This Article is From Jul 05, 2019

Budget 2019 Live Updates: ২০২২ সালের মধ্যে সমস্ত গ্রাম্য বাড়িতে বিদ্যুৎ এবং ২০২৪ সালের মধ্যে জল পৌঁছে যাবে

Union Budget 2019 Updates: ৫ জুলাই দ্বিতীয় পর্যায়ের মোদি সরকারের (Modi Government) প্রথম কেন্দ্রীয় বাজেট (Budget 2019) পেশ করবেন ভারতের প্রথম পূর্ণ সময়ের মহিলা অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)

Budget 2019 Live Updates: ২০২২ সালের মধ্যে সমস্ত গ্রাম্য বাড়িতে বিদ্যুৎ এবং ২০২৪ সালের মধ্যে জল পৌঁছে যাবে

Budget 2019 India: বিশেষজ্ঞরা আশা করছেন, মোদির প্রত্যাবর্তনের পরে প্রথম বাজেটে আয়কর কাঠামোয় সেভাবে কোনও পরিবর্তন হবে না।

বাজেট পেশ শুরু করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বেলা এগারোটায় অধিবেশন শুরু হয়। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বললেন, ''আমরা নতুন ভারতের জন্য বলটা গড়িয়ে দিলাম। এই বছর ভারতের অর্থনীতি ৩ ট্রিলিয়ন হল। এটা এখন বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি। পাঁচ বছর আগে ছিল এগারো ন‌ম্বরে। শক্তি সমতা ক্রয়ে আমরা এরই মধ্যে তিন নম্বরে। ''

তিনি আরও বলেন, ‘‘১ ট্রিলিয়ন অর্থনীতির দেশ হয়ে উঠতে ৫৫ বছর লেগেছিল ভারতের। সমস্ত আশা ও আকাঙ্ক্ষাকে মাথায় রেখে আমরা মাত্র পাঁচ বছরে ১ ট্রিলিয়ন যোগ করেছি। রূপান্তরমূলক সংস্কার বিন্যস্ত করেও সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া গিয়েছে। আমাদের পরিকাঠামোয় ব্যাপক বিনিয়োগ করতে হবে। নাগরিকরা সবদিকে পরিবর্তন টের পাবেন। আমাদের ফোকাস রয়েছে 'মজবত দেশকে লিয়ে মজবুত নাগরিক' (শক্তিশালী দেশের জন্য শক্তিশালী নাগরিক)।'' 

অর্থমন্ত্রী বলেন, ‘‘নির্মলা সীতারামন বলেন, ''পাঁচ বছর আগে বিশ্বের প্রথম ২০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটিও ভারতীয় বিশ্ববিদ্যালয় ছিল না। এখন, মজবুত পরিকল্পনা কাজে লাগানোর ফলে সেরা ২০০-তে আমাদের তিনটি রয়েছে। উচ্চশিক্ষার 'হাব' হয়ে ওঠার ক্ষমতা আছে ভারতের। আমরা প্রস্তাব করছি 'স্টাডি ইন ইন্ডিয়া' নামের একটি প্রকল্পের যার সাহায্যে বিদেশি ছাত্রদের এখানে আনা সম্ভব হবে।''

নির্মলা সীতারামন বলেন, ''ভারতের মানুষ দেশের ভবিষ্যতের জন্য দু'টি বিষয়ে ওয়াকিবহাল: জাতীয় সুরক্ষা ও অর্থনৈতিক বৃদ্ধি। ২০১৯-এর মার্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লঞ্চ করেছেন ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড। এর ফলে মানুষ নানা ধরনের পরিবহন খরচ দিতে পারবেন। ৬৫৭ কিমি মেট্রো নেটওয়ার্ক দেশে কর্মক্ষম হয়ে গিয়েছে।''

