This Article is From Jul 01, 2018

উত্তরাখণ্ডের পৌরি গাড়োয়াল জেলায় বাস দুর্ঘটনায় 47 জন মৃত

ভয়ান থেকে রামনগর যাওয়ার উদ্দেশে সেই মিনি বাসে মোট 50 জন যাত্রী সফর করছিলেন বলে জানা যাচ্ছে।

উত্তরাখণ্ডের পৌরি গাড়োয়াল জেলায় বাস দুর্ঘটনায় 47 জন মৃত

গাড়োয়ালের কমিশনার দিলীপ জাওয়ালকার জানিয়েছেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে

উত্তরাখণ্ড:

আজ সকালে উত্তরাখণ্ডের একটি ঘাটে বাস পড়ে গিয়ে কমপক্ষে 47 জনের মৃত্যু হয়েছে। পৌরি গাড়োয়াল জেলার নৈনিদানদা ব্লকের পিপালি ভয়ান মোটরওয়েতে এই দুর্ঘটনায় আরো 3জন গুরুতরভাবে জখম হয়েছে। জাতীয় বিপর্যয় দল NDRF এবং পুলিশ যৌথভাবে এখন সেখানে অপারেশনে নেমেছে। ভয়ান থেকে রামনগর যাওয়ার উদ্দেশে সেই মিনি বাসে মোট 45 জন যাত্রী সফর করছিলেন বলে জানা যাচ্ছে।

 

যদিও এখনো অবধি দুর্ঘটনার কারণ এবং ঠিক কতজন মানুষ প্রাণ হারিয়েছেন সেই হিসেব প্রকাশ হয় নি। প্রায় 50 জন সেই বাসে সফর করছিলেন যেখানে সেই বাসে সিটের সংখ্যা ছিল 28।  আর সেটা একটা 200 মিটার গভীর ঘাটে পড়ে যায়।  

মুখ্যমন্ত্রী ত্রিভেন্দ্র সিং ইতিমধ্যে ঘোষণা করেছেন, মৃতের পরিবারকে  2 লক্ষ টাকা এবং আহতদের 35 হাজার টাকা ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার

আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গাড়োয়ালের কমিশনার দিলীপ জাওয়ালকার জানিয়েছেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

.