This Article is From Sep 25, 2018

বিজেপির ডাকা বাংলা বনধের বিরুদ্ধে মামলা, শুনবে কলকাতা হাইকোর্ট

আগামীকাল বিজেপির ডাকা বারো ঘন্টার বাংলা বনধের বিরুদ্ধে একটি পিআইএল (পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন) ফাইল করল রাজ্যের সংখ্যালঘু ফোরাম।

বিজেপির ডাকা বাংলা বনধের বিরুদ্ধে মামলা, শুনবে কলকাতা হাইকোর্ট

মামলাটি শুনবেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত এবং মাননীয়া শম্পা সরকার।

কলকাতা:

আগামীকাল বিজেপির ডাকা বারো ঘন্টার বাংলা বনধের বিরুদ্ধে একটি পিআইএল (পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন) ফাইল করল রাজ্যের সংখ্যালঘু ফোরাম। ইসলামপুরের দাড়িভিট হাইস্কুলে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে ছাত্র-পুলিশ তুমুল সংঘর্ষের পর এই নিয়ে পর পর দুটি বনধ ডাকল বিজেপি।

প্রথমটি ডেকেছিল ইসলামপুরে। দ্বিতীয়টি গোটা রাজ্য জুড়ে। হাইকোর্টে বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চের কাছে বিজেপি যাতে বনধ প্রত্যাহার করে নেয় তার দাবিতে পিআইএল জমা দিলেন তৃণমূল সাংসদ তথা ফোরামের সদস্য ইদ্রিশ আলি।

এই মামলাটি শুনে রায় দেবেন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত এবং মাননীয়া শম্পা সরকার। কেরালা হাইকোর্ট বনধকে ‘বেআইনি’ বলে ঘোষণা করেছিল। হাইকোর্টের ওই রায় বহাল রেখেছিল সুপ্রিম কোর্টও। মনে করিয়ে দেন ইদ্রিশ আলি।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে বিজ্ঞান এবং ইংরেজির শিক্ষক চাওয়ার পর উর্দু শিক্ষক আসায় অশান্তি শুরু হয় দাড়িভিট হাইস্কুলে।

স্থানীয় মানুষের অভিযোগ, ওই ঘটনায় রাজেশ সরকার ও তাপস বর্মণ নামে যে দুজনের মৃত্যু হয়েছে, তাঁরা দুজনেই মারা গিয়েছেন পুলিশের গুলিতে।

পুলিশ যদিও এই অভিযোগকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছে।  



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.