব প্রকাশ্যেই বিজেপিকে সমর্থন করেছিলেন।

হাইলাইটস

  • রামদেব স্পষ্টট বলেছেন, ' রাজনীতির প্রতি আমার আগ্রহ নেই'
  • ২০১৪ সালের লোকসভা নির্বাচনে রামদেব প্রকাশ্যেই বিজেপিকে সমর্থন করেছিলেন
  • । পরের বছর হরিয়ানার ‘মুখ’ হন তিনি, পান ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা

লোকসভা  নির্বাচনে কোন দল জিতবে তা বোঝা  যাচ্ছে না। দেশের অবস্থা এমনই যে কে জিতবে সেটা এখন  বলা কঠিন হয়ে যাচ্ছে। আর তাই  লোকসভা নির্বাচনের পর কে প্রধানমন্ত্রী হবেন তা এখনই  বলা সম্ভব নয় এমনই মনে  করেন যোগ শিক্ষক  রামদেব। মাদুরাইতে একটি  অনুষ্ঠানে যোগ দিয়ে সংবাদ সংস্থা এএনআইএইকে এই যোগ গুরু বলেন, ‘এখন রাজনৈতিক পরিস্থিতি এমনই  যে কে জিতবে তা  বলা শক্ত। তবে এইটুকু বলা যায় হাড্ডাহাড্ডি লড়াই হবে।' দু'সপ্তাহ আগে পাঁচ রাজ্যের বিধানসভা  নির্বাচনের ফল প্রকাশিত  হয়েছে। ছত্তিশগড়  মধ্যপ্রদেশ দেবং রাজস্থানে জিতেছ কংগ্রেস। তিন রাজ্যই বিজেপির হাত ছাড়া  হয়েছে। অন্যদিকে তেলেঙ্গানায় জিতেছে  টিআরএস আর মিজোরামে সরকার গড়েছে মিজো ন্যাশনাল ফ্রন্ট।                              

 অন্যদিকে রামদেব স্পষ্টট বলেছেন আগামী লোকসভা  নির্বাচনে কোনও দল বা কোনও বিশেষ ব্যক্তিকে তিনি সমর্থন করবেন না। তাঁর কথায় ‘ রাজনীতির প্রতি আমার আগ্রহ নেই। আমাদের কোনও রাজনৈতিক বা ধর্মীয় উদ্দেশও নেই। কিন্তু আমরা একটি আধ্যাত্মিক দেশ চাই। যোগ এবং বেদের সাহায্যে আধ্যাত্মিক দেশ গড়ার কাজ করছি আমরা।

 ২০১৪ সালের লোকসভা নির্বাচনে রামদেব প্রকাশ্যেই বিজেপিকে সমর্থন করেছিলেন। পরের বছর হরিয়ানার ‘মুখ' হন তিনি। পদটি ক্যানিনেট মন্ত্রীর সমতুল। গাড়ি থেকে শুরু করে  নিরাপত্তারক্ষীও পান যোগগুরু।

সে যাই হোক এর আগেও রাজনীতি থেকে  দূরত্ব বজায় রাখার কথা  বলতে  শোনা গিয়েছে তাঁকে। এনডিটিভি-র ‘যুবা'-র অনুষ্ঠানে তাঁর থেকে  জানতে চাওয়া হয় তিনি আগামী নির্বাচনে প্রচার করবেন কিনা? উত্তরে রামদেব বলেছিলেন, আমি প্রচার করতে যাব কেন! আমি নিজেকে রাজনীতি থেকে  দূরে সরিয়ে এনেছি। আমি কোনও রাজনৈতিক দলের সঙ্গে নেই আবার সবার সঙ্গেই আছি।             
 

 

.