This Article is From Jan 28, 2020

''একদলীয় শাসনের রাজ্যগুলিই CAA-বিরোধী প্রস্তাব পাস করেছে": অজিত পাওয়ার

Citizenship Amendment Act: কেরল, পঞ্জাব, রাজস্থানের পর দেশের চতুর্থ রাজ্য হিসাবে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রস্তাব পাস করেছে পশ্চিমবঙ্গ

''একদলীয় শাসনের রাজ্যগুলিই CAA-বিরোধী প্রস্তাব পাস করেছে

যে রাজ্যগুলিতে সিএএ-বিরোধী প্রস্তাব পাস হয়েছে, সেখানে একটি দলই শাসন করে, বললেন Ajit Pawar

হাইলাইটস

  • সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে মহারাষ্ট্রে প্রস্তাব পাস করানো হবে না
  • সাফ জানিয়ে দিলেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার
  • একদলীয় শাসনক্ষমতার রাজ্যগুলিই সিএএ-বিরোধী প্রস্তাব পাস করেছে, বলেন তিনি
মুম্বই:

কেরল, পঞ্জাব, রাজস্থান এবং পশ্চিমবঙ্গ (West Bengal) সংশোধিত নাগরিকত্ব আইনের (Citizenship Amendment Act) বিরুদ্ধে প্রস্তাব পাস করতে পেরেছে কেননা ওই রাজ্যগুলিতে একটি দলই শাসন করে, মহারাষ্ট্রের মতো সেগুলিতে কোনও জোট সরকার নেই, বললেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার (Ajit Pawar)। "কেরল, পঞ্জাব, রাজস্থান এবং পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলি সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রস্তাব পাস করেছে, কেননা তারা মহারাষ্ট্রের মতো জোট সরকার দ্বারা পরিচালিত হয় না, সেখানে একটি দলই শাসন ক্ষমতায় রয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী (উদ্ধব ঠাকরে) আগেই বলে দিয়েছেন যে রাজ্যে (মহারাষ্ট্র) সিএএ (CAA) এবং এনআরসি নিয়ে কারও কোনও আপত্তি থাকার কথা নয়, সুতরাং আমরা তাঁর মতামত অনুসরণ করেই চলেছি", বলেন পাওয়ার।

পশ্চিমবঙ্গ বিধানসভায় পাস Anti-CAA প্রস্তাব, দেশের মধ্যে চতুর্থ রাজ্য বাংলা

সোমবারই সিএএ-বিরোধী প্রস্তাব পাস হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভায়। কেরল, পঞ্জাব, রাজস্থানের পর দেশের চতুর্থ রাজ্য হিসাবে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ওই প্রস্তাব পাস করেছে ক্ষমতাসীন তৃণমূল সরকার। এর আগে রাজ্য বিধানসভায় জাতীয় নাগরিকপঞ্জিকরণ বা এনআরসির বিরুদ্ধেও ৬ সেপ্টেম্বর একটি প্রস্তাব পাস করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

রাজ্য বিধানসভায় সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ-বিরোধী প্রস্তাব পাস করানোর পর বলেন, আমাদের রাজ্যে সিএএ, এনআরসি আর এনপিআর করার অনুমতি দেবো না। মানুষ আতঙ্কে রয়েছেন। সব ধরণের নথির জন্য লাইনে দাঁড়িয়ে হয়রান হচ্ছেন তাঁরা। তিনি বলেন, "এই লড়াই শুধু সংখ্যালঘুদের নয়। আমার হিন্দু ভাই-বোনেদের কাছে আমি কৃতজ্ঞ, ওঁরা সামনে থেকে এই লড়াইটা লড়ছেন।" পশ্চিমবঙ্গে সিএএ, এনআরসি আর এনপিআর হবে না এমন ঘোষণা করে সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, "আমরা শান্তিপূর্ণ আন্দোলন করবো।" 

CAA-বিরোধী প্রস্তাবকে "অনুপযুক্ত" বলে ইউরোপীয় ইউনিয়নকে লিখলেন লোকসভার স্পিকার

সংশোধিত নাগরিকত্ব আইনে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে ২০১৫ সালের আগে এ দেশে আশ্রয় নেওয়া শুধুমাত্র অ-মুসলিম শরণার্থীদেরই নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। যদিও এই আইনটি পাস হওয়ার পর এর বিরুদ্ধে (Anti-CAA Protest) সোচ্চার হয়েছেন অনেকেই। বিরোধীদের মতে, এই আইন বৈষম্যমূলক এবং সংবিধানে বর্ণিত দেশের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তির পরিপন্থী। দেশের বিরোধী দলগুলি কেন্দ্রকে এই আইন প্রত্যাহার করার কথাও বলেছে।

.