This Article is From Sep 01, 2018

রাস্তা চওড়া করতে 356 টি গাছ কাটার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

রাস্তা চওড়া করতে 356 টি গাছ কাটার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

রাস্তা চওড়া করতে 356 টি গাছ কাটার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

কলকাতা থেকে পেট্রাপোল সীমান্তে যাওয়ার রাস্তা  এটাই

কলকাতা:

রাস্তা চওড়া করতে 356 টি গাছ কাটার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। যশোর রোডের উপর থাকা এই সমস্ত গাছ যাতে না কাটা হয় তার জন্য হাইকোর্টে  জনস্বার্থ মামলা দায়ের  হয়েছিল। কিন্তু  হাইকোর্টের প্রধান বিচারপতি জ্যোর্তিময় ভট্টাচার্য এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে রাস্তা চওড়া করতে গাছ কাটা যাবে।

কিন্তু এক আবেদনকারীর আইনজীবী জানান এইন রায়ের বিরুদ্ধে তাঁরা সুপ্রিম কোর্টে মামলা করবেন। একথা শুনে ডিভিশন বেঞ্চ বলে আগামী তিন সপ্তাহের মধ্যে কোনও গাছই কাটা যাবে না।

কলকাতা থেকে পেট্রাপোল সীমান্তে যাওয়ার রাস্তা এটাই। তাই এটিকে চওড়া করার কাজ শুরু করে  সরকার । কিন্তু গাছ না কাটলে রাস্তা চওড়া করা যাচ্ছিল না বলে সেগুলি কাটার প্রক্রিয়া শুরু হয়। বাধা দেন স্থানীয়রা। প্রতিবাদে সামিল হন কলকাতার কিছু মানুষও।  তবে নিজেদের অবস্থান থেকে সরে আসেনি প্রশাসন। আর তাই দায়ের হয় মামলা।          



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)

.