This Article is From Feb 23, 2020

ব্রকোলি সামোসা থেকে ডাবের জল, আহমেদাবাদে ডোনাল্ড ট্রাম্পের মেনুতে রকমারি পদ

সোমবারই দু’দিনের ভারত সফরে আসছেন মার্কিন রাষ্ট্রপতি। আহমেদাবাদ সেজে উঠেছে সস্ত্রীক ট্রাম্পকে স্বাগত জানাতে।

ব্রকোলি সামোসা থেকে ডাবের জল, আহমেদাবাদে ডোনাল্ড ট্রাম্পের মেনুতে রকমারি পদ

রকমারি খাবারের সম্ভার সাজিয়ে দেওয়া হবে সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্পের সামনে।

আহমেদাবাদ:

সোমবার ভারতে আসছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (President Donald Trump) ও তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প। আহমেদাবাদে (Ahmedabad) বিমান থেকে নামার পর গুজরাতি সুস্বাদু খাবার স্বাদ নেবেন তাঁরা। ‘ফরচুন ল্যান্ডমার্ক হোটেল'-এর রাঁধুনি সুরেশ খান্না জানালেন, খামান, ভিন্নশস্যের রুটির মতো রকমারি খাবারের সম্ভার সাজিয়ে দেওয়া হবে সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্পের সামনে। সুরেশ খান্নাই রয়েছেন সফররত ট্রাম্পের জন্য পরিবেশিত হতে চলা খাদ্যের দায়িত্বে। তিন‌ি জানাচ্ছেন, ‘‘এটা একটা বড় দিন। মার্কিন রাষ্ট্রপতির জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। আমরা তাঁর সফরের দিকে সত্যিই তাকিয়ে রয়েছি। গুজরাতের স্থানীয় পদকে অন্তর্ভুক্ত করা হয়েছে। যথা- খামান, ব্রকোলি সামোসা, ঘন মধুর কুকিজ, ভিন্ন শস্যের রুটি, ডাবের জল, আইস টি, স্পেশাল চা ও তেলেভাজা।''

তিনি জানান, সমস্ত মেনুই পরিবেশনের আগে পরীক্ষা করে নেওয়া হবে।

আহমেদাবাদ সেজে উঠেছে সস্ত্রীক ট্রাম্পকে স্বাগত জানাতে। সোমবারই দু'দিনের ভারত সফরে আসছেন মার্কিন রাষ্ট্রপতি।

মোতেরা স্টেডিয়ামে ‘নমস্তে ট্রাম্প' অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে ট্রাম্প সম্ভবত সাবরমতী আশ্রমে যাবেন।

রাজ্যজুড়ে প্রতিরক্ষা ব্যবস্থা কড়া করা হয়েছে। মার্কিন রাষ্ট্রপতির হোর্ডিংয়ে ছেড়ে গিয়েছে শহর।

সফরের দ্বিতীয় দিনে মার্কিন রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু, বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। পাশাপাশি প্রতিরক্ষা ও বাণিজ্য বিষয়েও প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন তিনি। 

.