৫ জুলাই দ্বিতীয় পর্যায়ের মোদি সরকারের (Modi Government) প্রথম কেন্দ্রীয় বাজেট (Budget 2019) পেশ করলেন ভারতের প্রথম পূর্ণ সময়ের মহিলা অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) । বিশেষজ্ঞরা আশা ছিল, মোদির প্রত্যাবর্তনের পরে প্রথম বাজেটে আয়কর কাঠামোয় সেভাবে কোনও পরিবর্তন হবে না। যেহেতু অন্তর্বর্তী বাজেটেই এই নিয়ে ঘোষণা করা হয়েছিল। FICCI জানিয়েছিল, নতুন সরকারের উচিত কর্পোরেট ও ব্যক্তিগত কর কমানো ও রপ্তানি-নির্ভর কারিগরি সংস্থাগুলিকে করে ছাড় দেওয়া। শুক্রবার বাজেট (Budget 2019) পেশের আগের দিন অর্থনৈতিক সমীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ১৯৯৯ সাল থেকে কেন্দ্রীয় বাজেট অধিবেশন শুরু হয় সকাল ১১টা থেকে। তার আগে ফেব্রুয়ারির শেষ কাজের দিনে বিকেল ৫টায় পেশ করা হত কেন্দ্রীয় বাজেট। ২০১৬ পর্যন্ত কেন্দ্রীয় বাজেটের (Budget 2019) ক'দিন আগে রেল বাজেট পেশ করা হত। কিন্তু ২০১৬ সালের সেপ্টেম্বরে তৎকালীন কেন্দ্রীয় সরকার রেল বাজেট ও কেন্দ্রীয় বাজেট (Budget 2019) আলাদা করে পেশ করার ৯২ বছরের নিয়ম বদলে দেয়। সাধারণ বাজেটের সঙ্গেই পেশ করা হয় রেল বাজেটও।

অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের হাতে চিরাচরিত সেই ব্রিফকেস দেখা যায়নি, যা বাজেটের আগে অর্থমন্ত্রীর হাতে বরাবর দেখা গিয়েছে। সেই চেনা ছবি ভেঙে বেরিয়ে এসে নির্মলার হাতে উঠে এসেছে লাল কাপড়ের ফোল্ডারের দিকে। যা সুতো দিয়া বাঁধা এবং যার উপরে অশোক স্তম্ভের ছাপ। আধিকারিকরা একে হিন্দিতে ‘বহি খাতা' বলছেন। সংবাদ সংস্থা এএনআইকে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কে সুব্রমানিয়ান জানিয়েছেন, ‘‘এটা ভারতীয় ঐতিহ্য। পশ্চিমি চিন্তার দাসত্ব থেকে আমাদের মুক্তির ইঙ্গিতবাহী এটি। এটা বাজেট নয়, ‘বহি খাতা'।''

‘বাজেট' কথাটি এসেছে ফরাসি ‘বোগেট' শব্দ থেকে যার অর্থ চামড়ার ব্যাগ। কিন্তু এবার আর ব্যাগ নয়, লাল ফোল্ডার হাতে দেখা গিয়েছে অর্থমন্ত্রী। নিজের প্রথম বাজেটে এতদিনের চেনা ছবি বদলে দিলেন ‌নির্মলা।

বাজেট পেশ করতে এসে অর্থমন্ত্রী বলেন, ‘‘পুঁজি বাজারকে মানুষের কাছে নিয়ে আসার সময় হয়েছে। আমরা প্রস্তাব দিচ্ছি একটি ইলেকট্রনিক ফান্ড সংগ্রহের প্ল্যাটফর্ম তৈরির প্রাথমিক পদক্ষেপের। যার মাধ্যমে স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান ও  সামাজিক উদ্যোগের তালিকা করা সম্ভব হবে। এর ফলে সামাজিক উদ্যোগগুলি কল্যাণমূলক কাজ করতে পারবে পুঁজির সাহায্যে।''

Jul 05, 2019 15:58 (IST)

