This Article is From Jul 23, 2019

'দুর্গা পূজা কমিটি' গুলিকে আয়কর বিভাগের নোটিস, কেন্দ্রের ওপর ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা

তিনি জানিয়েছেন, দুর্গাপূজা বাংলার এক বৃহত্তর সামাজিক উৎসব। এটা কোনো ব্যবসা নয়

'দুর্গা পূজা কমিটি' গুলিকে আয়কর বিভাগের নোটিস, কেন্দ্রের ওপর ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা

''পূজা কমিটি গুলি কখনই আয়করের আওতায় পড়তে পারে না'':মমতা

কলকাতা:

পুনরায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও কেন্দ্র সরকারের (BJP) মধ্যে বিবাদের ছায়া ঘনীভূত। আয়কর দপ্তরের পক্ষ থেকে দুর্গাপূজা (Durga puja) কমিটি গুলিকে নোটিস (Tax Notice) পাঠানো নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) । কারণ তিনি অতীতেই কমিটি গুলিকে আয়কর জমা দেওয়ার বিষয়টি অগ্রাহ্য করতে বলেছিলেন। 'দুর্গা পূজা কমিটি' (Durga Puja Organisers) গুলিকে 'কর জমা করার নোটিস (Tax Notice) দেওয়ায় কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা (Mamata Banerjee)।

তিনি জানিয়েছেন, ''পূজা কমিটি গুলিকে আয়করের আওতায় আনা উচিত না। যারা লোকসভা নির্বাচনের সময় ধর্ম নিয়ে রাজনীতি করল, এখন তারাই দুর্গা পূজা কমিটি গুলির কাছ থেকে কোন মুখে  আয়কর চাইছে? '' তিনি আরও বলেন, ''নির্বাচনের সময় বিজেপি হিন্দু ধর্ম নিয়ে মাতামাতি করে আর নির্বাচন শেষ হয়ে গেলেই দুর্গা পূজা কমিটি গুলির কাছ থেকে আয়কর একত্রিত করার চেষ্টা করেছে।''

তিনি জানিয়েছেন, দুর্গাপূজা বাংলার এক বৃহত্তর সামাজিক উৎসব। এটা কোনো ব্যবসা নয়। সরকারের সামাজিক দায়িত্ব নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, ''সাধারণ মানুষ পুজোর জন্য যে দান করে, সেই টাকাতেই দুর্গা পুজোর আয়োজন করা হয়। কেউ নিজের পকেটের টাকা খরচ করে পূজা করে না, তাহলে আয়কর জমা করার প্রশ্ন আসছে কোথা থেকে?'' কেন্দ্রের এমন পরিকল্পনার জন্য তার তীব্র সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী।  

তিনি বলেছেন, এই সিদ্ধান্ত দুর্গাপূজার অপমান। ''এটা কোনো ব্যবসা নয়, একটি সামাজিক অনুষ্ঠান , আর সরকারেরও কিছু সামাজিক দায়িত্ব থাকে।  সমাজের প্রতি আমাদের সামাজিক দায়িত্ব আছে।'' প্রসঙ্গটি আপনারা জেনে রাখুন, আয়কর বিভাগ পূজা কমিটি গুলি থেকে আয়কর চেয়েছে।  

.