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, শুক্রবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা কেন্দ্রীয় বাজেট ২০১৯ ''অন্যতম আশা'' এবং ''এই বাজেট একবিংশ শতাব্দীতে ভারতের উন্নয়নেকে চাঙ্গা করবে।'' তিনি আরও বলেন, ''এই বাজেট দেশকে সমৃদ্ধিশালী এবং দেশের মানুষকে ক্ষমতাপ্রদান করবে। এটা গরিবকে শক্তি দেবে এবং তরুণদের জন্য আরও ভাল আগামীকাল দেবে।'' লোকসভায় বাজেট পেশের পরে একথা জানান প্রধানমন্ত্রী। আগামী পাঁচ বছরে দেশের অর্থনীতিকে ৫ ট্রিলিয়ন ডলারের ক্ষমতায় পৌঁছে দেওয়ার প্রধানমন্ত্রীর লক্ষ্যপূরণের প্রথম ধাপ হিসেবে দেখা হচ্ছে মোদি ২.০ সরকারের প্রথম বাজেটকে।
Jul 05, 2019 15:21 (IST)

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, ''১২০ কোটিরও বেশি ভারতীয়র আধার রয়েছে। তাই করদাতাদের সুবিধার জন্য আমি প্রস্তাব করছি প্যান ও আধারকে পরস্পরের সমতুল্য করা হোক এবং প্যান কার্ড যাঁর নেই তাঁদের অনুমতি দেওয়া হোক আধার নম্বরের সাহায্যে আয়কর রিটার্ন জমা দিতে পারবে। এছাড়াও যেখানে প্যান দরকার, সেখানেও এটি ব্যবহার করা যাবে।''
Jul 05, 2019 14:47 (IST)
কেন্দ্রীয় বাজেট ২০১৯: পর্যটন শিল্পকে উৎসাহদান

সরকার ১৭টি বিখ্যাত পর্যটন কেন্দ্রকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার কাজ করছে। এর থেকে অন্য পর্যটন কেন্দ্রগুলির সামনে দৃষ্টান্ত তৈরি করবে। 


অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, ''বিখ্যাত পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের অভিজ্ঞতা আরও মজবুত করতে হবে যাতে দেশীয় ও বিদেশি পর্যটকরা এখানে বেশি করে আসে।''
Jul 05, 2019 13:59 (IST)
বাজেট ২০১৯: কৃষকদের সাহায্য করবে, বললেন প্রধানমন্ত্রী মোদি


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ''এই প্রকল্পগুলি ২০২২ সালের মধ্যে কৃষকদের রোজগারকে দ্বিগুণ করে তুলতে ভূমিকা নেবে... কর ব্যবস্থা এই বাজেটের ফলে সহজ হবে এবং পরিকাঠামোর আধুনিকীকরণ সম্ভব হবে।''
Jul 05, 2019 13:56 (IST)

প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি টুইট করে জানালেন, ''অভিনন্দন সম্মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অর্থমন্ত্রী নির্মলা সীতারামনক বাজেট ২০১৯-২০-র জন্য। এই বাজেট হয়ে উঠেছে বৃদ্ধিকে চাঙ্গা করার ও অর্থনীতির সমস্ত ক্ষেত্রের বৃহত্তর স্বার্থের নীতি নির্ধারণের নথি।''

Jul 05, 2019 13:50 (IST)
কেন্দ্রীয় বাজেট ২০১৯: ''কৃষকদের জন্য সুবিধা...'' অমিত শাহর টুইট
বাজেট ২০১৯ নিয়ে টুইট করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি লিখলেন, ''অর্থমন্ত্রী সীতারামনজি নতুন ভারতের জন্য বাজেট #BudgetForNewIndia পেশ করেছেন যা উন্নয়নশীল ভারতের ভিত্তি স্থাপন করেছে। ১৩০ কোটি ভারতবাসীর কঠোর শ্রমের ফলে যা গড়ে উঠবে। এই বাজেট কৃষক, তরুণ, মহিলা ও গরিবদের সুযোগ দিয়েছে তাঁদের স্বপ্নপূরণ করার।''
Jul 05, 2019 13:27 (IST)
বাজেট ২০১৯: পেট্রল ও ডিজেলে আবগারি শুল্ক বৃদ্ধি
-পেট্রল ও ডিজেলে লিটার প্রতি ১ টাকা আবগারি শুল্ক বাড়ছে
-ধাতব বস্তু, টালি, মার্বেল স্ল্যাব, সিসিটিভি ক্যামেরা এবং আইপি ক্যামেরায় কাস্টমস শুল্ক বাড়ছে।
Jul 05, 2019 13:22 (IST)
বাজেট ২০১৯: জিএসটি রিটার্ন জমার পদ্ধতি সহজ হল
কেন্দ্র প্রস্তাব দিল স্বয়ংক্রিয় জিএসটি (GST) প্রত্যর্পণ মডিউলের
রিটার্ন ফাইলের জন্য জিএসটি সফটওয়্যার
কোনও সংস্থার জন্য স্বয়ংক্রিয় ইনভয়েস সিস্টেম
৫ কোটি বা তার কম লেনদেনের ক্ষেত্রে ত্রৈমাসিক রিটার্ন
Jul 05, 2019 13:11 (IST)
বাজেট ভাষণ লাইভ: 2-5 কোটি ও ৫ কোটি টাকা রোজগারের উপরে আয়কর
করযোগ্য ২-৫ কোটি এবং ৫ কোটি টাকা আয়ের ক্ষেত্রে আয়কর বাড়ল যথাক্রমে ৩ শতাংশ ও ৭ শতাংশ।
Jul 05, 2019 13:08 (IST)
বাজেট ভাষণ ‌লাইভ: গৃহ ক্রয়ে সুবিধা
৩১ মার্চ ২০২০ বা তার আগে আগে ৪৫ লক্ষ টাকা ব্যয়ে বাড়ি ক্রয়ের উপরে প্রদত্ত সুদে ১ লক্ষ টাকা অতিরিক্ত ছাড়।
সুদ বাদ দিয়ে বাড়ি ক্রয়ে ৭ লক্ষ টাকা কর ছাড় পাওয়া যাবে সুদ বাদ দেওয়ার সময়কালের মধ্যবর্তী সময়ে।

Jul 05, 2019 12:57 (IST)
প্রবাসী ভারতীয়রা দেশে ফিরে এলে আধার কার্ডের জন্য ১৮০ দিনের জন্য অপেক্ষা করতে হত। সেই অপেক্ষার মেয়াদ না রাখার প্রস্তাব কেন্দ্রের।
Jul 05, 2019 12:50 (IST)
বাজেট ভাষণ লাইভ: কর্পোরেট করের হার বৃদ্ধি
৪০০ কোটির বেশি বার্ষিক লেনদেন করে যে সব সংস্থা, তাদের ক্ষেত্রে কর্পোরেট করের হার ২৫ শতাংশ বাড়ানো হল।
বৈদ্যুতিক যানবাহনের নির্মাণের ক্ষেত্রে এবং জিএসটি ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হল। 
বৈদ্যুতিক যানবাহনের নির্মাণের ক্ষেত্রে প্রদত্ত সুদের উপরে অতিরিক্ত ১.৫ লক্ষ টাকা আয়কর ছাড় পাওয়া যাবে।

Jul 05, 2019 12:38 (IST)
বাজেট ভাষণ লাইভ: খারাপ ঋণ উদ্ধার
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, ''ব্যাঙ্কিং পরিষেবার শুদ্ধিকরণের ফলে অর্থনৈতিক লাভ এখন পরিপূর্ণ ভাবে দৃশ্যমান।'' অ-কর্মক্ষম সম্পদ (NPAs) গত বছর থেকে কমে ১ লক্ষ কোটিতে দাঁড়িয়েছে। গত চার বছরের বকেয়া ৪ লক্ষ কোটি টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে।
Jul 05, 2019 12:31 (IST)

বাজেট ভাষণ লাইভ: গুরুত্বপূর্ণ পয়েন্ট

ব্যাঙ্ক থেকে ঝাড়ুদার রোবট নির্মাণে অর্থনৈতিক সাহায্য করা হবে।

স্ট্যান্ড-আপ প্রকল্পের ফলে দু'বছরে ৩০০ উদ্যোক্তা উঠে এসেছেন।

দূরদর্শনের অধীনে স্টার্ট-আপ সংস্থাগুলির জন্য একটি টিভি অনুষ্ঠান শুরু হবে। ওই অনুষ্ঠান স্টার্ট-আপ সংস্থাগুলিই চালাবে।

বহু শ্রমিক আইন থেকে চারটি শ্রমিক বিধি তৈরির প্রস্তাব দিয়েছে সরকার।

ভারতে উচ্চ শিক্ষাকে মজবুত করতে একটি আইনের খসড়া প্রস্তুত করা হবে।

'খেলো ইন্ডিয়া' প্রকল্পের মাধ্যমে ক্রীড়াবিদদের উন্নতিসাধন করা হবে।

Jul 05, 2019 12:17 (IST)
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, ''২০১৪ সালের ২ অক্টোবরের পর থেকে ৯.৬ কোটি শৌচাগার নির্মিত হয়েছে। ৫.৬ লক্ষ গ্রাম খোলা-শৌচকর্ম মুক্ত। এই সাফল্য থেকে বুনিয়াদ গড়তে হবে। আমি প্রস্তাব করছি স্বচ্ছ ভারত মিশনকে বাড়িয়ে প্রতি গ্রামে টেকসই কঠিন বর্জ্য ব্যবস্থাপনাকে তার মধ্যে রাখতে।''
Jul 05, 2019 12:07 (IST)
নির্মলা সীতারামন বলেন, ''পাঁচ বছর আগে বিশ্বের প্রথম ২০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটিও ভারতীয় বিশ্ববিদ্যালয় ছিল না। এখন, মজবুত পরিকল্পনা কাজে লাগানোর ফলে সেরা ২০০-তে আমাদের তিনটি রয়েছে। উচ্চশিক্ষার 'হাব' হয়ে ওঠার ক্ষমতা আছে ভারতের। আমরা প্রস্তাব করছি 'স্টাডি ইন ইন্ডিয়া' নামের একটি প্রকল্পের যার সাহায্যে বিদেশি ছাত্রদের এখানে আনা সম্ভব হবে।''
Jul 05, 2019 11:59 (IST)
অর্থমন্ত্রী জানিয়েছেন, ''ভারত এক প্রধান মহাকাশ শক্তিকে পরিণত হয়েছে। এবার সময় এসেছে আমাদের ক্ষমতাকে বাণিজ্যিক ভাবে কাজে লাগানোর। আর বাণিজ্যিক ভাবে ভারতের মহাকাশ দক্ষতাকে কাজে লাগাতে একটি পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ 'নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড' (NSIL) তৈরি করা হয়েছে যা ইসরো-র থেকে সুবিধা গ্রহণ করবে।''
Jul 05, 2019 11:46 (IST)
অর্থমন্ত্রী বলেন, ''আমরা মিডিয়া ও বিমানচালনার ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ (FDI) করব। বিমা মধ্যস্থতাকারীদের জন্য ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগ হবে। সমস্ত স্থানীয় FDI-কে সিঙ্গল ব্র্যান্ড রিটেইল সেক্টরে উন্নীত করা হবে। ২০১৪ সালে বিশ্বব্যাপী FDI-এর গতি ১৩ শতাংশ কমে গিয়ে ১.৫ ট্রিলিয়ন থেকে ১.৩ ট্রিলিয়ন হয়ে যায়। কিন্তু ভারতের FDI-এর গতি মজবুতই রয়েছে।''
Jul 05, 2019 11:39 (IST)
Union Budget 2019: 'সামাজিক' স্টক মার্কেটের প্রস্তাব কেন্দ্রের
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, ''পুঁজি বাজারকে মানুষের কাছে নিয়ে আসার সময় হয়েছে। আমরা প্রস্তাব দিচ্ছি একটি ইলেকট্রনিক ফান্ড সংগ্রহের প্ল্যাটফর্ম তৈরির প্রাথমিক পদক্ষেপের। যার মাধ্যমে স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান ও  সামাজিক উদ্যোগের তালিকা করা সম্ভব হবে। এর ফলে সামাজিক উদ্যোগগুলি কল্যাণমূলক কাজ করতে পারবে পুঁজির সাহায্যে।''
Jul 05, 2019 11:33 (IST)
অর্থমন্ত্রী জানিয়েছেন, ''আমাদের বর্তমান ভাড়া আইন সেকেলে। আধুনিক ভাড়া আইন তৈরি করে দেশে প্রয়োগ করা হবে। ''
Jul 05, 2019 11:31 (IST)
নির্মলা সীতারামন বলেন, ''ভারতের মানুষ দেশের ভবিষ্যতের জন্য দু'টি বিষয়ে ওয়াকিবহাল: জাতীয় সুরক্ষা ও অর্থনৈতিক বৃদ্ধি। ২০১৯-এর মার্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লঞ্চ করেছেন ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড। এর ফলে মানুষ নানা ধরনের পরিবহন খরচ দিতে পারবেন। ৬৫৭ কিমি মেট্রো নেটওয়ার্ক দেশে কর্মক্ষম হয়ে গিয়েছে।''
Jul 05, 2019 11:25 (IST)
নির্মলা সীতারামন বলেন, ''অর্থনীতি এবং লিজিংয়ে দ্রুতবেগে অগ্রসর হওয়ার জন্য এটাই ভারতের সেরা সময়। উন্নয়নের হৃদয়ে যুক্ত হতে হবে। কেবল বৈধ লাভের দিকে তাকিয়ে নেই আমরা। লাইসেন্স রাজ আর নীতি পক্ষাঘাতের দিন গিয়েছে। ভারতের ফার্মগুলি সম্পদ নির্মাতা। ''
Jul 05, 2019 11:16 (IST)
নির্মলা সীতারামন বললেন, ''১ ট্রিলিয়ন অর্থনীতির দেশ হয়ে উঠতে ৫৫ বছর লেগেছিল ভারতের। সমস্ত আশা ও আকাঙ্ক্ষাকে মাথায় রেখে আমরা মাত্র পাঁচ বছরে ১ ট্রিলিয়ন যোগ করেছি। রূপান্তরমূলক সংস্কার বিন্যস্ত করেও সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া গিয়েছে। আমাদের পরিকাঠামোয় ব্যাপক বিনিয়োগ করতে হবে। নাগরিকরা সবদিকে পরিবর্তন টের পাবেন। আমাদের ফোকাস রয়েছে 'মজবত দেশকে লিয়ে মজবুত নাগরিক' (শক্তিশালী দেশের জন্য শক্তিশালী নাগরিক)।'' 
Jul 05, 2019 11:11 (IST)
Budget 2019: নির্মলা সীতারামন সংসদে পেশ করছেন মোদি ২.০ বাজেট
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বললেন, ''আমরা নতুন ভারতের জন্য বলটা গড়িয়ে দিলাম। এই বছর ভারতের অর্থনীতি ৩ ট্রিলিয়ন হল। এটা এখন বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি। পাঁচ বছর আগে ছিল এগারো ন‌ম্বরে। শক্তি সমতা ক্রয়ে আমরা এরই মধ্যে তিন নম্বরে। ''
Jul 05, 2019 11:07 (IST)
সংসদে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন শিল্পনীতি ঘোষণা করতে পারেন নির্মলা, যেদিকে সকলে তাকিয়ে রয়েছে। 
Jul 05, 2019 11:06 (IST)
অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের মা-বাবা সাবিত্রী ও নারায়ণ সীতারামন পৌঁছে গিয়েছেন সংসদে।
Jul 05, 2019 11:02 (IST)
বাজেট ২০১৯-এর কপি সংসদে পৌঁছে গেল। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ১১টার সময় বাজেট পেশ করবেন। বৃহস্পতিবার সরকারের অর্থনৈতিক সমীক্ষার রিপোর্ট পেশ করা হয়েছিল। কর আদায়জনিত কারণে অর্থনৈতিক বৃদ্ধি ব্যাহত হয়েছে ভারতের। তাই এবারের বাজেট বড় চ্যালেঞ্জ।
Jul 05, 2019 10:55 (IST)
মধ্যবিত্ত মানুষ, যাঁরা আয়করের আওতায় পড়েন, তাঁদের জন্য খুশির খবর মিলতে পারে এবারের কেন্দ্রীয় বাজেটে। সূত্রানুসারে জানা যাচ্ছে, ২০১৯-২০ অর্থবর্ষের বাজেটে অন্তর্বর্তী বাজেটের প্রতিশ্রুতি মেনে কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ানো হবে। ২.৫ লক্ষ টাকা থেকে বেড়ে ৩ লক্ষ টাকা হবে ছাড়ের ঊর্ধ্বসীমা। 
অন্তর্বর্তী বাজেটে সরকার প্রস্তাব দিয়েছিল ৫ লক্ষ টাকা পর্যন্ত করয়োগ্য আয় যাদের তাঁদের ছাড় দেওয়া হবে। কিন্তু বেসিক ছাড়ের সীমা অপরিবর্তনীয় রাখা হয়েছিল। 


Jul 05, 2019 10:45 (IST)
অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের হাতে চিরাচরিত সেই ব্রিফকেস দেখা যায়নি, যা বাজেটের আগে অর্থমন্ত্রীর হাতে বরাবর দেখা গিয়েছে। সেই চেনা ছবি ভেঙে বেরিয়ে এসে নির্মলার হাতে উঠে এসেছে লাল কাপড়ের ফোল্ডারের দিকে। যা সুতো দিয়া বাঁধা এবং যার উপরে অশোক স্তম্ভের ছাপ। আধিকারিকরা একে হিন্দিতে 'বহি খাতা' বলছেন। সংবাদ সংস্থা এএনআইকে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কে সুব্রমানিয়ান জানিয়েছেন, ''এটা ভারতীয় ঐতিহ্য। পশ্চিমি চিন্তার দাসত্ব থেকে আমাদের মুক্তির ইঙ্গিতবাহী এটি। এটা বাজেট নয়, 'বহি খাতা'।''
'বাজেট' কথাটি এসেছে ফরাসি 'বোগেট' শব্দ থেকে যার অর্থ চামড়ার ব্যাগ। কিন্তু এবার আর ব্যাগ নয়, লাল ফোল্ডার হাতে দেখা গিয়েছে অর্থমন্ত্রী। নিজের প্রথম বাজেটে এতদিনের চেনা ছবি বদলে দিলেন ‌নির্মলা।
Jul 05, 2019 10:40 (IST)
মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কে সুব্রমানিয়ান জানিয়েছেন, ''আমি আশা করি অর্থনৈতিক সমীক্ষা থেকে অধিকাংশ আইডিয়া এবারের বাজেটে স্থান করে নেবে। এটা আমার প্রথম বাজেট নয়। আমি অন্তর্বর্তী বাজেটেও অংশ নিয়েছিলাম। আমি আশা করছি, এই বাজেট ভাল হবে।''
Jul 05, 2019 10:02 (IST)
পার্লামেন্ট বাজেট পেশ করার আগে ভারতের ঐতিহ্য অনুসারে অর্থমন্ত্রী সীতারমন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সাথে দেখা করতে গেছেন।  

Jul 05, 2019 09:45 (IST)
Budget 2019: অর্থমন্ত্রীর হাতের এই লাল কাপড়ের ফোল্ডারের দিকে তাকিয়ে সারা ভারত


নির্মলা সীতারামনের পাশেই দাঁড়িয়ে আছেন মুখ্য আর্থিক পরামর্শদাতা। নির্মলার হাতে রয়েছে ভারতের আগামী পাঁচটা বছর মতের ওপর কেমন যেতে পারে তার ঝলক। 
Jul 05, 2019 09:33 (IST)
ভারতের অর্থনীতি অনেকটাই কৃষি নির্ভর , এবছর বৃষ্টি কম হওয়ার জন্য কৃষির ওপর তার প্রভাব পড়েছে যথেষ্ট। তাই আজ বাজেটে কৃষি নিয়ে ভারত সরকার কি ভাবনা চিন্তা করেছে সেদিকে চোখ আছে প্রায় সারা ভারতের।  

Jul 05, 2019 09:05 (IST)
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নর্থ ব্লকে উপস্থিত হয়েছেন।
.